ট্রাক্টর চালক কুকুর!

ট্রাক্টর চালক কুকুর!
প্রশিক্ষণ পেলে পোষা প্রাণিরা অসাধারণ সব কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দেয়। এবার এমনই এক চতুর কুকুরের কথা জানা গেছে। নাম তার ‘র্যাম্বো’।

উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা আলবার্ট রেইডের সার্বক্ষণিক সঙ্গী র্যাম্বো। অন্য কুকুরদের মতোই র্যাম্বো মনিবের খুব বিশ্বস্ত। তবে র্যাম্বোর একটি বিশেষ গুণ হলো, মনিবের কৃষিকাজে নিয়মিত সাহায্য করে। কৃষক আলবার্ট যখন ট্যাক্টর চালিয়ে জমি চাষ করেন, বীজ বপন করেন এমনকি ফসল কেটে ঘরে তোলেন সব সময়ই মনিবের সাথে থেকে কাজ করে। একজন দক্ষ ট্রাক্টর চালকের মতোই মনিবের ট্রাক্টর চালনায় পারদর্শী র্যাম্বো।

র্যাম্বো সম্পর্কে আলবার্ট বলেন, কেউ বিষয়টি বিষয়টি বিশ্বাস করতে চায় না। কিন্তু র্যাম্বোর কাজ দেখার পরে সবাই অবাক হয়, কেউ কেউ ছবি তোলে, ভিডিও করে। তবে নিজে থেকে ট্রাক্টরে উঠতে পারে না র্যাম্বো। তাকে ট্রাক্টরে তুলে দেয়ার পর আলবার্টকে আর কিছু বলতে হয় না। জমি চাষ দেয়ার সময় নিজেই দক্ষ চাষির মতো ট্রাক্টর চালায়। -মিরর

ইত্তেফাক/নূহু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা