Posts

Showing posts from August 31, 2017

৫০ টি গরুর জবাই রুখে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

Image
গরু পাচার রুখলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।  মঙ্গলবার বিকেলে আসানসোল উত্তর থানার অন্তর্গত চাঁদমারি এলাকায় রাইফেল ক্লাবে একটি শুট্যিং প্রতিযোগিতার উদ্বোধন করতে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। পথে দেখেন ৫০ থেকে ৬০ টি গরুকে নিয়ে যাচ্ছিল কয়েকজন। সুত্র থেকে জানা গিয়েছে গরু গুলিকে আসানসোলের কসাইমহল্লা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল জবাই করার জন্য। কসাইমহল্লা থেকেই গোমাংস গোটা রাজ্যে ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, বিহারে সরবরাহ হয়। রাস্তা দিয়ে গরু পাচার হতে দেখে বাবুল সুপ্রিয়ের সন্দেহ হয়। দাঁড়িয়ে যায় বাবুলের কনভয়। তা দেখে গরু গুলিকে ফেলেই ছুট লাগায় পাচারকারীরা। বাবুল তাঁর নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন পাচারকারীদের ধরার জন্য। জুটে যায় স্থানীয় বিজেপি কর্মীরাও। সবাই মিলে ধাওয়া করে ৫ জন পাচারকারীকে ধরে ফেলে। তাদের উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  গরুগুলিকেও উদ্ধার করে পুলিশ নিয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ বাবুল সুপ্রিয় জানান, স্থানীয় পুলিশ প্রশাসনের মদত না থাকলে এ জিনিস চলতে পারে না। নাম না করে তিনি আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও এক...

ঐতিহাসিক ম্যাচে তামিমের জরিমানা

Image
মাঠে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তামিম ইকবালের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা ঐতিহাসিক টেস্ট ম্যাচে মিরপুর স্টেডিয়ামে আম্পায়ারদের রিপোর্টের ও তামিমের স্বীকারোক্তির পর এ জরিমানা করা হয়। ম্যাচের চতুর্থ দিনের খেলায় তখন আউট হয়ে ফিরে যাচ্ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়েড। কাছ দিয়েই তামিম যাচ্ছিলেন নিজের ফিল্ডিং পজিশনের দিকে। তখনই কিছু একটা বলেন তামিম। তার দিকে অনেকটা তেড়ে যাওয়ার ভঙ্গিতে এগিয়ে যান ওয়েড। তামিম আবার কয়েকবার হাত নাড়িয়ে দেখিয়ে দেন ড্রেসিং রুমের পথ। ওয়েড যান আরও ক্ষেপে যান। ততক্ষণে দলের সতীর্থ ও আম্পায়ার আসলে তাদের পরিস্থিতি হস্তক্ষেপে শান্ত হয়। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ বারবার গ্লাভস বদলানোয় আম্পায়ারদের কাছে অভিযোগ করতে গিয়ে তর্ক করেন তামিম। এই দুটি ঘটনাতেই আম্পায়াররা তামিমের বিরুদ্ধে রিপোর্ট করেন। ম্যাচ শেষে তামিমকে তলব করেন ম্যাচ রেফারি। তামিম গিয়ে স্বীকার করে নেন নিজের দায়। তাই আনুষ্ঠানিক শুনানি ছাড়াই জরিমানা করা হয়।

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক-২

Image
লক্ষ্মীপুরের রায়পুরে আজ বৃহস্পতিবার দুপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলো- পৌর এলাকার পূর্বলাছ গ্রামের জাঙ্গাগীরের ছেলে শিশির (১৮) এবং কেরোয়া এলাকার নুর নবীর ছেলে নজরুল ইসলাম (২১)। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, তাদের আদালতে পাঠনো হয়েছে।
Image
৫ই জানুয়ারি নির্বাচন বৈধতা পাবেনা যেই কারনে, ১৫৪ জনই বিনা ভোটে নির্বাচিত তারা সম্পূর্ণ অবৈধ এমপি এবং যে ৭% ভোট কাস্ট হয়েছে তাতে নির্বাচন গ্রহণ যোগ্য নয়। সরকার নিজেই বলেছিলেন আমরা সংবিধান নিয়ম রক্ষা করার নির্বাচন করছি। কিছু দিন পরেই নির্বাচন দেয়া হবে সৈয়দ আশ্রাফ এবং ওবাইদুল কাদেরের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এস কে সিনহা প্রধান বিচারপতি.......

