Posts

Showing posts from August 20, 2017

ফুটবলে এসেছে নতুন ‘গোল মেশিন’

Image
‘গোল মেশিনে’র আরেকটি গোলের উল্লাস। ছবি: শামসুল হক দেশের ফুটবলে এসেছেন নতুন এক ‘গোল মেশিন’।  শিরোনাম দেখে যেমন অবাক হওয়ার কিছু নেই, ভুল ধরার লোকও হয়তো পাওয়া যাবে না। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন তৌহিদুল আলম সবুজ—এই শিরোনাম তো তৌহিদের নামের পাশেই খাটে। রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলের জয়ে চট্টগ্রাম আবাহনীর অন্য গোলটি জাহিদ হোসেনের।  তৌহিদের গোলের সঙ্গে আরেকটি বিষয়ও ধ্রুব হয়ে উঠেছে। প্রত্যেক ম্যাচে জয়ও পেয়েছে তাঁর দল চট্টগ্রাম আবাহনীও। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও তারা। সমানসংখ্যক ম্যাচে দুই জয়, এক ড্র ও দুই হারে রহমতগঞ্জের পয়েন্ট ৭। গত লিগে মোট আট গোল করেছিলেন তৌহিদ। এর মাঝে টানা তিন ম্যাচে ছিল গোল। এবার টানা পাঁচ গোল করে সেটা ছাপিয়ে গেলেন। মহেশখালীর ছেলে যেন গোলের ঘ্রাণ শুঁকতে পাচ্ছেন। ৪৩ মিনিটে করা আজকের গোলটিতে প্রথমে দূরের পোস্টে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ডান প্রান্ত থেকে জাহিদ ক্রস নেওয়ার সময় প্রতিপক্ষ রাইটব্যাক মোজাম্মেল হোসেন ও সেন্টারব্যাক মানডের ফাঁক গলে পৌঁছে গেলেন কাছের পোস্টে। জাহিদের ক্রসটি সবুজের পায়ের ওপর এসে পড়তেই নিখুঁত প্লে...

‘কী দিয়া বাড়ি বানাইম?’

