Posts

Showing posts from March 4, 2018

মেসির ভূতের পা!

Image
মেসি এ গ্রহের নয়’—মজা করে এমন কথা কম শোনানো হয়নি। আজ এর প্রমাণও মিলল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুশীলনের একটি ছবি দিয়েছেন লিওনেল মেসি। সেই ছবি দেখে সবার মুখ হা হয়ে গেছে, এ কীভাবে সম্ভব! এক নজরে খুব সাধারণ এক ছবি। অনুশীলনে একটি বলে শট করেছেন মেসি। গত ২৫ বছর ধরে হাজার লক্ষবার এমন শট নিয়েছেন মেসি। কখনো সেটা বুলেটের গতিতে, কখনোবা চোখে মায়া ছড়িয়ে বাঁক নিয়ে ছুটেছে অন্য প্রান্তে। তাই এ ছবির বাড়তি কোনো গুরুত্ব ছিল না। কিন্তু চোখটা নিচে নামাতেই মাথা চুলকাতে বাধ্য হচ্ছেন সবাই। মেসি বলে শট নেওয়ার ফলে তাঁর গোড়ালিও ঘুরে গেছে। আর গোড়ালি ঘুরে যাওয়ায় তাঁর বাঁ পা-ও পুরোপুরি ঘুরে গেছে। সেটা এমনই অবিশ্বাস্য অ্যাঙ্গেলে যে ইনস্টাগ্রামে সবারই প্রশ্ন, এটা কীভাবে করলেন আপনি! কদিন আগেই কার্লোস কুইরোজ মজা করেছিলেন, মেসি যতক্ষণ নিজেকে মানুষ প্রমাণ করছে না, ততক্ষণ ফিফার তাঁকে নিষিদ্ধ করা উচিত। এ ছবি দেখে কুইরোজ নিশ্চয় ভাবছেন, মেসি মানুষ, এটা প্রমাণ করা আরও কঠিন হয়ে যাচ্ছে! সব English

পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Image
ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মানিক সরকার (৬৯)। রবিবার দুপুরের দিকে রাজভবনে গিযে রাজ্যটির রাজ্যপাল তথাগত রায়ের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। রাজ্যপালও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। তবে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কেউ শপথ গ্রহণ না করা পর্যন্ত মানিক সরকারকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর কথা বলা হয়েছে। সূত্রে খবর রাজ্যর পরবর্তী মুখ্যমন্ত্রী পদে দৌঁড়ে সবার আগে রয়েছেন রাজ্যটির বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব।  পদত্যাগপত্র জমা দেওয়ার পরই মানিক সরকার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি এবং তিনি আমাকে নতুন মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত দায়িত্ব সামলানোর কথা বলেছেন’। মানিক সরকার আরও বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করার জন্য আমি সমস্ত সরকারী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাদের ধন্যবাদ জানাই’।  বিদায়ী বেলায় তিনি বলেন, ‘রাজ্যের মানুষ ও প্রশাসনের সহায়তায় গত বিশ বছর ধরে আমাকে সরকার চালাতে সহায়তা করেছে। রাজ্যের মানুষ আমাদের সাথে ছিল এবং আমরাও মানুষের সাথে ছিলাম। তাদের সহযোগিতা ছাড়া সরকারি নীতি কার্যকর করা অসম্...