ত্রাণ বিক্রি করে এনজিও'র কিস্তির টাকা পরিশোধ

Image
রংপুরের পীরগাছায় এনজিওগুলোর ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে দিশেহারা হয়ে পড়েছে ঋণ গ্রহীতারা। ঈদের আগে ছুটির অজুহাত দেখিয়ে আগাম কিস্তি আদায় করা হচ্ছে। ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ বিপাকে পড়েছে। এদিকে সরকারি ও বেসরকারিভাবে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ঈদের আগে শেষ অফিসের অজুহাতে বন্যাদুর্গত এলাকাগুলোতে গিয়ে কিস্তি নেয়ার খবর পাওয়া গেছে। বন্যাদুর্গতরা যখন ত্রাণের আশায় বিত্তবানদের দারে দারে ঘুরছে তখন এনজিও কর্মীরা কিস্তির জন্য তাদেরকে চাপ দিচ্ছে। জানা যায়, উপজেলায় প্রায় ১০/১২টি বড় বড় এনজিও ক্ষুদ্র ঋণ বিতরণ করে আসছেন। এসব এনজিও থেকে প্রায় ২০ হাজার হতদরিদ্র পরিবার ক্ষুদ্র ঋণ গ্রহণ করেন। পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নকে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে বন্যা দুর্গত এলাকার মানুষেরা বাড়ি ঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। অনেকে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ধারকর্জ করে যখন মাথা গোঁজার ঠাঁই খুঁজছে ঠিক সে সময়ে বৃদ্ধি করা হয়েছে ঋণের কিস্তির টাকার চাপ। এনজিও'র কর্মীরা প্রকাশ্যে চাপ ...

আকাশ নয়, মহাকাশেও ছুটবে রাশিয়ার নতুন যুদ্ধবিমান!

Image
মিগ-৩১ ফাইটার জেটের নতুন ভার্সন তৈরি করছে রাশিয়া। তবে শুধু আধুনিকীকরণই নয়, একেবারে নতুন রূপে আনা হচ্ছে এই যুদ্ধবিমান। এমনটাই জানানো হয়েছে রাশিয়ান সংবাদমাধ্যমে। আর এই যুদ্ধ বিমান শুধু মাত্র আকাশ নয়, মহাকাশেও ছুটবে! মিগ সংস্থার সিইও জানিয়েছেন, এই যুদ্ধবিমানের মেশিন এতটাই আধুনিক হবে যে এটি মহাকাশেও চালানো যাবে এটি। থাকবে নতুন অস্ত্র, অধিক গতি, অনেক বেশি অপারেশনাল রেঞ্জ। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সিইও ইলিয়া তারানেসকো জানিয়েছেন, যুদ্ধবিমানের নির্মাণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি একেবারে নতুন চেহারায় ফিরে আসবে। যেখানে থাকবে একেবারে নতুন প্রযুক্তির ব্যবহার। রাশিয়ার পুরো সীমান্ত জুড়ে তৎপর নজরদারি চালাবে এই যুদ্ধবিমান। পরবর্তীতে পাইলট ছাড়াও উড়তে পারবে এটি, এমনটাই জানানো হয়েছে। তবে যুদ্ধবিমান সম্পর্কে খুব বেশি তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। এর আগে রাশিয়া জানিয়েছিল, এই যুদ্ধবিমানে শক্তিশালী লেজার থাকবে যা শত্রুপক্ষের মিসাইলকে আঘাত করতে পারবে। হামলাকারী মিসাইলকে জ্বালিয়ে-পুড়িয়ে দেবে এই লেজার। রাশিয়া নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে রেডিও ইলেক্ট্রনিক টেকনোলজি গ্রুপ এর উপদেষ্টা ...

এই শিক্ষা জাপানিরা কোথায় পায়?

Image
সামাজিক শিক্ষা শুরু হয় কিন্ডারগার্টেন লেভেল থেকে। সর্বপ্রথম যে তিনটি শব্দ এদের শিখানো হয় তা হলো- কননিচিওয়া (হ্যালো)– পরিচিত মানুষকে দেখা মাত্র হ্যালো বলবে। আরিগাতোউ (ধন্যবাদ)– সমাজে বাস করতে হলে একে অপরকে উপকার করবে। তুমি যদি বিন্দুমাত্র কারো দ্বারা উপকৃত হও তাহলে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে। গোমেননাসাই (দুঃখিত)– মানুষ মাত্রই ভুল করবে এবং সেই ভুলের জন্য ক্ষমা চাইবে। এগুলো যে শুধু মুখস্ত করে শিখানো হয় তা না। বাস্তবে শিক্ষকরা প্রো-এক্টিভলি সুযোগ পেলেই ব্যবহার করবেন এবং করিয়ে ছাড়বেন। সমাজে এই তিনটি শব্দের গুরুত্ব কতো তা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। এই শিক্ষাটা এবং এর অনুশীলন ওরা বাল্যকাল থেকে করতে শিখে। আমাদের রাজনীতিবিদরা বাল্যকালটা যদি কোনো রকমে জাপানের কিন্ডারগার্টেনে কাটিয়ে আসতে পারতেন! কিন্ডারগার্টেন থেকেই স্বনির্ভরতার ট্রেনিং দেয়া হয়। সমাজে মানুষ হিসেবে বসবাস করার জন্য যা দরকার– নিজের বই খাতা, খেলনা, বিছানা নিজে গোছানো, টয়লেট ব্যবহার, পরিষ্কার করা, নিজের খাবার নিজে খাওয়া, প্লেট গোছানো ইত্যাদি। প্রাইমারী স্কুল থেকে এরা নিজেরা দল বেঁধে স্কুলে যায়। দল ঠিক করে দে...