Image
সৈয়দপুরের পশ্চিম পাটোয়ারীপাড়ায় কয়েকজন বন্যাদুর্গত। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: প্রথম আলো ‘হামরা কাইল (শুক্রবার) পানি নামার পর বাড়িত সেন্দাইছি (ঢুকেছি)। বাড়িতো হামার ভাঙ্গি গেইছে। কামকাজ নাই কী খাইম? কী দিয়া বাড়ি বানাইম?’ কথাগুলো বলছিলেন সৈয়দপুর শহররক্ষা বাঁধে আশ্রয় নেওয়া মাসুদা। এ রকমই সমস্যার কথা বলেন মোমেনা বেগম নামের আরেক বৃদ্ধ। তিনি বলেন, ‘একবার বানের পানিত তলে গেনু, এ্যালা ড্যানডারাত তলে গেছি হামরা।’ (একবার বন্যার পানির নিচে তলিয়ে গেছি, এখন সমস্যায় তলিয়ে গিয়েছি আমরা।) আজ শনিবার সরেজমিনে সৈয়দপুর উপজেলার বন্যাদুর্গত এলাকায় কথা হয় এই দুজনের সঙ্গে। সেখানে মাসুদা ও মোমেনার মতো বন্যাদুর্গত আরও অনেকে রয়েছেন। সৈয়দপুর পৌরসভা এলাকার কুন্দল, পাটোয়ারীপাড়া, কাজীপাড়া, নতুন বাবুপাড়া, বাঁশবাড়ী, মিস্ত্রিপাড়া, বানিয়াপাড়া, হাতিখানা, মুন্সিপাড়া, খাতামুধুপুর ইউনিয়নের মুশরত, ময়দানপুর, খালিশা, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া, তিনপাই, ডাঙ্গি, কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী, কুজিপুকুর, কামারপুকুর, বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী, লক্ষণপুর, বয়েতপাড়া, বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর, জানেরপাড় ও বসুনিয়াপাড়া গ্রাম...
Image
বন্যায় বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হলেও ত্রাণ বঞ্চিত শতাধিক পরিবার Published : Sunday, 20 August, 2017 at 7:04 PM ,  Count : 22       এম আর মহসিন, সৈয়দপুর সংবাদদাতা : ঘরের দড়জায় ১২০ কিঃ মিঃ গতিতে পানির স্রোত। ভয়ংকর গর্জন। বিদ্যুৎহীন অন্ধকার রাত্রি। কাধে সন্তান, মালামালসহ মানুষের ছুটোছুটি। কোন রকম আশ্রয় কেন্দ্রে যাওয়া। এ দৃশ্যে ঘাবরে না গিয়ে পানিভর্তি বাড়িতেই পরিবার নিয়ে মহান আল্লাহর নামে আবদ্ধ থাকেন বঙ্গবন্ধু প্রেমি ও মুক্তিসেনার গুপ্তচর বৃদ্ধ বেলাল উদ্দিন (৬৮)। এভাবে তিনদিন অর্ধাহারে কাটালেও কেউ খবর রাখেননি। এমনকি বাড়ির আঙ্গিনায় সেতু মন্ত্রী আসলেও ত্রান সহায়তা জুটেনি মুক্তিযুদ্ধের এ সংগঠকসহ তার প্রতিবেশি শতাধিক পরিবারের ভাগ্যে। সৈয়দপুর শহরের পৌর ১১ নং ওয়ার্ডের কুন্দল গ্রামের পুর্ব পাড়ায় স্ত্রী,সন্তান,নাতীদের নিয়ে জরার্জীন একটি কুটিরে বসবাস করছেন মোঃ বেলাল উদ্দিন(৬৮)। টানা বৃষ্টি,উজানের ঢল আর শহরের খড়খড়িয়া নদীর পাটোয়ারী পাড়া এলাকায় শহর রক্ষা বাধটি ভেঙ্গে প্লাবিত হয়ে বেলাল উদ্দিনের কুটিরের প্রবেশ করে। এরপর বিকেল হতেই বাড়ির দড়জায় ১২০কিঃমিঃ গতির ¯্রােত শুর...
Image
ভাঙ্গায় ৪ লাখ জাল টাকা সহ আটক ৪ Published : Sunday, 20 August, 2017 at 8:32 PM ,  Count : 0       ভাঙ্গা সংবাদদাতাঃ  ভাঙ্গায়  গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ অভিযান চালিয়ে ভাঙ্গা হাসপাতাল সংলগ্ন কাপুড়িয়া সদরদী এলাকা থেকে ৪ লাখ ৫ টাকা, তৈরির মেডিসিন সহ ৪ জনকে আটক করেছে।  শনিবার রাত ২টার কোহিনুর বেগমের বাড়ি থেকে ৪ লাখ ৫ হাজার জাল টাকা সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল, স্বামী-সালাউদ্দিন আহম্মেদ রাসেল(২৯)তার স্ত্রী ফাতেমা বেগম(২২) ভাতিজা সাইদুল সরদার (১৮) ও জুয়েল হাওলাদার (৩৫)। এদের সকলের বাড়ী বরিশালের হিজলা উপজেলার হরিণা গ্রামে।  রোববার দুপুরে পুলিশ ৭ দিনের রিমান্ডে চেয়ে আসামিদের জেল হাজতে প্রেরণ করেছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ আইনের ২৫-ক(খ) ধারায় মামলা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে রাতেই আমরা অভিযান চালিয়ে রুমের মধ্যে জাল টাকা ছড়িয়ে মেডিসিন দেয়ার সময় ১হাজার টাকার নোট ৩৫৬,৫শ টাকার নোট ৯৮টি সহ ৪ জনকে আটক করতে সক্ষম হই। ঈদকে সামনে রেখে চক্রটি ৭দিন পূর্বে এই বাসাটি ভাড়া নেয়...
Image
রায় নিয়ে মন্তব্যে নেতাদের ধৈর্য ধরতে বললেন কাদের সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি ওবায়দুল কাদের—ফাইল ছবি সমকাল প্রতিবেদক সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সংযত বক্তব্য দিতে আওয়ামী লীগ নেতাদের আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ রায় নিয়ে চলা তুমুল বিতর্কের মধ্যে রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, 'এই অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ঠাণ্ডা মাথায় কমেন্ট করা উচিত।' ১৯৯৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বর্তমান প্রধান বিচারপতি এসকে সিনহাকে 'রাজনৈতিক বিবেচনায়' হাইকোর্টে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল বলে শনিবার খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের মন্তব্য প্রসঙ্গে কাদের বলেন, 'এগুলো তার একান্ত নিজস্ব বক্তব্য। তবে আমাদের আরও ধৈর্য ধরা উচিত।' এদিকে, অধস্তন আদালতের বিচারকদের চাকরির বিধিমালা নিয়ে আলোচনার আহ্বানে সরকারের সাড়া না পেয়ে রোববার অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছেন, 'আদালত যথেষ্ট ধৈর্য ধরেছে।' প্রধান বিচারপতির এ মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে আ...
Image
পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবি ফাইল ছবি সমকাল প্রতিবেদক পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবি জানিয়েছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন। রোববার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি শেখ খায়রুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্যারিস্ট্যার জাকির আহম্মেদ, আনোয়ার-ই-তাসলিমা, অ্যাডভোকেট কাওছার হোসাইন, এস এম জীবন প্রমুখ। বক্তারা বলেন, পুরুষরা ঘরে-বাইরে নির্যাতনে শিকার হচ্ছে। কিন্তু আত্মসম্মানের জন্য বলতে পারছে না। পুরুষকে শায়েস্তা করার জন্য নারীরা যৌতুক ও নারী নির্যাতন মামলা দিয়ে থাকে। নারীদের আইনী সহায়তা দেওয়ার জন্য সংস্থা থাকলেও পুরুষদের জন্য নেই। তাই অবিলম্বে পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়নের দাবি জানান তারা।  

