২৪ ঘণ্টার মধ্যে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হবে: রেলমন্ত্রী
টাঙ্গাইল জেলা সংবাদদাতা । ২০ আগস্ট, ২০১৭, ৫:০৬ পিএম

ঢাকা থেকে বঙ্গবন্ধুসেতু হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলীতে ঝিনাই নদীর উপর রেলসেতুর এপ্রোচ অংশের মাটি সরে যাওয়ায় কর্তৃপক্ষ রেল চলাচল বন্ধ করে দেয়। পানির তীব্রতায় রেল লাইনের মাটি ধসে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। রোববার দুপুরে রেলমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শনে এসে ২৪ ঘণ্টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদে ঘরমুখো মানুষের বাড়িফেরা নিরাপদ করতে যা করণীয় রেল বিভাগ তাই করতে প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কার কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামাদি আনা হয়েছে। যথা সময়েই রেল চলাচল করার জন্য লাইনটি চালু করা হবে।
এসময় মন্ত্রী প্রধানমন্ত্রীর...
এসময় মন্ত্রী প্রধানমন্ত্রীর...
Comments