Posts
Showing posts from December 2, 2019
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিচ্ছে জার্মানি
- Get link
- X
- Other Apps
রয়টার্স ফাইল ছবি। ২০১১ সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পর জার্মানির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে ব্যাপক শঙ্কা দেখা দেয়। সেই শঙ্কা থেকেই পর্যায়ক্রমে সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বর্তমানে দেশটিতে সচল রয়েছে সাতটি কেন্দ্র। এগুলো ২০২২ সালের মধ্যে বন্ধ করা হবে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংসের পর সেগুলোর উচ্চমাত্রার তেজস্ক্রিয় বর্জ্য কোথায় রাখা হবে, তা নিয়ে বড় সমস্যায় পড়েছে দেশটি। এ রকম স্থানও খুঁজে পাচ্ছে জার্মান সরকার। এই বর্জ্য রাখার ‘স্থায়ী ভাগাড়’ খুঁজে বের করতে জার্মান সরকারের হাতে সময় আছে ২০৩১ সাল পর্যন্ত। উপযুক্ত স্থান খুঁজে বের করতে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্য জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের পরিবেশ ও জলবায়ু নীতির চেয়ারপারসন মিরান্ডা শ্রয়াস। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংসের ফলে ২৮ হাজার কিউবিক মিটারের বেশি বর্জ্য তৈরি হবে, যা যুক্তরাজ্যের লন্ডনের বিগ বেন ক্লক টাওয়ারের মতো ছয়টি স্থাপনার সমান। মানবদেহের জন্য ক্ষতিকর এই বিপুল বর্জ্য কোথা...
এগিয়ে আসছে টাইফুন ‘কাম্মুরি’
- Get link
- X
- Other Apps
ছবি-সিএনএন ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন (ঘূর্ণিঝড়) ‘কাম্মুরি’। দেশটির কয়েক লাখ মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে তৃতীয় ক্যাটারির এই টাইফুন আঘাত হানতে পারে। খবর সিএনএন’র। টাইফুন ‘কাম্মুরি’র স্থানীয় নাম ‘টিসয়’। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকালে ফিলিপাইনের সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুজন প্রদেশে ‘কাম্মুরি’ আঘাত হানতে পারে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফিলিপিনস নিউজ এজেন্সি’ জানিয়েছে, আলবে প্রদেশের অন্তত এক লাখ মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে নিরাপদ স্থানে যেতে অস্বীকৃতি জানানো মানুষদের জোর করে সরিয়ে নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রদেশটির গভর্নর। আবহাওয়া অধিদপ্তর বলছে, টাইফুনের বর্তমান গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তবে তা বেড়ে ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌছঁতে পারে। লুজন প্রদেশে ২০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর প্রভাবে সেখানে বন্যা ও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। শক্তিশালী এই টাইফুনের প্রভাব পড়তে পারে দেশটির রাজধ...
ইনসুলিন, কোলেস্টেরল নিয়ন্ত্রণসহ ৭ রোগের মহৌষধ ধনেপাতা
- Get link
- X
- Other Apps
অনেকেই মনে করেন, ধনেপাতা শুধু রান্নার স্বাদ বাড়াতে কাজে লাগে। কিন্তু জানেন কি, একাধিক স্বাস্থ্য সমস্যা দূর করতেও এর জুড়ি মেলা ভার! আসুন জেনে নেওয়া যাক ধনেপাতার কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে যেগুলো হয়তো অনেকেরই অজানা... ধনেপাতার স্বাস্থ্যগুণ: ১. ধনেপাতা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ২. দাঁত ও মাড়ির সুস্থতায় ধনেপাতা অত্যন্ত কার্যকরী একটি ভেসজ উপাদান। ধনেপাতা দাঁতের ফাঁকে ব্যাক্টেরিয়াকে বাসা বাঁধতে বাধা দেয়। ফলে সুস্থ থাকে দাঁত ও মাড়ি। ৩. লিভার বা যকৃতকে সুস্থ রাখতে ধনেপাতা অত্যন্ত কার্যকরী। নিয়মিত নির্দিষ্ট পরিমাণে ধনেপাতা খেতে পারলে লিভারের একাধিক সমস্যা থেকে দূরে থাকা যায়। ৪. ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা অত্যন্ত উপকারী। ধনেপাতা রক্তে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আর রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে রাখে। ৫. ধনেপাতার মধ্যে সিনিওল এসেনশিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে। এগুলো শরীরের পুরনো ও নাছোড় ব্যথা কমাতে সাহায্য করে। ৬. ধনেপাতায় থাকা আয়রন রক্তাল্পতা রোধে সাহায্য করে। ৭. ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা...