চীন সীমান্তে সৈন্য বৃদ্ধি করেছে ভারত

Image
অনলাইন ডেস্ক: চীন-সিকিম সীমান্তে আরো সেনা মোতায়েন করেছে ভারত। চীনের সঙ্গে সিকিমের ডোকা লো সীমান্তে প্রায় এক মাস ধরে চলা টানাপড়েনকে কেন্দ্র করে এ সব সেনা মোতায়েন করল ভারত। ১৯৬২ সালের দুই দেশের মধ্যে যুদ্ধের পর এই প্রথম সীমান্তে চীন-ভারত সেনাদের মধ্যে এতো দীর্ঘদিন ধরে বিরাজ করছে মুখোমুখি অবস্থা। চীনের গণ মুক্তি ফৌজ বা পিএলএ  সীমান্তে ভারতের দু’টি বাঙ্কার গুঁড়িয়ে দেয়ার এবং কথিত আগ্রাসী কৌশল গ্রহণকে কেন্দ্র সেখানে সেনা পাঠায় নয়াদিল্লি। অবশ্য, ভারতীয় সেনাদের বন্দুকের নল মাটি মুখো করে রাখা হয়েছে। অর্থাৎ যুদ্ধের মনোভাব প্রদর্শন তারা করছে না বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে। এদিকে,  ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করে চীনের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনারা সিকিমের সীমান্ত দিয়ে চীনা ভূখণ্ডে প্রবেশ করে সেখানে চীনা বাহিনীর স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করেছে। ১৯৬২ সালের দুই দেশের মধ্যে যুদ্ধের পর এই প্রথম সীমান্তে চীন-ভারত সেনাদের মধ্যে এতো দীর্ঘদিন ধরে মুখোমুখি অবস্থা বিরাজ করছে।  ২০১৩ স...

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল বন্ধ

Image
অনলাইন ডেস্ক: বন্যার কারণে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রেলপথের একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পরিস্থিতিতে রোববার ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। সকালে ঢাকার কমলাপুর স্টেশনে তিনি সাংবাদিকদের বলেন, “ট্রেনে চলাচলের কোনো ব্যবস্থা না করা পর্যন্ত ওই পথে ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়বে না।" টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার মো. জালালউদ্দিন জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হয়। এরপরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে। রেলসেতুর দক্ষিণ পাশে প্রায় ২০ ফুট এলাকার মাটি ধসে গেছে বলে তিনি জানান। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা সকালেই ঘটনাস্থলে যান। বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, যত দ্রুত সম্ভব তারা মেরামত শুরু করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছেন। রেলওয়ের মহাপরিচালক জানান, সকালে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে দিনাজপুর...

সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় অভিনেতার মৃত্যু

Image
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয় অভিনেতার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভারতীয় অভিনেতার। শনিবার মুম্বাইয়ের কাছে পালগড় জেলায় মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় টেলিভিশন অভিনেতা গগন কং এবং অর্জিত লাভানিয়ার মত্যু হয়। জানা গেছে, পূরাণ কেন্দ্রীক মহাকালি- অন্থ হি আরম্ভ হ্যায় নামক সিরিয়ালে অভিনয় করতেন এই দুই অভিনেতা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে গগন গাড়ি চালাচ্ছিলেন এবং অর্জিত তার পাশে বসে ছিলেন। শ্যুটিংয়ের স্টুডিও থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হয় তারা।

ডুবে যাওয়া মার্কিন যুদ্ধজাহাজ উদ্ধার

Image
ইন্ডিয়ানাপলিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি মার্কিন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ ৭২ বছর পর সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার হয়েছে। মার্কিন নৌবাহিনী শনিবার জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের ১৮ হাজার ফুট গভীরে ইন্ডিয়ানাপলিস নামে এই মার্কিন যুদ্ধজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। যুদ্ধজাহাজ ইন্ডিয়ানাপলিস ১৯৪৫ সালের ৩০ জুলাই যখন মার্কিন বাহিনীর কাছে পরমাণু বোমা তৈরির উপকরণ পৌঁছে দিয়ে ফিরছিল তখন জাপানি সাবমেরিন টর্পেডো এর ওপর হামলা চালায়। যার জেরে মাত্র ১২ মিনিটের মধ্যেই বিশালাকার এই জাহাজটি সমুদ্রগর্ভে ডুবে যায়। এক হাজার ১৯৬ জন ক্রু মেম্বারের মধ্যে বেঁচে যান আটশো জন। এদের মধ্যে অবশ্য বাঁচানো সম্ভব হয় মাত্র ৩১৬ জনকে। বাকিদের বেশির ভাগই অনাহার এবং ডিহাইড্রেশনে মারা যান। এরপর থেকে অনেক সন্ধান করেও খোঁজ মেলেনি ইন্ডিয়ানাপলিসের। শেষে ২০১৬ সালে মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পল অ্যালেনের তত্ত্বাবধানে সিভিলিয়ান রিসার্চের একটি দল প্রশান্ত মহাসাগরের মাঝে দেড় হাজার বর্গ কিলোমিটার জায়গা চিহ্নিত করে তল্লাশি শুরু করে। সম্প্রতি খোঁজ মেলে জাহাজটির ধ্বংসাবশেষের। পল জানান, ধ্বংসাবশেষের গায়ে ইন্ড...

জামালপুরে যমুনার পানি এখনো বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপরে

Image
জামালপুরে গত চার দিন ধরে বন্যার পানি কমছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৯ সেন্টিমিটার কমলেও রোববার বিকেলে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলা সদরসহ সাতটি উপজেলার প্রায় নয় লাখ মানুষ এখনো পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। মেডিক্যাল টিম গঠিত হয়েছে ৭৭টি। সাময়িকভাবে পাঠদান বন্ধ রয়েছে এক হাজার ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৮ হাজার ১৮৭ হেক্টর জমি ফসল। এছাড়া বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত জামালপুর জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ৩০ হাজার রুটি তৈরির কর্মসূচির শুরু করেছে জামালপুর প্রেস ক্লাব। শনিবার রাতে প্রেস ক্লাব ভবনের ছাদে এ কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সারারাত রুটি তৈরি করে প্রতিদিন সকালে জামালপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের ত্রাণের রুটি তৈরি কর্মসূচিতে রুটিগুলো দেয়া হবে বলে জানান জামালপুর প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল ও সাধারণ সম্পাদক দুলাল হোসাইন।

