Posts

Showing posts from January 19, 2018

১০ বছরের জন্য অজ্ঞাতবাসে যাচ্ছেন আমির খান!

Image
মাসখানেক ধরেই গুঞ্জন চলছিল বেদব্যাসের 'মহাভারত'-কে রূপালি পর্দায় নিয়ে আসছেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত আমির খান। সেই জল্পনাতেই এবার শিলমোহর দিল ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, মহাভারতের প্রিপ্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এজন্য আগামী ১০ বছর অন্য সমস্ত কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন আমির খান।  দীর্ঘদিন ধরেই মহাভারত বানানোর স্বপ্ন দেখছেন আমির খান। তবে মহাভারতের মতো মহাকাব্যকে পর্দায় আনা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই নিচ্ছেন আমির। পাঁচটি পর্বে রিলিজ হবে মহাভারত। ছবি তৈরি করতে লাগবে ১০ বছর। বর্তমানে 'ঠগস অব হিন্দুস্তান' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আমির খান। এটিই সম্ভবত মহাভারতের আগে আমিরের শেষ ছবি। তা আরও নিশ্চিত করেছে আমিরের একটি সিদ্ধান্ত। রাকেশ শর্মার বায়োপিক ছেড়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, মহাভারতে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করতে পারেন আমির খান। তবে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। শোনা যাচ্ছে, আমির খান এখনও দোটানায়। যেকোনো চরিত্র নিয়ে আমির কতটা খুঁতখুঁতে, তা বলাই বাহুল্য। গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করলে ১০ বছর লেগে যাবে। সেক্ষেত্রে অন্য ...

আরও কঠিন হতে চলেছে ইউটিউবে উপার্জন

Image
ফাইল ছবি ইউটিউব থেকে টাকা উপার্জন আর সহজ হবে না বলে মনে করা হচ্ছে। কারণ ইউটিউবকোম্পানি তার পার্টনার প্রোগাম আপডেট করেছে বলে জানা গেছে। ফলে চ্যানেল বা ক্রিয়েটর যদি বেশি টাকা উপার্জন করতে চায় তাহলে তার সাবস্ক্রাইবার বেশি হতে হবে।   জানা গেছে, এবার থেকে সেইসব চ্যানেলই বিজ্ঞাপন পাবে যাদের কাছে কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার রয়েছে এবং ১২ মাসে কমপক্ষে ৪,০০০ ঘন্টা ভিডিও ওই চ্যানেলে দেখা গেছে। প্রসঙ্গত, এর আগে কোম্পানি ন্যূনতম ভিউজ ১০,০০০ রেখেছিল, অর্থাৎ ১০,০০০ ভিউজ হলে বিজ্ঞাপন পাওয়া যেত। ইউটিউব তার ব্লগ পোস্টে জানিয়েছে ২০ ফেব্রুয়ারি শেষ তারিখ, এর মধ্যে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ঘন্টার ভিডিও না থাকলে বিজ্ঞাপন পাওয়া যাবে না। লক্ষ লক্ষ মানুষ ইউটিউবের পার্টনার প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর প্রচুর অর্থ উপার্জন করে থাকে। কিন্তু ইউটিউবের এই নতুন নিয়মের পর এবার থেকে ক্রিয়েটর-দের টাকা প্রতিদিন বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন ক্রিয়েটরদের নিজেদের চ্যানেল শুরু করতে গিয়েও সমস্যায় পড়তে হবে পারে। ইউটিউবের মতে, কোম্পানি এই নিয়ম এই জন্য করেছেযাতে কোম্পান...

জেদ্দা টাওয়ার হবে এক কিলোমিটার উঁচু

Image
একুশ শতকের বিস্ময় হিসেবে আবির্ভূত হয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের ‘বুর্জ খলিফা’। রকেটের মতো দেখতে এই ভবনটির উচ্চতা ছিল ৮২৮ মিটার (দুই হাজার ৭১৭ ফুট)। কিন্তু বুর্জ খলিফার সেই দম্ভকে গুঁড়িয়ে দিতে সৌদি আরব তৈরি করছে এক কিলোমিটার (প্রায়  ৩৩০০ ফুট) উচ্চতার ভবন ‘জেদ্দা টাওয়ার’। ১৭০ তলা বিশিষ্ট ভবনটির প্রাথমিক নির্মাণ ব্যয় ৪.৬ বিলিয়ন সৌদি রিয়েল (১.২ বিলিয়ন ডলার) ধরা হলেও শেষ পর্যন্ত তা আরো অনেক বাড়বে। ২০২০ সাল নাগাদ পাহাড় আর মেঘের জলরাশির মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা রয়েছে জেদ্দা টাওয়ারের। নির্মাণ কাজ শেষ হলে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারের মর্যাদা লাভ করবে জেদ্দা টাওয়ার। লোহিত সাগরের পাশেই মাথা উঁচু করে দাঁড়াতে যাওয়া জেদ্দা টাওয়ারটি তৈরি করতে ৮০ হাজার টন ইস্পাতের প্রয়োজন হবে। ভবনটির নকশা করেছেন বুর্জ আল খলিফার নকশাবিদ মার্কিন স্থপতি আদ্রিয়ান স্মিথ। কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান যুবরাজ আল ওয়ালিদ বিন তালাত ও জেদ্দা ইকোনোমিক কোম্পানি যৌথভাবে এই টাওয়ার নির্মাণ করছেন। জেদ্দা টাওয়ারের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান সৌদি বিন লাদেন গ্রুপ। ৫৯টি লিফট, ১২টি দ্রুত গ...

আইভীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

Image
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   শুক্রবার সকাল ১০টায় ল্যাবএইড হাসপাতালে গিয়ে কাদের আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ল্যাবএইডের সিসিইউ-১ এ চিকিৎসাধীন আছেন। আইভীকে দেখে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আইভীর সঙ্গে কথা হয়েছে। তিনি তার পায়ে ইটের আঘাত লাগার কথা বলেছেন। তাকে এখন অনেকটা ভালোই মনে হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। বাসস ইত্তেফাক/ইউবি

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Image
  ছবিটি সংগৃহীত ধর্মপ্রাণ লাখো মুসলমানদের ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ নদের পূর্ব পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। পবিত্র হজের পর মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুক্রবার থেকে শুরু হয়েছে।  ইজতেমার প্রথম দিনেই জুমার নামাজকে ঘিরে সকাল থেকেই তুরাগ তীরে অগণিত মুসল্লিদের ঢল নামে। সময় যতই এগিয়ে যাচ্ছিল ততই জনস্রোত বাড়ছিল। জুমার নামাজ শুরুর আগেই সমগ্র ইজতেমা ময়দান ও আশপাশের রাস্তাঘাট কানায় কানায় পূর্ণ হয়ে যায়।  জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের কাকারাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।  ফজরের নামাজের পর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়। বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। বাদ জুমা বয়ান করেন ভারতের মাওলানা শেখ আহমেদ মাসুদ। বাদ আছর ভারতের মাওলানা ইউনুস পালনপূরী ও বাদ মাগরিব ভারতের হযরত মাওলানা আকবর শরীফ বয়ান করেন বলে জানান বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন।   ইত্তেফাক/আরকেজি