আরাকানে স্বাধীনতার ডাক, রুখে দাঁড়াচ্ছে রোহিঙ্গারা

Image
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে প্রায় ৮০ হাজার এর বেশী মানুষের মৃত্যু হয়েছে৷ কয়েক দশক ধরে চলা রোহিঙ্গা নির্যাতনের পর ঘুরে দাড়িয়েছে আরাকান যুবকরা, মিলছে প্রতিরোধের আভাস৷ শুধু পালিয়ে বেড়ানো নয়, অস্ত্র হাতে রুখে দাঁড়াচ্ছেন রোহিঙ্গারা৷ এমন তথ্যই মিলছে বার্তা সংস্থা রয়টার্স এর কাছ থেকে। ২৫ আগস্ট থেকে মায়ানমার সেনাবাহিনী নির্বিচারে হত্যা শুরু করে রোহিঙ্গাদের। তাঁদের দাবী রোহিঙ্গারা তাঁদের ক্যাম্পে হামলা চালিয়েছে, এতে সেনাবাহিনীর অন্তত ১২ জন সদস্য নিহত৷ তবে রয়টার্স এর তথ্য অনুযায়ী অভিযান চলাকালে সাধারণ রোহিঙ্গাদের পাল্টা হামলায় অনেক সেনা নিহত হয়েছে, ফলে রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত বিভিন্ন এলাকায় আগের তুলনায় বেশী নিপীড়ণ ও নির্যাতন শুরু করে বার্মা আর্মি । নির্যাতন এর ভয়াবহতায় সীমানা পেরিয়ে দলে দলে বাংলাদেশে আসতে শুরু করেন রোহিঙ্গারা৷ তবে বরাবরের মতোই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেরত পাঠাচ্ছে রোহিঙ্গাদের৷ নো ম্যানস ল্যান্ডে আটকা পড়েছেন হাজার হাজার রোহিঙ্গা৷ তবে এবার শরণার্থীদের ঢলে একটু পরিবর্তন দেখছেন বিজিবি সদস্যরাও৷ অন্যান্যবার পুরো পরিব...

লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক-লাব্বায়েক লা শারীকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা, ওয়ান্নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক” লাব্বায়েকের ধ্বনীতে মুখরীত পবিত্র মক্কা নগরী। দেখতে কতই না ভালো লাগে হুজ্জাজে বায়তুল্লাদের দেখতে। হে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আমাদের হজ্জ করার তাওফীক দান করো। আমিন।

Image

হাসিয়ে ছাড়ব

Image
মেয়ে:-আমাকে ভুলে যাও। ছেলে:-কেন? মেয়ে:-কারন আমি তোমাকে ভালোবাসতে পারব না। ছেলে:-তাহলে এই দুইবছর কেন আমার সাথে কাটিয়েছো??? মেয়ে:-আমি দুই বছর ভুলে যেতে চাই। ছেলে:-আমার দোষ কি যে আমাকে ছেড়ে চলে যাবে........??? মেয়ে:-তোমার কোন দোষ নেই। ছেলে:-তাহলে না।তুমি আমাকে ভুলে যাও। ছেলে:-আমি কি দেখতে খারাপ..?এই জন্য ছেড়ে চলে যাবে?? মেয়ে:-তা না। ছেলে:-তাহলে কেন ছেড়ে যাবে? মেয়ে:-কারন বলতে পারব না।তুমি আমাকে প্লিস ভুলে যাও। ছেলে:-আমিত তোমাকে ভুলে যাবার জন্য ভালবাসিনি।আমি তোমাকে জীবন সাথী করার জন্য ভালবেসেছি। মেয়ে:-কিন্তু আমি তোমার জীবন সাথী হতে পারবো না।ভুলে যাও আমাকে। ছেলেটা মেয়েটার হাতটা কাছে টেনে নিয়ে। ছেলে:-কেন? আমার দোষটা বল। মেয়েটা তার হাতটা হেচকা টান দিয়ে মেয়ে:-কারন তোমার চাকরি নেই। ছেলেটা পকেটে থেকে চাকরির এপয়েন্টমেন্ট লেটার বের করে মেয়ের হাতে দিয়ে ছেলে:-দেখ গতকাল আমার চাকরি হয়েছে।ত্রিশ হাজার টাকা বেতন। মেয়ে:-তবুও আমি তোমাকে ভালবাসতে পারব না। ছেলে:কিন্তু কেন? মেয়ে:-কারন তুমি বিয়ের পর আমাকে নিয়ে তোমার মা বাবার সাথে থাকবে কিন্তু আমি এটা সহ্য করতে পারব না।কারন তোমার মা...

