Posts

Showing posts from October 9, 2019

শ্রীলঙ্কায় ব্যাটিং ভরাডুবি ‘এ’ দলের

Image
আফিফ-সাইফদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপও জেতাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দলকে। ছবি: বিসিবি বাংলাদেশ দলে খেলার অভিজ্ঞতা আছে একাদশে থাকা আটজনেরই । মোহম্মদ মিঠুন, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, আরিফুল হকদের নিয়ে গড়া শক্তিশালী এক ব্যাটিং লাইন আপ নিয়ে কলম্বোর পি সারা ওভালে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা নিজেদের করে নিতে পারেননি মিঠুনরা, হেরেছেন ৭ উইকেটের ব্যবধানে। টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ শুরুতেই উইকেট হারাতে শুরু করে। ২ রান করে ফেরেন ওপেনার নাইম হাসান। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন নাজমুল শান্ত ও সাইফ হাসান। চামিকার বলে ২৪ রান করা শান্ত বোল্ড হলে ভাঙে দ্বিতীয় উইকেটে যোগ করা ৪৪ রানের জুটি। এরপর বলার মতো আর কোনো জুটি হয়নি। ৩৩.৩ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ১৪ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। শ্রীলঙ্কান অধিনায়ক প্রিয়াঞ্জন ৪.৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৪ উইকেট। বাংলাদেশের সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার সাইফ হাসান। সহজ লক্ষ্যটা শ্রীলঙ্কা ‘এ’ দল পেরিয়ে যায় ২৫.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে। ...

জগন্নাথে প্রথম বর্ষে ভর্তি: মানবিক শাখার ফল প্রকাশ

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মানবিক শাখার (ইউনিট-২) ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের কাছে ফলাফল হস্তান্তর করেন মানবিক শাখার ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ফরিদা আক্তার। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান প্রথম আলোকে জানান, এ বছর মোট ২২ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী ৮৫০ টি আসনের বিপরীতে মানবিক শাখায় (ইউনিট-২) লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল। এর মধ্যে ২২ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। প্রথমবারের মতো এ বছর সকল পরীক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় প্রথম ৮৫০ জন পরীক্ষার্থীর পর আসন শূন্য সাপেক্ষে অপেক্ষাকৃত তালিকায় থাকা পরীক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। রেজিস্ট্রার বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন আতিয়ার রহমান, আইন অনুষদের ডিন খ্রীস্টিন রিচার্ডসন এবং প্রক্টর মোস্তফা কামাল।

সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র-তুরস্ক নতুন উত্তাপ

Image
সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় তুর্কি হামলার আতঙ্কে রয়েছে কুর্দিরা। ছবি: এএফপি সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা ঘিরে অঞ্চলটিতে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। ঘোষণাটি শোনার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে সেনা পাঠানোর প্রস্তুতি নিতে শুরু করে তুরস্ক। এ ঘটনায় ট্রাম্প তুরস্ককে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্বেষপূর্ণ সম্পর্ক থাকলেও সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের বিরোধিতা করেছে ইরান। বার্তা সংস্থা এএফপি ও বিবিসি অনলাইনের খবরে জানানো, গত রোববার আকস্মিক এক ঘোষণায় ট্রাম্প মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। সিরিয়ায় কুর্দি বাহিনীর পক্ষে অনেক দিন ধরে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কুর্দি বাহিনী বরাবরই তুর্কি হামলার হুমকিতে রয়েছে। ট্রাম্প সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর মারমুখী হয়ে ওঠে তুরস্ক। তারা সীমান্তে সেনা পাঠানোর তোড়জোড় শুরু করে। গতকাল মঙ্গলবার সীমান্তে আরও সাঁজোয়া যান পাঠিয়েছে তুরস্ক। সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প। তিনি এটাও জোর দিয়ে বলছেন যে ওই এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারে...

ফুটবলের বাধা দূর হলো ইরানি নারীদের

Image
ইরানের নারী ক্রীড়া সাংবাদিক রাহা পূর্বাখশ। ছবি: এএফপি প্রায় চার দশক পর আবার ফুটবল স্টেডিয়ামে প্রবেশাধিকার পেলেন ইরানি নারী দর্শকেরা। শিয়াপন্থী মুসিলম দেশটির পুরুষভিত্তিক বিতর্কিত নীতির বিরোধিতা করে ফিফা ফুটবল থেকে তাঁদের বহিষ্কার করার হুমকি দেয়। এ হুমকির পরিপ্রেক্ষিতে নারীদের জন্য স্টেডিয়াম খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান। খবর এএফপির। ইরান প্রায় ৪০ বছর ধরে ফুটবল এবং অন্যান্য স্টেডিয়ামে নারী দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আলেমদের যুক্তি, নারীদের অবশ্যই পুরুষালি পরিবেশ এবং স্বল্প পোশাক পরা পুরুষদের নজর থেকে দূরে থাকা উচিত। বিশ্ব ফুটবলের পরিচালনা পর্ষদ ফিফা গত মাসে ইরানকে নির্দেশ দিয়েছিল, কোনো বিধিনিষেধ ছাড়াই টিকিটের চাহিদা অনুযায়ী নির্ধারিতসংখ্যক নারীকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিতে হবে। ‘ব্লু গার্ল’ নামে পরিচিত এক নারী ভক্ত একটি ম্যাচ দেখতে ছেলেদের পোশাক পরে স্টেডিয়ামে যান। ধরা পড়ার পর জেলে যাওয়ার ভয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে মারা যান তিনি। এ ঘটনার পর ফিফার পক্ষ থেকে নির্দেশটি আসে। ফিফা ২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে অংশ নিতে কাল বৃহস্পতিবার তেহরানের আজাদি ...

জম্মু-কাশ্মীরে আসা ৫৩০০ পরিবারকে আর্থিক সহায়তা দেবে ভারত

Image
প্রকাশ জাভড়েকর পাকিস্তান শাসিত কাশ্মীর (পিওকে) থেকে বাস্তুচ্যুত হয়ে এসে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস শুরু করার পর পরবর্তীতে জম্মু-কাশ্মীরের চলে আসা ৫৩০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।  জম্মু-কাশ্মীরের জন্য ‘প্রাইম মিনিস্টারস ডেভলপমেন্ট প্যাকেজ-২০১৫’-এর অধীন ওই সমস্ত পরিবার পিছু এককালীন সাড়ে ৫ লাখ রুপি করে আর্থিক সাহায্যের ঘোষনা করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিতব্য ব্লক ডেভলপমেন্ট কাউন্সিল (বিডিসি) নির্বাচনের ঠিক আগে ভারত সরকারের এই সিদ্ধান্ত।  আজ বুধবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট বৈঠকের পরই দিল্লির শাস্ত্রী ভবনে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষনা দেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ১৯৪৭ সালে জম্মু-কাশ্মীরে পাকিস্তান আগ্রাসনের পর ৩১,৬১৯ টি পরিবার পিওকে থেকে ভারতের জম্মু-কাশ্মীরে চলে আসেন। এর মধ্যে ২৬৩১৯ টি পরিবার জম্মু-কাশ্মীরে থেকে যান কিন্তু ৫৩০০ টি পরিবার উপত্যকা ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে দেশের অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন। ফলে এই মানুষগুলি পূর্...

যে কোন মূহুর্তে সিরিয়ায় ঢুকবে তুরস্কের সেনা সদস্যরা

Image
সিরিয়ায় পশ্চিমা সমর্থিত কুর্দি মিলিশিয়াদের শক্তি খর্ব করতে এক সামরিক অভিযানের লক্ষ্যে সীমান্তে রাতভর বিপুল সংখ্যায় সৈন্য সমাবেশ এবং সাঁজোয়া যান জড়ো করেছে তুরস্ক। তুরস্কের সৈন্যদের সঙ্গে সীমান্তে জড় হয়েছে তাদের সমর্থিত সিরিয়ান আরবদের বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) কয়েক হাজার মিলিশিয়া। প্রেসিডেন্ট এরদোয়ানের একজন মুখপাত্র ফারহেতিন আলতুন বুধবার বলেছেন, 'তুর্কি নাগরিকদের বিরুদ্ধে বহুদিনের এক হুমকির মোকাবেলায় খুব দ্রুত সীমান্ত অতিক্রম করবে তুরস্কের সৈন্যরা।' তিনি ইঙ্গিত দিয়েছেন, কুর্দি মিলিশিয়াদের সামনে দুটো বিকল্প রয়েছে - হয় তারা দলত্যাগ করতে পারে, আর তা না করলে তাদের শায়েস্তা করা হবে। বৃট্রিশ ‌উত্তর-পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি মিলিশিয়া গোষ্ঠী এসডিএফকে তুরস্ক একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করে। তুরস্কের ভয়, এসডিএফ তুরস্কের অভ্যন্তরে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিচ্ছে। বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন তুরস্ক ৪৮০ কিলোমিটার সীমান্ত জুড়ে সিরিয়ার অভ্যন্তরে ৩২ কিলোমিটার পর্যন্ত একটি 'সেফ জোন'...

