অভিজিত হত্যার দায় স্বীকার করা আলকায়েদা নেতা আসিম উমর নিহত

অভিজিত হত্যার দায় স্বীকার করা আলকায়েদা নেতা আসিম উমর নিহত
আসিম উমর

ঢাকায় মুক্তমনা লেখক-ব্লগার অভিজিত রায় হত্যার দায় স্বীকার করা আলকায়েদা নেতা আসিম উমর নিহত হয়েছেন।
২০১৫ সালের ফ্রেবুয়ারিতে ঢাকায় মুক্তমনা লেখক-ব্লগার অভিজিত রায়কে কুপিয়ে হত্যার পর এই আসিম উমরই প্রথম এক ভিডিও বার্তায় ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন বলে সাইট ইন্টেলিজেন্স জানিয়েছিল।
আফগাস্তিানের গোয়েন্দাদের দাবি, যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর এক যৌথ অভিযানে আসিম উমর নিহত হয়েছেন।
আফগানিস্তানের ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি (এনডিএস) বলছে, চলতি বছরের গত ২৩ সেপ্টেম্বর হেলমান্দ প্রদেশে তালিবানের ঘাঁটিতে অভিযানে নিহত হয়েছেন আসিম উমর। ওই অভিযানে অন্তত ৪০ জন বেসামরিক নিহত হয়।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, আলকায়েদায় যোগ দেয়ার আগে আসিম উমর কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হরকাতুল মুজাহিদিন এবং জইশ-ই-মোহাম্মদে কাজ করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা