Posts

Showing posts from March 14, 2020

সার্ক দেশের একজোট হয়ে করোনা মোকাবিলার সুপারিশ মোদির

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি করোনাভাইরাসের মোকাবিলায় সার্ক সদস্যদেশের নেতাদের একজোট হয়ে মোকাবিলার সুপারিশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার একাধিক টুইটে এই প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, করোনার মোকাবিলায় সার্ক সদস্যদেশের নেতারা উপযুক্ত কৌশল তৈরি করুন। কীভাবে সেই কৌশল বা উপায়ের খোঁজ পাওয়া যেতে পারে, মোদি তারও হদিস দিয়েছেন। বলেছেন, নিজের দেশের নাগরিকদের কীভাবে সুরক্ষিত রাখা যায়, ‘আমরা সবাই তা ভিডিও কনফারেন্সিং মারফত আলোচনা করতে পারি।’ মোদি বলেছেন, ‘সবাই মিলে একজোট হয়ে পৃথিবীকে সুস্থ ও নীরোগ রাখার প্রচেষ্টায় আমরা বিশ্বে একটা নজির সৃষ্টি করতে পারি।’ করোনাভাইরাসের মোকাবিলায় এই মুহূর্তে সারা বিশ্বে থরহরিকম্প শুরু হয়ে গেছে। একের পর এক দেশের নাগরিকেরা এই মরণরোগে আক্রান্ত হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতির। জনজীবনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। এই সময়ে প্রধানমন্ত্রী মোদির এই আহ্বান সব দিক দিয়ে অর্থবহ হয়ে উঠেছে। শুক্রবার বেলা পৌনে দুইটার পরপর দুটি টুইট করেন মোদি। প্রথমটিতে বলেন, ‘আমাদের পৃথিবী এই মুহূর্তে করোনার বিরুদ...