৫০ টি গরুর জবাই রুখে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

গরু পাচার রুখলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার বিকেলে আসানসোল উত্তর থানার অন্তর্গত চাঁদমারি এলাকায় রাইফেল ক্লাবে একটি শুট্যিং প্রতিযোগিতার উদ্বোধন করতে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। পথে দেখেন ৫০ থেকে ৬০ টি গরুকে নিয়ে যাচ্ছিল কয়েকজন। সুত্র থেকে জানা গিয়েছে গরু গুলিকে আসানসোলের কসাইমহল্লা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল জবাই করার জন্য। কসাইমহল্লা থেকেই গোমাংস গোটা রাজ্যে ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, বিহারে সরবরাহ হয়। রাস্তা দিয়ে গরু পাচার হতে দেখে বাবুল সুপ্রিয়ের সন্দেহ হয়। দাঁড়িয়ে যায় বাবুলের কনভয়। তা দেখে গরু গুলিকে ফেলেই ছুট লাগায় পাচারকারীরা। বাবুল তাঁর নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন পাচারকারীদের ধরার জন্য। জুটে যায় স্থানীয় বিজেপি কর্মীরাও। সবাই মিলে ধাওয়া করে ৫ জন পাচারকারীকে ধরে ফেলে। তাদের উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গরুগুলিকেও উদ্ধার করে পুলিশ নিয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ বাবুল সুপ্রিয় জানান, স্থানীয় পুলিশ প্রশাসনের মদত না থাকলে এ জিনিস চলতে পারে না। নাম না করে তিনি আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও এক...