Posts

Showing posts from July 27, 2019

ডেঙ্গুতে আক্রান্ত ঢাবির শতাধিক শিক্ষার্থী

Image
ছবি: সংগৃহীত ডেঙ্গু আতঙ্ক ছড়াচ্ছে পুরো রাজধানী জুড়েই। বাড়ছে রোগীর সংখ্যা। মশা বাহিত এই রোগের সাঁড়াশি আক্রমণে নাজেহাল ঢাকা বিশ্ববিদ্যালয়ও। প্রশাসনের গাফিলতি এবং পর্যাপ্ত মশক নিধন কার্যক্রম চালু না রাখার ফলে এমনটা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তবে প্রশাসনের দাবি, তারা ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানকার শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে গত শনিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীনের। ফাইন্যান্স বিভাগের ১৩-১৪ সেশনের ২০তম ব্যাচের এ ছাত্রের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। এর কয়েকদিন আগে একই রোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের কর্মরত এক নারী কর্মচারীও। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ফজলুল হক মুসলিম হলে ১১ জন, মাস্টার দ্যা সূর্যসেন হলে ১২ জন, কবি জসীমউদদিন হলে চার জন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ১৪ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৩ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৯ জন, সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ব...

ছেলের জন্য সেনা সদস্যের সামনে হাঁটু মুড়ে কাঁদলেন মা

Image
ছবি: সংগৃহীত সন্তানের জন্য মায়ের আর্জি। কিন্তু তা দিতে নারাজ সীমান্তে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা। সীমান্ত পাড়ে এসে হাঁটু মুড়ে বসে পড়েছেন ওই নারী। কাতর আহ্বানের সঙ্গে আঁকড়ে জড়িয়ে ধরে রেখেছেন ৬ বছরের ছেলেকে। কান্না চাপতে হাত দিয়ে মুখ ঢেকে সামলানোর চেষ্টা করছেন নিজেকে। সামনে দাঁড়ানো নিরাপত্তারক্ষীর কাছে একটাই আর্জি করছেন ওই মা, তাকে যেন সীমান্ত পার করতে দেওয়া হয়। এমকি নিরাপত্তারক্ষীদের হাতে-পা ও ধরেছেন ওই নারী। এই কঠিন মুহূর্ত রয়টার্সের বিখ্যাত চিত্র–সাংবাদিক জোসে লুইস গোনজালেজ ক্যামেরা বন্দি করেছেন। ছবি তোলা হয়েছে মেক্সিকো–আমেরিকা সীমান্তে। মহিলার নাম লেটি পেরেজ। ছেলেকে সঙ্গে নিয়ে নিজের ভিটে গুয়াতেমালা ছেড়েছেন ওই মহিলা। লক্ষ্য একটাই সীমান্ত অতিক্রম করে আমেরিকা যেতে হবে। ছেলেকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতেই হবে। কিন্তু সীমান্ত পেরনোর আগেই মেক্সিকান ন্যাশনাল গার্ডের মুখোমুখি হন মা এবং ছেলে। ছোট্ট ছেলেটির নাম অ্যান্টনি ডিয়াস। যে অপলক দৃষ্টিতে মায়ের কাতর আর্তি প্রত্যক্ষ করছে। অথচ গোটা বিষয়টি সে জানে না, বোঝেও না। জানা গেছে, দেড় হাজার মাইল পেরিয়ে এসেছেন গুয়াতেমালার ও...

পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত

Image
ছবি : সংগৃহীত পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর ১০ সদস্য মারা গেছেন। শনিবার উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় ও বেলুচিস্তানে এই দুটি হামলার ঘটনা ঘটেছে। দেশটির আন্ত:বাহিনী জনসংযোগ অধিদপ্তর সূত্রে সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। প্রথম হামলার ঘটনাটি ঘটে উত্তর ওয়াজিরিস্তান জেলায়। আফগান সীমান্ত এলাকা থেকে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ছয় সেনা সদস্য নিহত হন। অপর হামলার ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানে। যেখানে সন্ত্রাসবাদী গোষ্ঠী হুসাব ও তুরবাতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল সেনাবাহিনী। এতে চার সেনা সদস্য মারা যান। সেনা সদস্য নিহতের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে তিনি লিখেছেন, জন জীবনকে নিরাপদ করতে আমাদের যেসব সেনা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে তাদের প্রতি আমি সম্মান জানাই। উত্তর ওয়াজিরিস্তান ও বেলুচিস্তানে নিহত ১০ সাহসী সেনা সদস্যের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। আরও পড়ুন :  সুজনের বিশ্বাস, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে পৃথক টুইটে দেশরি সেনা প্রধান জেনারেল কামার জাভেদ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। যে কোনো মূল...

