Posts

Showing posts from October 28, 2020

চাঁদের বুকে পানির অস্তিত্ব নিশ্চিত করেছে নাসা

Image
  ফাইল ছবি চাঁদের মাটিতে যে পানি আছে তা সুস্পষ্টভাবে নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। নাসা নিশ্চিত করেছে যে পৃথিবী থেকে আমরা চাঁদের যে দিকটা দেখতে পাই তার উপরিতলে (সারফেস) পানি অণুর অস্তিত্ব আছে। কোনো এক দিন চাঁদের মাটিতে একটি ঘাঁটি তৈরির যে আশা তাদের আছে তাকে অনেকখানি বাড়িয়ে দিল এই আবিষ্কার। খবর বিবিসির নাসার মহাকাশ-পদার্থবিজ্ঞান বিভাগের পরিচালক পল হার্টজ বলেন, ‘আমরা আগেই আভাস পেয়েছিলাম যে চাঁদের যে অংশে সূর্যের আলো পড়ে, সেখানে পানি থাকতে পারে, তবে এখন আমরা জানি যে হ্যাঁ, চাঁদের মাটিতে সত্যিই পানি আছে’। নেচার এ্যাস্ট্রনমি নামে একটি বিজ্ঞান সাময়িকীতে এক নিবন্ধে আবিষ্কারটির কথা জানিয়েছে নাসার স্ট্রাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড এ্যাস্ট্রনমি- সংক্ষেপে ‘সোফিয়া’। পানির অণুতে দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেনের পরমাণু আছে। সোফিয়া বলছে, এর আগেও চন্দ্রপৃষ্ঠে কিছু হাইড্রোজেনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, কিন্তু তা পানির আকারে আছে কি না তা স্পষ্ট হয়নি। তবে এবার চাঁদের দক্ষিণ গোলার্ধে ক্লাভিয়াস নামে একটি জ্বালামুখে পানির অণুর উপস্থিতি পাওয়া গেছে। এই পান...

সামরিক চুক্তি করলো আমেরিকা-ভারত; হুঁশিয়ারি পাকিস্তানের

Image
  আমেরিকা ও ভারতের মধ্যে যে সামরিক চুক্তি সই হয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির ফলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ভারত সফর করেন এবং এ সময় দুই যোগ দুই বৈঠকে ওই চুক্তি সই হয়।  চুক্তির আওতায় ভারতের কাছে আরো জঙ্গিবিমান ও ড্রোন বিক্রি করবে আমেরিকা। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর উপগ্রহ থেকে ভারত টেপোগ্রাফিক্যাল, নটিক্যাল ও অ্যারোনটিক্যাল তথ্য পাবে যা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত ও আমেরিকার মধ্যে এমন সময় এ চুক্তি হলো যখন সীমান্তে চীনের সঙ্গে ভারতের প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে। এরইমধ্যে লাদাখ ও অরুনাচল সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর কয়েকদফা ছোটখাটো সংঘর্ষ হয়েছে। চীনের সঙ্গে যেমন ভারতের ঐতিহাসিক দ্বন্দ্ব রয়েছে তেমনি পাকিস্তানের সঙ্গেও ভারতের মারাত্মক শত্রুতা রয়েছে। চীন ও পাকিস...

ম্যাক্রোঁ বন্দনায় বিজেপি নেতা থেকে নেটিজেনরা, ভারতে ট্রেন্ডিং ফ্রান্সের প্রতি সমর্থন