গোয়ালন্দে পদ্মার পানি কমতে শুরু করেছে

Image
গোয়ালন্দে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বানভাসী মানুষের মনে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। রোববার উপজেলার বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে দেখা যায়। বানবাসি মানুষ কষ্টে থাকলে তাদের মাঝে কিছুটা আশা নিয়ে আছে। এক দিনে আগে যারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছিল পানি কমার আভাস পেয়ে তাদের মনে সাহস হয়েছে। তবুও কারো কারো মনে আবারাও পানি বাড়ার শঙ্কা কাটেনি। এ দিকে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী পূর্নিমার আগে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত পানি না বাড়ার নিশ্চয়তা দেয়া সম্বব নয়। গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার ইদ্রিস আলী জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত গোয়ালন্দে ২৪ ঘন্টায় সেমি কমে পদ্মার পানি বিপদসীমার ৯৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা বর্তমানে এ পয়েন্টে পানির স্তর ৯.৬৩ মিটার ।

কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি

Image
দেশের উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-মধ্যাঞ্চলের (মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর) নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছু জায়গায় স্থিতিশীল এবং কিছু জায়গায় উন্নতি হচ্ছে। গঙ্গা অববাহিকার পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মধ্যাঞ্চলের ঢাকার চতুর্দিকের বালু, তুরাগ, বুড়িগঙ্গা, টুংগি খালের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি বিপদসীমার ৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনার ভারতীয় অংশের পানি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় গড়ে ১২ সেন্টিমিটার হ্রাস পেতে পারে। বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র-যমুনার বিভিন্ন পয়েন্টে আগামী ৭২ ঘণ্টায় হ্রাস অব্যাহত থাকবে। অপরদিকে গঙ্গা-নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। পদ্মা নদীর পানি সমতল উজ...
Image
ইসলাম গ্রহণ করে প্রিন্সেসকে ঘরে তুললেন মোহাম্মদ আবদুল্লাহ | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম   323     1     0     324 ইনকিলাব ডেস্ক : নেদারল্যান্ডসের যুবক ডেনিস মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পর বিয়ে করলেন মালয়েশিয়ার জোহোর রাজ্যের সুলতান ইব্রাহিমের একমাত্র কন্যা প্রিন্সেস তুংকু তুন আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াকে। গত সোমবার জোহোর রাজ্যের রাজধানী জোহোর বাহরুতে রাজপ্রাসাদে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়। তবে রাজকন্যার স্বামী মোহাম্মদ আবদুল্লাহ রাজপুত্র নন, তিনি এক ডাচ ব্যবসায়ীর পুত্র এবং তার পেশাও ব্যবসা। প্রিন্সেস আমিনাহ তার স্বামীর চেয়ে তিন বছরের বড়। তার বয়স ৩১ বছর এবং স্বামী মোহাম্মদ আবদুল্লাহর বয়স ২৮ বছর। তিন বছর আগে তাদের দেখা হয় এবং প্রণয়ে জড়িয়ে পড়েন। প্রিন্সেসকে কাছে পেতে ২০১৫ সালে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন মোহাম্মদ আবদুল্লাহ। এরপর তাদের বিয়ের আলোচনা শুরু হয়। সুলতান ইব্রাহিমের পরিবার শেষ পর্যন্ত প্রিন্সেসের ইচ্ছানুযায়ী বিয়েতে রাজি হয়। গত সোমবার মহাধুমধামে ১ হাজার ২০০ অতিথির উপস্থিতি তাদের ব...
Image