সনাতন HINDU

Image
শিবলিঙ্গ বা লিঙ্গম্‌ দেবতা শিবের একটি প্রতীক। আমি যদি এক কথায় বলি তাহলে,শিব শব্দের শাব্দিক অর্থ মঙ্গল; আর লিঙ্গ মানে চিহ্ন। অর্থাৎ শিবলিঙ্গ মানে মঙ্গলময় চিহ্ন।  হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গে শিবপূজা করা হয়ে থাকে।একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী, শিবলিঙ্গ শিবের আদি-অন্তহীন সত্ত্বার প্রতীক এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপবশেষ। শিব এক অনাদি অনন্ত লিঙ্গস্তম্ভের রূপে আবির্ভূত, বিষ্ণু বরাহ বেশে স্তম্ভের নিম্নতল ও ব্রহ্মা ঊর্ধ্বতল সন্ধানে রত। এই অনাদি অনন্ত স্তম্ভটি শিবের অনাদি অনন্ত সত্ত্বার প্রতীক মনে করা হয়। ☞☞মনে রাখবেন  # _বাংলা_আর_সংস্কৃত  এক নয়।। ☞আর এখানে ''লিঙ্গ'' শব্দটি সংস্কৃত ভাষা ।।

রোহিঙ্গারা সন্ত্রাসী নয়, সীমান্ত খুলে আশ্রয় দিন : আল্লামা জুনায়েদ বাবুনগরী

Image
মায়ানমারের আরকানের মুসলমান নারী ও শিশু নির্যাতন এবং নির্বিচারে গণহত্যা বন্ধের দাবী জানিয়ে হেফাজতে ইসলাম বালাদেশ হাটহাজারী শাখার উদ্যেগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার (৩০ আগস্ট) বিকাল ৩টার দিকে হাটহাজারীর ডাকবাংলো চত্বরে এ সমাবেশ অনুষ্টিত হয়। হেফাজত নেতা মাওলানা মীর ইদরীস এর সভাপতিত্বে, মাওলানা মোঃ জাহাঙ্গির আলম মেহেদী ও মাওলানা কামরুল কাসেমীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। বক্তরা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বৌদ্ধসন্ত্রাসী ও সরকারী বাহিনী যৌথভাবে সরাসরি হত্যাকান্ড চালাচ্ছে। বর্তমান হত্যাকান্ড অতীতের যে কোন সময়ের চাইতে মর্মান্তিক। যা বিশ্ব মিডিয়া এড়িয়ে যাচ্ছে । পৈচাশিক আর নির্মমতার কোন নজীর নেই। তারা মুসলমানদের ঘর বাড়ি জ্বলিয়ে দিচ্ছে, নারীদেরকে যৌন নির্যাতন করে হত্যা করছে, মসজিদ ও মাদ্রসা গুলি জ্বালিয়ে দিচ্ছে, শিশুসহ সব বয়সী মানুষদেরকে দা দিয়ে কুপিয়ে মারছে, এমনকি জীবন্ত মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করতেছে । এরা সন্ত্রাসী, খুনি, এরা মানবতার শত্রু বলেও মন্তব্য করেন সমাবেশ ও বিক্ষ...

রোহিঙ্গা হত্যা: মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ক্ষুব্ধ মালয়েশিয়া?

Image
মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে মুসলিম রোহিঙ্গাদের হত্যার ঘটনায় মালয়েশিয়া ক্ষুব্ধ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যাতে মিয়ানমারের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে মুসলিম রোহিঙ্গাদের প্রতি সংহতি ও হত্যার প্রতিবাদে কুয়ালালাম পুরে মিছিলে নেতৃত্ব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মালয়েশিয়া অনুর্ধ্ব-২২ ফুটবল দল মিয়ানমারের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে। কুয়ালালাম পুরে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকেও তলব করেছে দেশটি। দাবি উঠেছে, মিয়ানমারের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার। মিয়ানমারও নিজেদের অবস্থানে অটল এবং মালয়েশিয়ার এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছে। মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর হত্যা, ধর্ষণ, গণধর্ষণের মতো বর্বরোচিত অপরাধের অভিযোগ উঠেছে। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার বিষয়ক সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ জানিয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের বহু গ্রাম। চলমান সহিংসতায় শুধু বাংলাদেশেই আশ্রয় নিয়েছেন কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী। এদিকে দেশটিতে অব্যা...

