Posts

Showing posts from October 13, 2018

ভারতে এফ-১৬ ফাইটার জেট তৈরি করবে যুক্তরাষ্ট্র!

Image
সামরিক শক্তিতে ভয়ঙ্কর হয়ে উঠছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে এবার ভারতে এফ-১৬ ফাইটার জেট তৈরি করতে যাচ্ছে মার্কিন সংস্থা লকহিড মার্টিন। আগামী দু-তিন বছরের মধ্যেই এই প্রজেক্ট শুরু হবে বলে জানা গেছে। এ ব্যাপারে লকহিড মার্টিনের চিফ এক্সিকিউটিভ ফিল শ জানিয়েছেন, আগামী ২-৩ বছরের মধ্যেই ভারতের সঙ্গে পার্টনারশিপে বানানো হবে এই ফাইটার জেট। ভারতে মূলত বানানো হবে এই বিমানের উইং। ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই বিমানের উইংস বানানো হবে। ভারতের এফ-১৬ যুদ্ধবিমান তৈরি হওয়া নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে ভারত ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে। ভারতের লকহিড মার্টিন ও টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেডের যৌথ উদ্যোগে যুদ্ধবিমানের নতুন সংস্করণ এফ-১৬ ব্লক ৭০ তৈরি হওয়ার কথা। ভারত স্থানীয় ওয়েপন সিস্টেমও ব্যবহার করতে পারবে ওই এয়ারক্রাফটে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