ইরানে আকস্মিক যুদ্ধ মহড়া; শত্রুদের কঠোর জবাবের হুঁশিয়ারি

Image
মহড়ার দৃশ্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (বুধবার) থেকে পশ্চিম আজারবাইজান প্রদেশের উরুমিয়েতে আকস্মিক সামরিক মহড়া শুরু করেছে। মহড়া উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি। শত্রুদের কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়ে উন্নত ট্যাংক, কামান ও হেলিকপ্টারসহ বিভিন্ন ধরণের উন্নত অস্ত্র অংশ নিচ্ছে। শত্রুর মোকাবেলায় সেনাবাহিনীর পদাতিক ইউনিটের তাৎক্ষণিক জবাবের বিষয়টি এই মহড়ায় গুরুত্ব পাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মুসাভি বলেছেন, ইরানের সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। শত্রুদের জেনে রাখা উচিত ইরানের স্থল ও আকাশ সীমা হচ্ছে সেনাবাহিনীর রেড লাইন। ইরানের ভূখণ্ডে যেকোনো আগ্রাসনের কঠোর ও দাঁতাভাঙা জবাব দেওয়া হবে। আজকের মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সর্বাত্মক প্রস্তুতির বিষয়টি প্রমাণ করেছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে গত মধ্যরাতে হঠাৎকরে মহড়ার বিষয়টি অবহিত করা হয়। এরপর স্বল্প সময়ের মধ্যে তারা মহড়াস্থলে পৌঁছে যায় এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হয়। হঠাৎ কোনো যুদ্ধ শুরু হলে যাতে কোনো ধরণের ...

ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা সফল হবে না: তথ্যমন্ত্রী

Image
সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। একই সঙ্গে এ মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন শিল্পী, কলা-কুশলী, নাট্যকার, অনুষ্ঠান নির্মাতাদের সম্মিলিত সংগঠন এফটিপিও (ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন)-এর সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত এ হত্যাকাণ্ড প্রচণ্ড ন্যক্কারজনক, অনভিপ্রেত। আমরা প্রথম থেকেই এটির তীব্র নিন্দা জানিয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরুতেই কেউ দাবি তোলার আগেই সন্দেহভাজন সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই ঘটনায় দোষী সাব্যস্ত হবে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেজন্য সরকার বদ্ধপরিকর।’ আরো পড়ুন:  ভালো আছেন সম্রাট, রিমান্ড শুনানি ১৫ অক্টোবর দেশে অবশ্যই ভিন্নমত থাকবে, ভিন্নমত ছাড়া একটি গণতান্ত্রিক...

উ.কোরিয়ার নিরস্ত্রিকরণ বিষয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দ.কোরিয়ার আলোচনা

Image
ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার নিরস্ত্রিকরণ বিষয়ে মঙ্গলবার আলোচনা করেছেন। সুইডেনে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার আলোচনা ভেস্তে যাওয়ার মাত্র কয়েক দিন পর তারা এ আলোচনা করলেন। খবর এএফপি’র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিফেন বিগুন তার দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করেন।এতে আরও বলা হয়, সম্পূর্ণ নিরস্ত্রিকরণে উত্তর কোরিয়ার ওপর চাপ বজায় রাখার জন্য পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখবেন তারা। সুইডেনে শনিবার যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার পর উত্তর কোরিয়া জানায়, শত্রুতা বন্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নেয়া পর্যন্ত ফের আলোচনায় বসার কোন আগ্রহ তাদের নেই। আরও পড়ুনঃ  আবরার হত্যা: আসামির পক্ষ নেওয়ায় আইনজীবীকে বহিষ্কার বিএনপির আলোচনা থেকে বেরিয়ে গিয়ে উত্তর কোরিয়া দাবি করে, ওয়াশিংটন প্রস্তাবিত ‘নতুন ও উদ্ভাবনী’ পদক্ষেপের ঘাটতির ব্যাপারে পিয়ংইয়ং অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্র অবশ্য জানিয়েছে, তাদের মধ্যে ওই বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু সংক্রান্...

সিরিয়ার উত্তরাঞ্চলে ‘শীঘ্রই’ অভিযান শুরু করবে তুরষ্ক

Image
ছবি: সংগৃহীত সিরিয়ার উত্তরাঞ্চলে ‘শীঘ্রই’ অভিযান শুরু করতে যাচ্ছে তুরষ্ক। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে তুরষ্কের সরকার। ইস্তাম্বুল ইতিমধ্যে বেশ কিছু সাঁজোয়া যান পাঠিয়েছে সিরিয়া সীমান্তে। এছাড়া তুরস্কের সানলিউরফা প্রদেশের আক্কাকালি শহরে সামরিক বাহিনীর বিশাল গাড়িবহর দেখা গেছে। খবর এএফপির। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে নিলেও যুক্তরাষ্ট্র তার কুর্দি মিত্রদের পরিত্যাগ করেনি। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর পক্ষ থেকে দাবি করা হয়, তুর্কি বাহিনী সীমান্ত বরাবর হামলা চালাচ্ছে। প্রধান সীমান্ত শহর রাস আল-আইনের কথা উল্লেখ করে মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় এসডিএফ জানিয়েছে, 'তুর্কি বাহিনী তুরস্ক সীমান্তের সারিকানিয়ায় আমাদের বিভিন্ন অবস্থানের দিকে লক্ষ্য করে গোলা বর্ষণ করছে।' যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র সোমবার যে স্থান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয় সে স্থানে এ হামলা চালানো হয়। এ বিষয়ে এসডিএফ জানিয়েছে, 'সেখানে এ হামলায় আমাদের কোন সৈন্...

সাগর পথে মালয়েশিয়াগামী নারীসহ ১১ রোহিঙ্গা আটক

Image
ছবি: ইত্তেফাক কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৪ জন নারী রয়েছে। এ সব নারীরা বিয়ের প্রলোভন ও চাকরির আশায় মালয়েশিয়া যাবার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে আটক রোহিঙ্গাদের স্ব স্ব রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনোয়ার হোসেন। আটক রোহিঙ্গারা হলো- উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রাফিউল কাদের, ইলিয়াস রিয়াজ, মো. আইয়ুব, আমির হাকিম, মো. ইলিয়াস, ইব্রাহিম, জানে আলম, আরেছা বিবি, তসলিমা, হারিদুর ইয়াসমিনা, জাহেরা। তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া এলাকা দিয়ে কিছু রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া যাবার আশায় জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৪ নারীসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরিদর্শক আনোয়ার জানান, আটক রোহিঙ্গারা মানব পাচার চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাবার চেষ্টা করছিল। মানব পাচারকারী চক্রটি পুনরায় সক্রিয় হয়ে রোহিঙ্গাদের টার্গেট করে পা...

বুয়েটে শিক্ষক-ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

Image
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ইত্তেফাক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র প্রতিনিধি এবং শিক্ষকদের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কে এম মাসুদ আন্দোলনরত শিক্ষার্থী এবং গণমাধ্যমের সামনে বিষয়টি নিশ্চিত করেছন। এদিকে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম কুষ্টিয়ায় আবরারের বাড়ি গিয়েছেন। এতে করে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন তৃতীয় দিনে গড়িয়েছে। সকাল থেকে বুয়েটের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে এক সংবাদ সম্মেলন থেকে নতুন ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হল, খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের শনাক্ত করে সবার ছাত্রত্ব আজীবন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করতে হবে, মামলা চলাকালে সকল খরচ এবং আবরারের পরিবারের সকল ক্ষতিপূরণ বুয়েট প্রশাসনকে বহন করতে হবে, দায়েরকৃত মামলা দ্রুত বিচার ট্রাইব্যুন...