Image
  ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি) ফ্রান্সে সম্প্রতি ক্লাসরুমে মহানবী (সা.) এর অবমাননা সূত্রে একজন স্কুল শিক্ষকের শিরচ্ছেদের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক কিছু মন্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্বে যখন প্রতিবাদের ঝড় উঠেছে ও ফরাসি পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে - তখন ভারতে তার সমর্থনে নানা হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। ফ্রান্সের প্রতি সংহতিসূচক #আইস্ট্যান্ডইউথফ্রান্স এবং #উইস্ট্যান্ডউইথফ্রান্স ভারতে গত বাহাত্তর ঘন্টা ধরেই 'টপ ট্রেন্ড'গুলোর মধ্যে উঠে এসেছে।সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের এই দেশে হাজার হাজার ভারতীয় সোশ্যাল মিডিয়াতে ফ্রান্সের ভূমিকাকে সমর্থন করছেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর 'বীরোচিত' নেতৃত্বকে তারিফ জানাচ্ছেন। ক্ষমতাসীন দল বিজেপি-র নেতা ও পশ্চিম দিল্লির এমপি পরভেশ সাহিব সিং টুইট করেছেন : "সহিষ্ণুতাও ধর্মনিরপেক্ষ হওয়া উচিত। #আইস্ট্যান্ডইউথফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট, আপনি দারুণ কাজ করেছেন।"  ভারতের প্রথম সারির জাতীয় নিউজ চ্যানেল টিভি-নাইনের সম্পাদক ও...

এবার এরদোয়ানের বিতর্কিত কার্টুন প্রকাশ করলো শার্লি হেবদো

Image
  রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অবজ্ঞা করে তার কার্টুন প্রকাশ করেছে ফ্রান্সের বিতর্কিত ব্যাঙ্গাত্মক সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদো। বুধবার ফরাসি এই ম্যাগাজিনে এরদোয়ানের কার্টুন প্রকাশিত হওয়ার পর এর প্রতিবাদ জানায় তুরস্ক। তুরস্ক বলছে, এটি সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম কালিন টুইটারে বলেছেন, ফরাসি ম্যাগাজিনে আমাদের প্রেসিডেন্টকে জড়িয়ে যে চিত্র প্রকাশ করা হয়েছে; যেখানে কোনও বিশ্বাস, পবিত্রতা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নেই, আমরা দৃঢ়ভাবে এর নিন্দা জানাই। এর আগে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন প্রকাশ করে শার্লি হেবদো। এর প্রতিবাদে মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

জঙ্গিবাদী পথ ছাড়তে আগ্রহী জম্মু কাশ্মীরের যুবকদের স্বাগত

Image
  কাশ্মীরের মধ্যাঞ্চলে বুদগাম জেলায় ‘জুসমার্গ উৎসবে’ বক্তৃতাকালে সেনাবাহিনীর ১৫ নম্বর কোরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু সন্ত্রাসবাদের পথ পরিত্যাগ করে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা ইউএনআই জানায়, পর্যটনের জন্য উপযুক্ত স্থানগুলোর স্থানীয় বাসিন্দাদের প্রতিভা বিকাশের উদ্দেশ্যে উৎসব আয়োজন করে চলেছে সেনাবাহিনী। জুসমার্গও সে রকম একটি পর্যটন স্পট। উৎসবে লে. জে. রাজু বলেন, যেসব যুবক জঙ্গিবাদের পথ ছেড়ে দেবে তাদের স্বাগত জানানো হবে। তিনি বলেন, অস্ত্র হাতে যারা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে তারা জঙ্গিবাদ ত্যাগ করে বাড়িঘরে ফিরে আসুক; শান্তিময় মর্যাদায় জীবন-যাপন করুক। এটাই আমরা চাই। এ জন্য আমরা তাদের উদ্বুদ্ধ করে চলেছি। সাড়া না দিলে তারা কঠোর কঠিন অবস্থায় পতিত হবে। লে. জেনারেল রাজু জানান, সেনাবাহিনীর প্রণোদনায় সাড়া দিয়ে গত পাঁচ মাসে অনেক যুবক আত্মসমর্পণ করেছে। তিনজন আত্মসমর্পণ করেছে প্রকাশ্যে। অন্যরা ধরা দিয়েছে গোপনে। তিনি বলেন, প্রণোদনা অভিযান একটি বার্তা দিয়ে যাচ্ছে সেটা হলো- ‘অপরাধ একমুখী রাস্তা নয়। ঘরে ফেরার সুযোগ তাদের...