পার্বত্যচট্রগ্রামের ম্রো সামাজিক প্রথা ও বিচার ব্যবস্থা উদ্যোগে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ২০১৭ইং

Image
[চাইথোয়াইমং (মং)মারমা রৌদ্র, বান্দরবান জেলা প্রতিনিধি ] বান্দরবান জেলার অর্ন্তগত লামা উপজেলার রোজ বুধবার লামা বাজার টাউন হলে পার্বত্যচট্রগ্রামের বসবাসরত বান্দরবান জেলার ম্রোদের সামাজিক প্রথা ও বিচার ব্যাপারে একদিনব্যাপী মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত সম্পন্ন করেন।এতে অংশগ্রহন করেন বিভিন্ন এলাকায় হতে অাগত ম্রোদের সিনিয়র পাড়া নেতানেত্রী,সমাজসেবক,ছাত্রসমাজ সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উত্ত সভায় উপস্থিত ছিলেন।কর্মশালায় লক্ষ্য উদ্যশে ছিল তার মধ্যে প্রধান কার্য্যক্রম, পার্বত্যচট্রগ্রামের ১৯০০ সালের অাইন অনুযায়ী, সংশোধন,কিছু পরির্বতন,সংস্কার, যোজনবিয়োজন,তৈরি মূল লক্ষ্য,এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ম্রোদের কিছু নেতানেত্রী গন্যমান্য ব্যক্তি বর্গ হল,কাইং ওয়াই ম্রো,রুপসী পাড়া ৯নং ওর্য়াড,মেম্বার, (প্রধান অতিথি,) লংপা ম্রো রুপসী ৮ নং,মেনক্রু ম্রো লামা সদর-৯,নিয়াপাং ম্রো সদর-৮,পাও নৈ,ম্রো,মহিলা সদস্যা-৭,৮,৯, রেংলে ম্রো সড়ই,অনেক নাম নাজানা অতিথিরা এ কর্মশালাতে অংশগ্রহনে দেখা যায়। বিশেষ অতিথি ছিলেন,মি:ইয়াংগা ম্রো,ছাত্রসমাজ সেবক,ম্রো মাত্রভাষা প্রকাশক বা লেখক, তার নেতৃত্ব এই ম্রোদের কর্মশালা সুষ্ঠু ভাব...

পার্বত্যচট্রগ্রামের ম্রো সামাজিক প্রথা ও বিচার ব্যবস্থা উদ্যোগে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ২০১৭ইং

Image
[চাইথোয়াইমং (মং)মারমা রৌদ্র, বান্দরবান জেলা প্রতিনিধি ] বান্দরবান জেলার অর্ন্তগত লামা উপজেলার রোজ বুধবার লামা বাজার টাউন হলে পার্বত্যচট্রগ্রামের বসবাসরত বান্দরবান জেলার ম্রোদের সামাজিক প্রথা ও বিচার ব্যাপারে একদিনব্যাপী মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত সম্পন্ন করেন।এতে অংশগ্রহন করেন বিভিন্ন এলাকায় হতে অাগত ম্রোদের সিনিয়র পাড়া নেতানেত্রী,সমাজসেবক,ছাত্রসমাজ সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উত্ত সভায় উপস্থিত ছিলেন।কর্মশালায় লক্ষ্য উদ্যশে ছিল তার মধ্যে প্রধান কার্য্যক্রম, পার্বত্যচট্রগ্রামের ১৯০০ সালের অাইন অনুযায়ী, সংশোধন,কিছু পরির্বতন,সংস্কার, যোজনবিয়োজন,তৈরি মূল লক্ষ্য,এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ম্রোদের কিছু নেতানেত্রী গন্যমান্য ব্যক্তি বর্গ হল,কাইং ওয়াই ম্রো,রুপসী পাড়া ৯নং ওর্য়াড,মেম্বার, (প্রধান অতিথি,) লংপা ম্রো রুপসী ৮ নং,মেনক্রু ম্রো লামা সদর-৯,নিয়াপাং ম্রো সদর-৮,পাও নৈ,ম্রো,মহিলা সদস্যা-৭,৮,৯, রেংলে ম্রো সড়ই,অনেক নাম নাজানা অতিথিরা এ কর্মশালাতে অংশগ্রহনে দেখা যায়। বিশেষ অতিথি ছিলেন,মি:ইয়াংগা ম্রো,ছাত্রসমাজ সেবক,ম্রো মাত্রভাষা প্রকাশক বা লেখক, তার নেতৃত্ব এই ম্রোদের কর্মশালা সুষ্ঠু ভাব...

রাম রহিমের ছবিতে ছিলেন মোদিও, তবে...

