Posts

Showing posts from July 28, 2021

পাকিস্তানি তালেবান সদস্যদের লাশ গ্রহণ করবে না রেডক্রস

Image
  আফগানিস্তানে নিহত পাকিস্তানি এক তালেবান সদস্যের মরদেহ রেডক্রস সংস্থার কাছে হস্তান্তর করার দাবি করেছে দেশটির একজন গভর্নর। তবে রেডক্রস স্পষ্টভাবে জানিয়েছে, তারা পাকিস্তানে হস্তান্তরের জন্য ওই তালেবানের লাশ গ্রহণ করবে না। আফগানিস্তান রেডক্রিসেন্ট এক টুইটার বার্তায় বলেছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো লাশ স্থানান্তরের জন্য তাদের কাছে কোনো পক্ষ থেকেই আবেদন জানানো হয়নি এবং তারা এরকম কোনো কাজে জড়িত নন। আন্তর্জাতিক রেডক্রসের শাখাগুলো মুসলিম দেশগুলোতে রেডক্রিসেন্ট নামে কাজ করে। পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশের গভর্নর জিয়াউল হক আমিরখিল মঙ্গলবার দাবি করেছিলেন, রেড ক্রিসেন্টের মাধ্যমে গত তিন সপ্তাহে ৩৯ পাকিস্তানি নাগরিকের লাশ পাকিস্তানে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, এসব পাকিস্তানি তালেবানের পক্ষে যুদ্ধ করতে এসে আফগান সেনা অভিযানে নিহত হয় এবং তাদের লাশ তুরখাম স্থলবন্দর দিয়ে পাকিস্তানে নেয়ার কাজ করে রেডক্রিসেন্ট। তবে আফগানিস্তান নাকি পাকিস্তান- কোন দেশের রেডক্রিসেন্ট এ কাজ করেছে তা জানাননি আমিরখিল। তিনি আরও দাবি করেন, আনুষ্ঠানিকভাবে এই ...

সর্বোচ্চ করোনা শনাক্ত আজ

Image
  দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড বাংলাদেশে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৭ জন।  এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৬ জন।  আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫  হাজার ৮৮৪ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনার ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষায় করা হয়েছে। এতে থেকে শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। বিডি-প্রতিদিন/শফিক

বিধিনিষেধ অমান্য করায় ৬ষ্ঠ দিনে রাজধানীতে আটক ৫৬২

Image
  ফাইল ছবি কঠোর বিধি-নিষেধের ষষ্ঠদিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া কিংবা বিভিন্ন নির্দেশনা অমান্যের দায়ে ৫৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। বুধবার সকাল থেকে দিনভর ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক ও জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, এ দফায় কঠোর বিধিনিষেধের ষষ্ঠদিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদিনে ৫৬২ জনকে আটক করা হয়েছে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে, ষষ্ঠদিনে বিধি-নিষেধ অমান্য করায় ৪৮৯ টি যানবাহনকে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ দফায় শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। বিডি প্রতিদি...