সনাতন HINDU

শিবলিঙ্গ বা লিঙ্গম্ দেবতা শিবের একটি প্রতীক।
আমি যদি এক কথায় বলি তাহলে,শিব শব্দের শাব্দিক অর্থ মঙ্গল; আর লিঙ্গ মানে চিহ্ন।
অর্থাৎ শিবলিঙ্গ মানে মঙ্গলময় চিহ্ন।
হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গে শিবপূজা করা হয়ে থাকে।একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী, শিবলিঙ্গ শিবের আদি-অন্তহীন সত্ত্বার প্রতীক এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপবশেষ।
শিব এক অনাদি অনন্ত লিঙ্গস্তম্ভের রূপে আবির্ভূত, বিষ্ণু বরাহ বেশে স্তম্ভের নিম্নতল ও ব্রহ্মা ঊর্ধ্বতল সন্ধানে রত।
এই অনাদি অনন্ত স্তম্ভটি শিবের অনাদি অনন্ত সত্ত্বার প্রতীক মনে করা হয়।
☞☞মনে রাখবেন #_বাংলা_আর_সংস্কৃত এক নয়।।
☞আর এখানে ''লিঙ্গ'' শব্দটি সংস্কৃত ভাষা ।।
Comments