Image
বর্তমানে ভারতের আলোচিত ও সমালোচিত একটি নাম গুরমিত রাম রহিম সিং। নরেন্দ্র মোদির শাসনামলে তাকে কারাগারে যেতে হলেও প্রধানমন্ত্রী হওয়ার কিছু দিন পরেই বিতর্কিত এই 'ধর্মগুরু'কে ‘প্রণাম’ জানিয়েছিলেন স্বয়ং মোদিও। তারপর গুরমিত রাম রহিম সিং নিজের ভক্তকুলকে নির্দেশ দিয়েছিলেন, তাঁরা যেন বিজেপিকেই ভোট দেন। শুধু তাই নয়, গুরমিত নিজের সিনেমাতেও মোদিকে দেখিয়েছিলেন এক ‘পরাক্রমী’ হিসেবে। তবে সেন্সরের কাঁচিতে বাদ যায় চরিত্রটি। খবর আনন্দবাজার পত্রিকার। নায়ক, লেখক, পরিচালক— সবই তিনি। এ যাবৎ পাঁচটি ছবি মুক্তি পেয়েছে গুরমিতের। ষষ্ঠটি প্রায় তৈরি। কিন্তু ধর্ষণের দায়ে জেলে যাওয়ার পরে সেই ছবির ভাগ্য শিকেয়। প্রথম তিনটি ছবি ছিল ‘এমএসজি’ (মেসেঞ্জার অব গড) সিরিজের। চতুর্থ ছবির নাম ‘হিন্দ কা নাপাক কো জবাব’। বিষয়বস্তু— সেনার সার্জিক্যাল স্ট্রাইক। ছবিতে এক ভারতীয় চরের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমিত। ‘দত্তক-কন্যা’ হানিপ্রীতকে দেখা গিয়েছিল এক নারী সেনা সদস্যের ভূমিকায়। তাঁরাই এই ছবির হিরো এবং হিরোইন। কিন্তু ছবিতে ‘পাকিস্তান’-কে জবাব দেওয়ার পুরো কৃতিত্ব মোদিকেই দিয়েছেন গুরমিত। ঠিক যে ভাবে গোটা বিজেপি তখন মোদ...

'খোঁচামেরে' বাংলাদেশকে অভিনন্দন জানালেন ক্লার্ক!

Image
ঢাকা টেস্টে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বসেরাদের প্রশংসায় ভাসছে টিম বাংলাদেশ। চতুর্থ দিনেই অসিদের এমন লজ্জার হার টাইগার শিবিরে আনন্দের জোয়ার এনে দিলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মাঝে ঠিক উল্টো। টাইগারদের এমন জয় যেন স্বপ্নেও ভাবেনি টিম অস্ট্রেলিয়া। তাইতো ম্যাচ শুরুর আগে হয়তো বাংলাদেশ ২-০তে সিরিজ জিতবে এমন কথাতে কিছুটা বিরক্তও হয়েছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। বিস্ময়ও প্রকাশ করেন তিনি। তবে ঢাকা টেস্টেই এর প্রমাণ পেয়েছেন স্মিথ। বিশ্ব ক্রিকেটকে টাইগাররা আরও একবার দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ আর সেই আগের দল নেই।   তবে বাংলাদেশের এমন দুর্দান্ত জয় হয়তো মেনে নিতে পারেননি অসিদের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক! অনেকটা বিস্ময়ের সুরেই বাংলাদেশকে অভিনন্দন জানান তিনি। টুইটে ক্লার্ক লেখেন, 'বাংলাদেশকে অভিনন্দন। এমন টুইট করতে হবে তা কখনও ভাবিনি। তবে কৃতিত্বটা বাংলাদেশকে দিতেই হবে। এটা তাদের প্রাপ্য। ' বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

তিনগুণ বেশি যাত্রী নিয়ে চলছে ট্রেন

Image
তিনগুণ যাত্রী দিয়ে স্টেশন ছাড়ছে একেকটি ট্রেন। চরম ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদ, ইঞ্জিন ও দুই বগির সংযোগস্থলে বসে এবং দাঁড়িয়ে শত শত মানুষ ঘরে ফিরছেন। আজ বৃহস্পতিবারও ট্রেন যাত্রায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।  রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ধীরগতিতে ট্রেন চালাতে হচ্ছে।   বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম যাত্রীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। যাত্রার দিন কাউন্টার থেকে ১৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি করার কথা থাকায় যাত্রীর চাপ বাড়ছে।  কয়েকদিন আগেও যারা বাসে গ্রামের বাড়ি যাওয়ার কথা ভেবেছিলেন, তারাও এখন রেলওয়ে স্টেশনে ভিড় করছেন।   বিডি প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ফারজানা