সিরিয়ায় যুদ্ধ ও শিশু হত্যা বন্ধ চান অপু বিশ্বাস

Image
যুদ্ধের সাথে আমরা সবাই পরিচিত। আমরা ছোটবেলা থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা নিয়ে যুদ্ধ করেছি, পরে ক্যারিয়ার নিয়ে যুদ্ধে চালিয়েছি। সংসার থেকে শুরু করে কম বেশি সকল ক্ষেত্রেই যুদ্ধ করেছি। যেমনটি আমিও। চলচ্চিত্র, সংসারসহ জীবনের অনেকটি সময় যুদ্ধ করতে হয়েছে আমাকে, এবং সেই যুদ্ধকে মেনেও নিয়েছি। কিন্তু সিরিয়ায় যে যুদ্ধ চলছে, তা আমি কেন, পৃথিবীর কেউ মেনে নিবে না এবং নিচ্ছেও না আশা করি। সিরিয়ার যুদ্ধে যেভাবে শিশুদের উপর অত্যাচার চালানো হচ্ছে এবং তাদের হত্যা করা হচ্ছে তা আমার হৃদয়কে প্রতিনিয়ত ক্ষত-বিক্ষত করে চলেছে। কারণ আমিও একজন মা। পৃথিবীর প্রতিটি শিশুই আমার কাছে সন্তানের মতো। তাই আমি কামনা করি দ্রুতই এই যুদ্ধ, শিশু হত্যা ও তাদের উপর অত্যাচার বন্ধ হোক। শিশুদের জন্য পৃথিবীর প্রতিটি স্থানই হোক নিরাপদ স্থান। (ফেসবুক থেকে সংগৃহীত) বিডি প্রতিদিন/৪ মার্চ, ২০১৮/ফারজানা

ত্রিপুরায় যে পাঁচ কারণে জিতলো বিজেপি জোট

Image
উত্তরপূর্ব ভারতের রাজ্য ত্রিপুরায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ও আদিবাসীদের সংগঠন আইপিএফটির জোট। রাজ্যে ২৫ বছর ধরে একটানা ক্ষমতায় থাকা বামফ্রন্ট পরাজয় স্বীকার করে নিয়েছে। তারা বলছে, এই ফল অপ্রত্যাশিত। কিন্তু যে বিজেপি এত বিপুল ভোট পেয়ে জয়ী হলো সেই দলই ৫ বছর আগে ওই রাজ্যে প্রায় অস্তিত্বহীন ছিল। তাহলে কীভাবে এল এই জয়? বিশ্লেষকরা ৫টি কারণের কথা বলছেন। সেগুলো হচ্ছে- ১. প্রতিষ্ঠানবিরোধী হাওয়া : দীর্ঘদিন ধরে ক্ষমতায় বামপন্থীরা। বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজেই ২০ বছর ধরে মুখ্যমন্ত্রী। তাই ক্ষমতাসীন সরকারবিরোধী হাওয়া এবার ছিলই, তার সঙ্গে খাপ খাইয়ে বিজেপি নিজেদের মূল সে­াগানও দিয়েছিল ‘চলো পাল্টাই’-অর্থাত্ পরিবর্তন চাই। ২. বেকারত্ব ও দুর্নীতির অভিযোগ : বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি তরুণ প্রজন্মের একটা বড় অংশের ভোট পেয়েছে এবার। শিক্ষাদীক্ষা রয়েছে, কিন্তু তাদের হাতে কোনো কাজ নেই। অধ্যাপক গৌতম চাকমা জানান, শিক্ষিত বেকারের সংখ্যা এ রাজ্যে প্রায় ৫ লাখ। তাদের ক্ষোভ তো থাকবেই। প্রধানমন্ত্রী মোদী ত্রিপুরায় প্রচারে গিয়ে বারবার এই বিষয়টার ওপরে জোর দিয়েছিলেন। সরকার...

প্রথম বারের মতো ম্যারাথনে সৌদি নারীরা

Image
সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম মহিলা ম্যারাথন প্রতিযোগিতা। এতে প্রায় দেড় হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।  শনিবার দেশের পূর্ব প্রদেশ আল-আহসায় অনুষ্ঠিত হল তিন কিলোমিটার ব্যাপী 'আল-আহসা রান্‌স' ম্যারাথন প্রতিযোগিতা। স্থানীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, প্রায় ১৫০০ নারী ম্যারাথন প্রতিযোগিতায অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের পেশাদার, অপেশাদার, বয়স্কা এবং তরুণী-- সব বয়সী নারীই দৌড়ে অংশগ্রহণ করেন।  জানা গেছে, ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের মিজনা আল-নাসার। মাত্র ১৫ মিনিটে প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছনে ফেলে তিনি দৌড় শেষ করেন। প্রতিযোগিতার স্পনসর ছিল সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়, আল-মাসুদা হাসপাতাল এবং আল-আহসা পুর নিগম। ইত্তেফাক/ইউবি