কর্ণাটকেও বিজেপি, শপথ নিলেন ইয়েদুরাপ্পা

Image
বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। ছবি: রয়টার্স ভারতের কর্ণাটকেও রাজ্য সরকার গঠন করেছে কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পা কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় শপথ নেন। এইচ ডি কুমারাস্বামীর নেতৃত্বাধীন জোট সরকারের পতনের তিন দিন পর সরকার গঠনের দিকে এগোলো বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে রাজ্যের গভর্নর বাজুভাই বালার সঙ্গে দেখা করে সরকার গড়তে দেওয়ার সুযোগ চান বি এস ইয়েদুরাপ্পা। এ সময় শুক্রবারই শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান তিনি। এই প্রস্তাবে রাজি হন গভর্নর বাজুভাই বালা। এরপর আজ সন্ধ্যায় ৭৬ বছর বয়সী ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন। নিয়ম অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে তাঁকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তবে বিভিন্ন দলীয় সূত্র বলছে, আগামী সোমবারই আস্থা ভোটের ডাক দিতে পারেন ইয়েদুরাপ্পা। ২২৫ আসনের কর্ণাটক বিধানসভায় এই মুহূর্তে বিধায়ক আছেন ২২২ জন। সেই হিসাবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আস্থা ভোটে ইয়েদুরাপ্পার প্রয়োজন হবে ১১২ ভোট। একজন স্বতন্ত্র বিধায়কসহ বিজেপ...

ইমরান খানের সফরের পরেই এফ-১৬ যুদ্ধবিমানের প্রযুক্তিগত সহযোগিতার কথা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

Image
পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান কর্মসূচির প্রযুক্তিগত সহায়তার চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: রয়টার্স পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান কর্মসূচির প্রযুক্তিগত সহায়তার চুক্তি অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শুক্রবার মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসডিএ) এ তথ্য জানিয়েছে। এটিকে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মোড় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকের কয়েক দিন পরেই পাকিস্তানকে এফ-১৬ বিমানের জন্য সরঞ্জাম ও প্রকৌশলগত সহযোগিতার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।  এফ-১৬ যুদ্ধবিমানের ক্ষেত্রে প্রযুক্তিগত সাহায্য চালিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র সফরের সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইমরানের খানের বৈঠকেও বিষয়টি উঠেছিল। এরপরেই এ পদক্ষেপের কথা জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। স্পুটনিকের এক খবরে বলা হয়েছে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্য ১২৫ মিলিয়ন ডলারের ওই চুক্তির কথা জা...

ভারত পেল আরও ৪টি ভয়ংকর অ্যাপাচি হেলিকপ্টার

Image
অত্যাধুনিক মার্কিন হেলিকপ্টার অ্যাপাচি এএইচ ৬৪ ই হাতে পেল ভারত। এটি বিশ্বের সর্বাধুনিক মাল্টি রোল কমব্যাট হেলিকপ্টার। ছবি: টুইটার ভারতীয় বিমানবাহিনী সদস্যদের হাতে এসেছে নতুন ভয়ংকর এক হাতিয়ার। আজ শনিবার দেশটির হাতে পেয়েছে অত্যাধুনিক মার্কিন হেলিকপ্টার অ্যাপাচি এএইচ ৬৪ ই। আজই ভারতের বিমানবাহিনী গাজিয়াবাদের এয়ারবেসে পৌঁছে গেছে ৪টি অ্যাপাচি হেলিকপ্টার। মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং এক টুইটে চারটি হেলিকপ্টার ভারতের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে। এটি নিয়ে পাঁচটি ভয়ংকর অ্যাপাচি হেলিকপ্টার ভারতের সামরিক বহরে যুক্ত হলো। সামরিক শক্তিতে আরও ভয়ংকর হয়ে উঠতে নিয়মিত এমন নানান সামরিক অস্ত্র কিনছে ভারত। এবার মার্কিন হেলিকপ্টার অ্যাপাচি এএইচ ৬৪ ই হাতে পেল দেশটি। এটি বিশ্বের সর্বাধুনিক মাল্টি রোল কমব্যাট হেলিকপ্টার। জি নিউজের খবরে বলা হয়েছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন বোয়িং কোম্পানির সঙ্গে করা চুক্তির আওতায় ভারত অত্যাধুনিক হেলিকপ্টার অ্যাপাচি এএইচ ৬৪ ই হাতে পেল। ২২টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি করেছিল ভারত। এরই একটি মে মাসে ভারতের বিমানবাহিনীর হাতে তুলে দেয় মার্কিন ক...