রাখাইনে আইএস প্রতিষ্ঠার অভিযোগ মিয়ানমারের

Image
রাখাইনে চলমান সহিংসতা নিয়ে ইসলামী উগ্রপন্থিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে মিয়ানমার। তাদের দাবি, লড়াইরত রোহিঙ্গা উগ্রপন্থিরা রাখাইনের টালমাটাল পরিস্থিতির সুযোগ নিচ্ছে। এ সুযোগে তারা রাখাইনে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস প্রতিষ্ঠার চেষ্টা করছে। এতে তাদেরকে সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক সহায়তামূলক গ্রুপগুলো।   মঙ্গলবার এ নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল উইন তিন বলেন, গত শুক্রবারে এবং অক্টোবরে নিরাপত্তা রক্ষাকারীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি। তাদেরকে সহযোগিতা করছে বিদেশি কিছু গ্রুপ। আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি’কে সুপারভাইজড করেছে সৌদি আরবের ১১ জন নাগরিক। তারা তাদেরকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়েছে।   এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবারের হামলার প্রেক্ষিতে মিয়ানমার যেভাবে কঠোর ব্যবস্থা নিয়েছে তার তীব্র সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে। বিশ্ব সম্প্রদায়, জাতিসংঘ মহাসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।   ওয়াল স্ট্রি...

আদালত থেকে যে কৌশলে পালাতে চেয়েছিলেন রাম রহিম!

Image
ভারতের ধর্ষক ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিং আদালত থেকে পালাতে চেয়েছিলেন। হরিয়ানা রাজ্য পুলিশের মহাপরিদর্শক কেকে রাও এ তথ্য জানিয়েছেন। রাজ্যের পাঁচকুলার আদালতে ধর্ষণের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ার দিন ভক্তদের দিয়ে বিশৃঙ্খলা বাধিয়ে আদালত থেকে পালানোর পরিকল্পনা ছিল তার। কেকে রাও দাবি করেছেন, পাঁচকুলার আদালত থেকে রোহতক জেলে নেওয়ার সময় রাম রহিমের বিক্ষুব্ধ ভক্তরা তাকে ছিনিয়ে নিতে চেয়েছিল। বিষয়টি বুঝতে পেরে তাকে হেলিকপ্টারে রোহতক কারাগারে নেওয়া হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেকে রাও বলেন, আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরপরই বিতর্কিত আধ্যাত্মিক ধর্মগুরু তার একটি ‘লাল ব্যাগ’ তাকে এনে দিতে বললেন। সিরসার আশ্রম থেকে আদালতে আসার সময় সেটি তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন এবং আদালতের বাইরে তার গাড়িতে রাখা ছিল। কেকে রাও বলেন, ওই লাল ব্যাগে তার পোশাক-পরিচ্ছদ আছে জানিয়ে সেটি এনে নিতে বলেন। এটি ছিল মূলত এক ধরনের সংকেত। লাল ব্যাগ আনার অর্থ তিনি দোষী প্রমাণিত হয়েছেন এবং বার্তাটি তার ভক্ত-অনুসারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ইশারা, যাতে তারা গণ্ডগোল পাকাতে পারে। এর প্রমাণ যায় তখনই যখন গাড়ি থেকে লাল ব্যাগট...
Image
অনলাইন ডেস্ক ॥ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের পাশের রাস্তা জুড়ে জড়ো হয়েছে শত শত রোহিঙ্গা শরণার্থী। দলে দলে ভাগ হয়ে বসে থাকা এই শরণার্থীদের বেশিরভাগই নারী এবং শিশু। বিশ জনের মতো যে শরণার্থী দলটির সঙ্গে আমার কথা হচ্ছিল, সেই দলে কোন পুরুষ নেই। প্রায় প্রতিটি নারীর কোলেই বাচ্চা। এদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, পরিবারের পুরুষ সদস্যরা তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে আবার মিয়ানমারে ফিরে গেছে। শিশু কোলে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে কথা হচ্ছিল। গ্রামের মানুষ যখন দল বেঁধে পালাচ্ছিল, তখন তাদের সঙ্গে চলে আসে এই তরুণী। এরপর থেকে স্বামীর সঙ্গে তার আর কোন যোগাযোগ নেই। নুরাঙ্কিস নামের এক নারী চারটি ছোট বাচ্চাকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে এসেছেন। পথে তাদের সঙ্গী একজনের বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। নুরাঙ্কিসকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে এসেছিলেন তার স্বামী। পথে তার স্বামীর ওপর হামলা হয়। তার পায়ে দা দিয়ে কোপানো হয়। নুরাঙ্কিস পালিয়ে এসেছেন। কিন্তু স্বামীর কোন খোঁজ পাননি এখনো। শরণার্থীদের দলগুলোতে যে পুরুষের সংখ্যা এত কম, তার একটি ভিন্ন কারণও আছে। মিয়ানমার সরকারের ভ...

