যত খুশি ওড়াও টাকা!
বিবিসির সৌজন্যে ইন্দোনেশিয়ায় টাকার বাতাস লেগেছে। সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশটিতে গড়পড়তা মানুষ দ্রুত মধ্যবিত্ত হয়ে উঠছে। যাকে বলে আঙুল ফুলে কলাগাছ। উমদা ধনদৌলত পেয়ে অনেকেরই মাথা যাচ্ছে বিগড়ে। আজব সব কাণ্ডকারখানায় তা ধরা পড়ছে। নানা অনুষ্ঠানে দুহাতে টাকা ওড়াচ্ছে তারা। নব্য ধনীদের এমন সব খ্যাপাটে আচরণ নিয়ে বিবিসি অনলাইনে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিবিসির জাকার্তা প্রতিনিধি রেবেকা হেনস্কে ইন্দোনেশিয়া ঘুরে লিখেছেন সেখানকার ধনী ব্যক্তিদের অদ্ভুত সব কাণ্ডকারখানার কথা। ইন্দোনেশিয়ার মানুষ কুকুর তেমন পছন্দ করে না। আজকাল ধনাঢ্য পরিবারের জন্মদিনের উৎসবে সেই কুকুরকেই থিম হিসেবে বেছে নেওয়া হচ্ছে। আজব কাণ্ড এখানেই থেমে থাকছে না। এক কন্যাশিশু ছয় বছরে পা দেবে। তার জন্য মা-বাবার ইত্যাকার আয়োজন। মেনতংয়ের একখণ্ড ফাঁকা জমিকে টাকা ঢেলে রাতারাতি জাকার্তার সবচেয়ে দামি পার্কে পরিণত করা হলো। কংক্রিটের নিষ্প্রাণ দুনিয়ায় দেখা গেল তরতাজা আসল ঘাসের জমি। পুরোপুরি বেড়ে ওঠা গাছ। দেখতে সুন্দর—এমন কিছু কুকুর রাখা হলো ওই পার্কে। কুকুরের জন্য থাকল ‘অবস্ট্যাকল কোর্সের’ মতো মনোরম বিষয়। এসব কুকুরের জন্য ন...