ইমরানকে দেওয়া বিলাসবহুল বিমানটি ফিরিয়ে নেন 'ক্ষুব্ধ' সৌদি প্রিন্স!

Image
জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বক্তব্যের আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তার দেওয়া বক্তব্যে 'ক্ষুব্ধ' হয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ কারণে নিউ ইয়র্ক থেকে ইসলামাবাদ ফেরার জন্য ইমরানকে প্রিন্স সালমান যে বিলাসবহুল ব্যক্তিগত বিমান দিয়েছিলেন তা ফিরিয়ে নেন। এই চাঞ্চল্যকর দাবি করেছে পাকিস্তানের একটি সাপ্তাহিক পত্রিকা। গত ৪ অক্টোবর পাকিস্তানের ম্যাগাজিন ফ্রাইডে টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্ষিপ্ত করে নিউ ইয়র্কে বিপাকে পড়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর ফলে ইমরানকে দেওয়া বিলাসবহুল বিমানটি ফেরত নিয়ে নেন সৌদি যুবরাজ। গত মাসে জাতিসংঘের সভায় যোগ দিতে যাওয়ার আগে দু'দিনের সৌদি সফরে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখান থেকে নিউ ইয়র্কে যাওয়ার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বিমান দেওয়া হয়েছিল ইমরানকে। তবে ইসলামাবাদ থেকে ফেরার সময়েই বিপত্তি ঘটে। নিউ ইয়র্ক থেকে আকাশে বিমান ওড়ার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ফিরিয়ে আনা হয় বিম...

ফ্রান্সের কাছ থেকে বিতর্কিত ৩৬ রাফাল যুদ্ধবিমান পেল ভারত

Image
বিতর্কের মধ্যেই ফ্রান্সের কাছ থেকে প্রথম রাফাল যুদ্ধবিমান পেল ভারত। ফ্রান্স সফররত ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে আনুষ্ঠানিকভাবে রাফাল যুদ্ধবিমান হস্তান্তর করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। খবর ইকনোমিক টাইমস'র। ২০১৬ সালে দাসোর সঙ্গে ৩৬টি রাফাল কিনতে ৫৯ হাজার কোটি রুপিতে ভারত চুক্তিবদ্ধ হয়।  দাসো এভিয়েশনের কাছ থেকে যুদ্ধবিমান গ্রহণ উপলক্ষ্যে ফ্রান্স সফরে রয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে দেশটির বিমানবাহিনীর বিশেষ বিমানে করে রাফাল হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন তিনি। তবে আনুষ্ঠানিক হস্তান্তর হলেও ভারত রাফাল হাতে পাবে আগামী বছর। ২০২০ সালের মে নাগাদ প্রথম চালানে চারটি যুদ্ধবিমান পাবে ভারতীয় বিমানবাহিনী। তার আগে ফ্রান্সে গিয়ে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা প্রশিক্ষণ নেবেন। বিডি প্রতিদিন/হিমেল

ভারতীয় চাপেও কাশ্মীর নিয়ে নিজের অবস্থান বদলাবেন না মাহাথির

Image
মাহাথির মোহাম্মদ ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (স্বায়ত্বশাসন) বাতিল করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। একইসঙ্গে জাতিসংঘে প্রদত্ত ভাষণে ভারত কাশ্মীরিদের আক্রমণ করে জম্মু এবং কাশ্মীর দখল করেছে বলে মন্তব্য করেছিলেন। কাশ্মীর নিয়ে এমন মন্তব্যের পর ভারতীয় চাপ আসতে শুরু করেছে। তবুও এই চাপে নতিস্বীকার করে কাশ্মীর নিয়ে নিজের অবস্থান বদলাতে চান না তিনি। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরে পার্লামেন্টারি লবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, কারও পক্ষ হয়ে আমরা সমালোচনা ত্যাগ করছি না। কিন্তু দুপক্ষকে আলোচনার আহ্বান জানাচ্ছি। সহিংসতার আশ্রয় না নিয়ে মীমাংসা কিংবা আদালতে যেতে বলেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর সংকটের সমাধান টানতে হবে। সহিংসতার আশ্রয় না নিয়ে আলোচনা, সালিশি ও আদালতের মাধ্যমে সংকটের সমাধান করাই হচ্ছে আমাদের নীতি। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাব থাকা সত্ত্বেও ভারত সেখানে হানা দিয়েছে এবং দখলদারিত্ব কায়েম করেছে। সমস্যার সমাধান করতে...