খাগড়াছড়ির দু’টি উচ্চ বিদ্যালয় জাতীয়করণ

Image
প্রতিদিন ডেস্ক:  খাগড়াছড়ির জেলার দু’টি উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। বিদ্যালয় দু’টি হল মহালছড়ি উচ্চ বিদ্যালয় ও পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়। বুধবার ৩০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেনের স্বাক্ষরে এক প্রজ্ঞাপনে জারি করা হয়। বিদ্যালয় দু’টি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পানছড়ি ও মহালছড়ির সুশীল সমাজ।

নাফ নদীতে আবারো নৌকা ডুবি, ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

Image
টেকনাফের নাফ নদীতে বুধবার দিবাগত রাতে আবারো রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নাফ নদীর শাহপরীরদ্বীপ পয়েন্ট থেকে অাজ বৃহস্পতিবার সকালে ১৯জন রোহিঙ্গা নারী ও শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আরো অনেক লাশ ভাসছে। এতে মৃতের সংখ্যা বাড়তে পারে।  জানা যায়, এলাকাবাসী সকালে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নাফ নদীতে মৃতদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবির উপস্থিতিতে নারী ও শিশুসহ ১৯ জনের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।  স্থানীয় মেম্বার নুরুল আমিন জানান, ১৯জনের মধ্যে বেশির ভাগই রোহিঙ্গা শিশু। আরো অনেক লাশ নদীতে ভাসছে। এতে মৃতের সংখ্যা বাড়তে পারে।  এদিকে শাহপরীরদ্বীপের মাঝেরপাড়া, মিস্ত্রিপাড়া, জালিয়াপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও ঘোলারপাড়া দিয়ে স্থানীয় দালালচক্র চোরাইপথে রাতের আঁধারে রোহিঙ্গাদের নিয়ে আসছে। বুধবার ভোরেও নাফ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় চারজনের লাশ উদ্ধার করা হয়।

মা! দেখা হবে জান্নাতে, রোহিঙ্গা কিশোরের বিদায়বেলার উক্তি

Image
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী মিয়ানমারের মুসলিম রোহিঙ্গারা। তিলে তিলে নির্মমভাবে রোহিঙ্গা মুসলিমদের উল্লাস করে মারছে রাখাইন সৈন্যরা। প্রবাদ আছে বিপদে পড়লে বিড়ালও গাছে উঠে। রোহিঙ্গাদের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটছে না। আর কত সহ্য করবে তারা? ধৈর্যের বাধ ভেঙ্গে যাচ্ছে তাদের। চোখের সামনে নিজের মা আর বোনের সম্ভ্রমহানী। সহ্য করা যায়? মানবতার ধ্বজাধারীরা যখন, দর্শকের ভূমিকায়। বিশ্ব মোড়লরা আজ দেখেও অন্ধ, শুনেও বধির। ২৫ আগস্ট বৃহস্পতিবার রোহিঙ্গাদের দমনের নামে সরকারের পৃষ্ঠপোষকতায় সে দেশের সেনাবাহিনী ও রাখাইন যুবকদের যৌথ হত্যাযজ্ঞে পাঁচ শতাধিকরেও বেশি নিরীহ রোহিঙ্গা মুসলিম শিশুসহ নারী পুরুষকে হত্যা করা হয়েছে। অগ্নিসংযোগ করে পুড়িয়ে তছনছ করে দেয়া হয়েছে বসত ঘর ও ধন সম্পত্তি। এখনো অব্যাহত রয়েছে ধ্বংসযজ্ঞ। বিবিসি রিডিওতে এক মা সাক্ষাৎকারের সময় বলেন, তার ১৪ বছরের ছেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের স্বাধীন করার জন্য দেশে রয়ে গেছেন। বিদায়ের সময় বলেছে, মা! দেখা হবে জান্নাতে। কান্না জড়িত কন্ঠে এ কথাগুলো বলছিলেন মা। নৃশংস এ হত্যাযজ্ঞের পর রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা অন্তত ৮ হাজার...

ধুনটে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

Image
বগুড়ার ধুনট উপজেলায় বন্যার পনিতে ডুবে সৈকত হোসেন (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সৈকত হোসেন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পূর্বকান্তনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং সোনাহাটা কেজি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির চারিদিকে কয়েক দিন ধরে বন্যার পানিতে থৈ থৈ করছে। বৃহস্পতিবার সকালের দিকে বাড়ির পাশে পানির কুলে খেলা করছিল সৈকত।  এ সময় অসাবধানতা বসত বন্যার পানিতে পড়ে ডুবে যায়। প্রায় ৩০ মিনিট পর পরিবারের লোকজন বন্যার পানি থেকে সৈকতের মৃতদেহ উদ্ধার করেন।  ইত্তেফাক/কেকে

৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ

Image
ঈদুল আযহা এবং আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে আগামী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।  ঈদুল আযহা এবং আমেরিকান শ্রমিক দিবস যথাক্রমে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় ছুটির দিন।  আমেরিকান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন। -বাসস ইত্তেফাক/কেকে