আশাশুনিতে বিপজ্জনক বিদ্যুতের খুঁটি | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম   4     0     0     4 আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গাবতলা বাজারে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের খুঁটি পুড়ে ভেঙ্গে গেলেও কর্তৃপক্ষ ঠিক করেনি। দীর্ঘ ৬ মাস অতিক্রান্ত হলেও বিপজ্জনক ভাবে লাইনটি চালু রয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।  মহেশ্বরকাটি গ্রামের মধ্য দিয়ে বেতনা নদী পার হয়ে গাবতলা বাজারের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনটি চলে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির এই লাইনটি ওয়াপদার ¯েøাব দিয়ে খুঁটি বসান। লাইনটির নীচে গাবতলা বাজারের বহু দোকান ঘর রয়েছে। দোকান ঘরের ঠিক উপরে বিদ্যুৎ লাইনের একটি কাঠের খুঁটি বৈদ্যুতিক ত্রæটির কারনে আগুন প্রজ্জলিত হয়ে প্রায় ৬ মাস পূর্বে পুড়ে যায়। খুুঁটির উপরের অংশ এবং তার ব্যবহারের জন্য আড়াআড়ি কাঠের অংশ ভেঙ্গে ও পুড়ে যায়। ফলে ৪টি তারের মধ্যে ২টি তার সম্পূর্ণভাবে ঝুলে পড়ে আছে। যে কোন সময় ঝড়বৃষ্টির চাপে কিংবা দীর্ঘ লম্বা তারের...
Image
২৪ ঘণ্টার মধ্যে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হবে: রেলমন্ত্রী টাঙ্গাইল জেলা সংবাদদাতা । ২০ আগস্ট, ২০১৭, ৫:০৬ পিএম ঢাকা থেকে বঙ্গবন্ধুসেতু হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলীতে ঝিনাই নদীর উপর রেলসেতুর এপ্রোচ অংশের মাটি সরে যাওয়ায় কর্তৃপক্ষ রেল চলাচল বন্ধ করে দেয়। পানির তীব্রতায় রেল লাইনের মাটি ধসে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। রোববার দুপুরে রেলমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শনে এসে ২৪ ঘণ্টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদে ঘরমুখো মানুষের বাড়িফেরা নিরাপদ করতে যা করণীয় রেল বিভাগ তাই করতে প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কার কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামাদি আনা হয়েছে। যথা সময়েই রেল চলাচল করার জন্য লাইনটি চালু করা হবে।  এসময় মন্ত্রী প্রধানমন্ত্রীর...
Image
সিলেটে দুই বোন ধর্ষণ: পাঁচজনের যাবজ্জীবন সিলেট অফিস ২০ আগষ্ট, ২০১৭ ইং ১৯:৩৩ মিঃ সিলেটের বিয়ানীবাজারে দুই বোনকে ধর্ষণের মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।    রবিবার অপরাহ্নে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত এবং বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।    এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফখরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।   যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো- কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের সৈয়দুর রহমান সাইফুল (৩৮) ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কটিয়া গ্রামের সেলিম আহমদ (২৮), বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের জয়নুল ইসলাম (৪০), তার বড় ভাই নজরুল ইসলাম (৪৫) ও কালাম আহমদ।    মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ মে উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া ধর্ষণের শিকার হন দুই বোন। এ ঘটনায় পর তাদের বাবা ওয়াহিদ আলী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।     ইত...
Image
তাল আফর পুনর্দখলে ইরাকের অভিযান শুরু অনলাইন ডেস্ক ২০ আগষ্ট, ২০১৭ ইং ১৪:৩০ মিঃ   ইরাকী বাহিনী তাল আফর পুনর্দখলে অভিযান শুরু করেছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি রবিবার এ অভিযান শুরুর ঘোষণা দেন।   ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) গুরুত্বপূর্ণ ও অন্যতম শেষ ঘাঁটি এই তাল আফর। এটি মসুলের কাছাকাছি অবস্থিত। আইএসের কাছ থেকে মসুল পুনর্দখলের মাসখানেক পর নতুন এ অভিযানের ঘোষণা দেয়া হল।   ইরাকের মানচিত্র ও পতাকার সামনে সামরিক পোশাকে দাঁড়ানো আবাদি টেলিভিশন ভাষণে তাল আফর মুক্ত করতে অভিযান শুরুর ঘোষণা দিয়ে বলেন, আমি বলছি দায়েশের (আইএসের অপর নাম) সামনে অন্য পথ খোলা নেই। হয় তাদের ইরাক ছাড়তে হবে, নয় মরতে হবে।   তিনি তার সৈন্যবাহিনীর উদ্দেশ্যে বলেন, ‘পুরো বিশ্ব তোমদের সঙ্গে রয়েছে। আমরা সকল যুদ্ধে জিতেছি, আর দায়েশ হেরেছে।’   তাল আফর মসুলের ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মার্কিন বাহিনীর সমর্থনে ইরাকী সৈন্যরা অভিযান চালিয়ে জুলাই মাসে মসুলকে আইএস মুক্ত করে। -বাসস   ইত্তেফাক/কেকে