ফের সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
- Get link
- X
- Other Apps
সৌদি আরবের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা । এবার তারা ড্রোনটি ভূপাতিত করেছে উত্তর-পূর্বাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে। হুথি আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া ব্যুরো জানিয়েছে, চীনের তৈরি মধ্যম উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম উইং লুং নামের একটি ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে। গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান, হেলিকপ্টার ও ড্রোন নিয়মিতভাবে ভূপাতিত করে চলেছে। ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের যে এলাকায় এবার হুথি সমর্থিত সেনারা সৌদি ড্রোনটি ভূপাতিত করেছে, গত ১৯ এপ্রিল ঠিক একই এলাকায় তারা আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল। গত বৃহস্পতিবার আনসারুল্লাহ বাহিনী সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে। ওই ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছিলেন, সৌদি হেলিকপ্টারটি শত্রুতামূলক তৎপরতায় নিয়োজিত ছিল। তিনি সে সময় ইয়েমেনের আকাশসীমায় ...
ব্রোঞ্জের পর এবার স্বর্ণ পেল বাংলাদেশ
- Get link
- X
- Other Apps
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ত্রয়োদশ আসরে ব্রোঞ্জ পদক জয়ের পর এবার স্বর্ণপদক পেল বাংলাদেশ। তায়কোয়ানদো পুরুষ ইভেন্টে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের দীপু চাকমা। এর আগে, ব্রোঞ্চ দিয়ে পদকের খাতা খুলল বাংলাদেশ। কারাতে ইভেন্টে হুমায়রা আক্তার অন্তরার নৈপুণ্যে আসে এই পদক। আসরের দ্বিতীয় দিন সোমবার এই পদক জেতেন অন্তরা। বিডি প্রতিদিন/কালাম
চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা
- Get link
- X
- Other Apps
চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি এবং মাসের শেষভাগে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার আবহাওয়াবিদ আব্দুল হামিদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরও বলেন, আজ ঢাকাসহ সারাদেশের তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে। এদিকে, আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।আগামী তিনদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। বিডি-প্রতিদিন/মাহবুব
জর্ডানে কারখানার আগুনে পুড়ে মরলো ৮ শিশুসহ ১৩ পাকিস্তানি
- Get link
- X
- Other Apps
সোমবার ভোররাতে আগুন লেগেছে কারখানাটিতে। ছবি-ইত্তেফাক জর্ডানে একটি ঢেউটিন কারখানায় আগুন লেগে সোমবার ১৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ৮ জনই কমবয়সী শিশু ছিল। নিহতরা সকলে পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে। খবর বিবিসি'র। জর্ডানের রাজধানী আম্মানের পশ্চিমে অবস্থিত দক্ষিণ শাউনার একটি গ্রামে সোমবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। আগুন লাগার প্রকৃত কারন এখনও জানা যায়নি। তবে ঘটনার ব্যাপারে তদন্তে নেমেছে দেশটির পুলিশ। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কারখানা এলাকায় কয়েকটি অস্থাইয়ী ঘরে দুটি পরিবার বাস করত। ঘরগুলো অভিবাসী শ্রমিকদের থাকার জন্য ব্যবহার করা হতো। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা না গেলেও বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আরও পড়ুন: ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা উল্লেখ্য প্রতি বছরই জীবিকার তাগিদে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো থেকে হাজার হাজার মানুষ পাড়ি জমায় মধ্যপ্রাচ্যের দেশটিতে। ...