চীনা প্রেসিডেন্টের নীতি অনুসরণ করতে চান ইমরান খান

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো নিজ দেশের ৫০০ দুর্নীতিবাজকে চিহ্নিত করে পাকিস্তানের কারাগারে পাঠাবেন। মঙ্গলবার চীনের বাণিজ্য সংস্থা চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) অনুষ্ঠানে ইমরান খান এ ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি বলেন, আমি শুনেছি, পাঁচ বছরে তিনি (শি) মন্ত্রী পর্যায়ের প্রায় ৪০০ কর্মকর্তাকে দুর্নীতি মামলায় অভিযুক্ত করেছেন এবং তাদের জেলে ঢুকিয়েছেন। আমি প্রেসিডেন্ট শি’র উদাহরণকে অনুসরণ করব এবং ৫০০ দুর্নীতিগ্রস্তকে পাকিস্তানের কারাগারে ঢুকাব।  বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

অভিজিত হত্যার দায় স্বীকার করা আলকায়েদা নেতা আসিম উমর নিহত

Image
আসিম উমর ঢাকায় মুক্তমনা লেখক-ব্লগার অভিজিত রায় হত্যার দায় স্বীকার করা আলকায়েদা নেতা আসিম উমর নিহত হয়েছেন। ২০১৫ সালের ফ্রেবুয়ারিতে ঢাকায় মুক্তমনা লেখক-ব্লগার অভিজিত রায়কে কুপিয়ে হত্যার পর এই আসিম উমরই প্রথম এক ভিডিও বার্তায় ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন বলে সাইট ইন্টেলিজেন্স জানিয়েছিল। আফগাস্তিানের গোয়েন্দাদের দাবি, যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর এক যৌথ অভিযানে আসিম উমর নিহত হয়েছেন। আফগানিস্তানের ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি (এনডিএস) বলছে, চলতি বছরের গত ২৩ সেপ্টেম্বর হেলমান্দ প্রদেশে তালিবানের ঘাঁটিতে অভিযানে নিহত হয়েছেন আসিম উমর। ওই অভিযানে অন্তত ৪০ জন বেসামরিক নিহত হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, আলকায়েদায় যোগ দেয়ার আগে আসিম উমর কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হরকাতুল মুজাহিদিন এবং জইশ-ই-মোহাম্মদে কাজ করেছেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

Image
ফাইল ছবি আমেরিকার নিউইয়র্ক ও ভারত সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ  তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ব অর্থনীতি ফোরামের ভারত অর্থনৈতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে প্রধানমন্ত্রী গত ৩ থেকে ৬ অক্টোবর ৪ দিনের সফরে নয়াদিল্লি যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশে তিনি ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন। সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি।  বিডি প্রতিদিন/হিমেল

নাটোরে পৃথক স্থানে ২ নারীর মরদেহ উদ্ধার, আটক ১

Image
নাটোরের পৃথক দুটি স্থান থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় জনকে আটক করা হয় ১। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ও স্থানীয় এলাকাবাসী জানান, রাতে পূজার ডিউটি সেরে সেচ্ছাসেবী আনছার সদস্য সাবিনা বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরে আজ সকালে বাড়ি থেকে সাবিনার মরদেহ উদ্ধার করে পুলশ। এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এসময় নিহতের স্বামী সাহিনুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান ওসি। অপরদিকে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল মতিন জানান, বাগাতিপাড়া বড়াল নদীর তীর ঘেঁসা গ্রাম জয়ন্তীপুরে রেহেনা নামের এক বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত ২ টার দিকে নিহত ওই নারীর পরিবারের সদস্য ও স্থানীয়রা শব্দ পেয়ে ছুটে আসেন রেহেনার বাড়িতে। এসময় কেউ একজনকে পালাতে দেখেন তারা। পরে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে মরে থাকা অবস্থায় পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বাগাতিপায়া থানার ওসি আব্দুল মতিন...