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মিয়ানমার সীমান্ত
- Get link
- X
- Other Apps
প্রতীকী ছবি ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মিয়ানমার সীমান্ত। সোমবার ভোর ৬ টা ৪২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূ-কম্পনের তীব্রতা ছিল ৪.৫। বেশিরভাগ লোকই এই সময় ঘুমাচ্ছিলেন। যারা জেগে ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ঘটনায় এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। খবর এএনআই’র। এদিকে, বুধবার ভূমিকম্পের সাক্ষী ছিল গ্রিস। গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এর আগে, মঙ্গলবার আলবেনিয়ায় ভয়াবহ ভূমিকম্প নিহত হন ২৩ জন। ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আহত হন সে দেশের প্রায় ছয়শ’ নাগরিক । উল্লেখ্য, এ মাসেই মাঝের দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর ভারত। দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক কম্পন অনুভূত হয়েছিল। বিডি প্রতিদিন/কালাম
নিজের ছেলেকে পুড়িয়ে মারার দাবি জানালেন ধর্ষকের মা
- Get link
- X
- Other Apps
হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে তোলপার গোটা ভারত। দোষীদের চরম শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন বহু মানুষ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই চার অভিযুক্তের একজনের মা নিজের ছেলের চরম শাস্তির দাবিতে মুখ খুললেন। ছেলে দোষী প্রমাণিত হলে তাকেও পুড়িয়ে মারার দাবি জানালেন ওই অভিযুক্তের মা। ওই অভিযুক্তের মায়ের বক্তব্যের একটি ভিডিও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সেই ভিডিওটিতে অভিযুক্তের মাকে বলতে শোনা গেছে, ‘মেয়েটিকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, আমার ছেলেকেও যেন সেভাবেই পুড়িয়ে মারা হয়।’ পাশাপাশি হায়দরাবাদ কাণ্ডের নির্যাতিতার মায়ের প্রতিও সমবেদনা জানিয়েছেন অভিযুক্তের মা। নির্যাতিতার মা প্রকাশ্যে বলেছেন, ‘প্রকাশ্যে অভিযুক্তদের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হোক।’ এবার সেই একই দাবি তুললেন ধর্ষকের মাও। উল্লেখ্য, গত বুধবার হায়দরাবাদে এক নারী পশু চিকিত্সককে ধর্ষণ করে খুন করা হয়। শুক্রবারই ওই ঘটনায় ধরা পড়ে চার অভিযুক্ত। শনিবার তেলঙ্গানার শাদনগরের ম্যাজিস্ট্রেট ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন তাদের। তবে নির্যাতিতার পরিবারের ...
ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিত : জয়া বচ্চন
- Get link
- X
- Other Apps
এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভারতের তেলেঙ্গানাজুড়ে তুমুল বিক্ষোভ ও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলছে। দেশটির সংসদেও এর প্রভাব পড়েছে। সোমবার সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন বলেছেন, ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিত। কারণ, এমন কঠোর শাস্তি দিতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকে। এদিন লোকসভা এবং রাজ্যসভায় সরকার ও বিরোধী সব পক্ষের সাংসদরাই এই ধর্ষণকাণ্ডের তীব্র নিন্দায় সরব হন। প্রয়োজনে আরো কঠোর আইন প্রয়োগে প্রস্তুত দেশটির সরকার। এদিকে, গত বুধবার রাতে তেলেঙ্গানায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের পর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতোই দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে। সোমবার রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষেই এই গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে আলোচনার প্রস্তাব দেন বিরোধীরা। সেই আলোচনাতেই রাজ্যসভায় সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন বলেন, ‘‘এই ধরনের লোকদের জনসমক্ষে নিয়ে আসা উচিত এবং পিটিয়ে মারা ...