Posts

Showing posts from January 30, 2019

ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র'

Image
মার্কিন সরকার ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত জোরগে ভ্যালেরো। ল্যাতিন আমেরিকার এ দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে ওয়াশিংটন ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এ বক্তব্য দিলেন ভ্যালেরো। ওই নিষেধাজ্ঞাকে ভেনিজুয়েলা সরকারের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার লক্ষ্যে এ যাবতকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভ্যালেরো এ মন্তব্য করেন। ভেনিজুয়েলা সরকারের করণীয় ঠিক করে দেয়ার অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। ভ্যালেরোর এ বক্তব্যের কয়েক মিনিট আগে চীনে নিযুক্ত মার্কিন উপ রাষ্ট্রদূত সিনথিয়া প্লাথ বলেছিলেন, ভেনিজুয়েলার দুঃখজনক রাজনৈতিক পরিণতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওয়াশিংটন। এ ছাড়া, মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম রোববার এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করে দেন যে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস ম...

ভেনিজুয়েলাকে সর্বাত্মক সহযোগিতা করছে রাশিয়া: মাদুরো

Image
ভেনিজুয়েলাকে সর্বাত্মক সহযোগিতা করছে রাশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার মাদুরো কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, আমরা অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞচিত্তে সব সহযোগিতা গ্রহণ করছি। এদিকে, মার্কিন সরকার ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কাজে সহযোগিতা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেন। রাশিয়া এ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে এক প্রতিত্রিুয়ায় জানিয়েছে, ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে অবৈধভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভেনিজুয়েলায় মাদুরোবিরোধী বিক্ষোভ তুঙ্গে ওঠার পর গত বুধবার নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন ৩৫ বছর বয়সী বিরোধী নেতা হুয়ান গাইডো। তাকে সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, ইরান ও ...

ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৪

Image
নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ বলে খবরে বলা হয়েছে। ছবি: সংগৃহীত। ব্রাজিলে ভয়াবহ বাঁধ ধসের ঘটনায় মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া খনি ও বাঁধটি ব্রাজিলের সর্ববৃহৎ খনি কোম্পানি ভ্যালির মালিকানাধীন। মিনাস গেরাইস রাজ্যে ব্রাজিলের কর্তৃপক্ষ ভ্যালির ওপর জোর তদন্ত চালাচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশে কোম্পানির ছাড়পত্র পাওয়া পাঁচ প্রকৌশলী ও বাঁধটি ঝুঁকিপূর্ণ কিনা সে সম্পর্কে প্রতিবেদন পেশকারী সর্বশেষ পরিদর্শনকারীদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর এএফপি’র। মিনাস গেরাইসের বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র ফ্লাভিও গোদিনহো বলেন, মৃতের সংখ্যা ৬৫ জন থেকে বেড়ে ৮৪ জনে পৌঁছেছে। নিখোঁজের সংখ্যা ২৯২ জন থেকে হ্রাস পেয়ে ২৭৬ জনে দাঁড়িয়েছে। এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার প্রেক্ষিতে বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উত্তলনকারী প্রতিষ্ঠান ভ্যালির শেয়ার দর গত সোমবার ২৪ শতাংশ হ্রাস পেয়েছিল ।তবে সাওপাওলোতেশেয়ার দর প্রায় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দরপতনের তুলনায় সামান্য। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তারা নতুন করে নির্মাণের জন্য ব্রাজিলের প্...

ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হতে চায় বাংলাদেশ

Image
বাংলা ভাগের সময় এবং আরও পরে বন্ধ হয়ে যাওয়া সীমান্তমুখী গুরুত্বপূর্ণ রেলপথগুলো চালুর উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্ভাব্যতা যাচাই চলছে উত্তরাঞ্চলের তিনটি স্থলবন্দরের সঙ্গে রেলযোগাযোগ স্থাপনের। পাশাপাশি এগিয়ে চলেছে সবগুলো জেলাকে রেল যোগাযোগের আওতায় আনতে রেলপথ সম্প্রসারণের কাজ। ইতিমধ্যে প্রকল্পগুলো আলোর মুখ দেখতে শুরু করেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সালের মধ্যেই ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব বাংলাদেশের পক্ষে। সেই লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে রেলপথ মন্ত্রণালয়। প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শেষ হলে সেই কানেকটিভিটি গড়ে উঠবে। দিনাজপুরের চিলাহাটি স্টেশন থেকে চিলাহাটি সীমান্ত পর্যন্ত রেলপথটি ১৯৬৫ সালে বন্ধ হয়ে যায়। সেই থেকে এখনো বন্ধ। সম্প্রতি ৭ কিলোমিটার এই রেলপথ পুনর্বাসন ও ব্রডগেজ রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন জানান, এই রেলপথটি দিয়ে ভারতের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ ছিল। এখন সেটি পুনঃস্থাপনে প্রকল্প নেওয়া হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সাম্প্রতিক তিন প্রকল...

বাণিজ্যমেলা কেন্দ্রিক ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

Image
রাজধানীর বাণিজ্যমেলা কেন্দ্রিক ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটকরা হলেন- মো. মেহেদী হাসান (২২), মো. ফরিদুল (৩০), আসলাম তালুকদার (২৩), মো. শাহআলম শেখ (৩৪), মো. বাবু মিয়া (২৫) ও মো. রুবেল (২০)। মঙ্গলবার রাতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশের ফুটপাত থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, চারটি এন্টি কাটার ব্লেড, একটি পেন্সিল কম্পাস, একটি ড্যাগার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র‌্যাব-২’র অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশের ফুটপাতে অভিযান চালিয়ে সাহালম শেখ, বাবু মিয়া ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে মেহেদী হাসান, ফরিদুল ও আসলাম তালুকদারকে আটক করা হয়। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

২০২৫ সালের আগে কোন নির্বাচন নয়: মাদুরো

Image
২০২৫ সালের আগে কোন নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। ছবি: সংগৃহীত। ২০২৫ সালের আগে কোন নির্বাচন নয় বলে জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। মাদুরো সাক্ষাৎকারে জানান, তিনি বিরোধী দলের নেতাদের ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসে ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমাধান করতে আগ্রহী। তবে তিনি ২০২৫ সালের আগে কোন নির্বাচন দেওয়ার সম্ভাবনার কথা নাকচ করে দেন। মাদুরো বলেন, 'আমি ভেনেজুয়েলার ভালোর জন্য বিরোধীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।' ভেনেজুয়েলার গত বছরের নির্বাচনে মাদুরো ছয় বছরে জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। তবে বিরোধী দল ও বিভিন্ন সংস্থা ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন। চলতি সপ্তাহে যেকোন পরিস্থিতি মোকবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত। গত সপ্তাহে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময়...

মে মাসেই মমতা সরকার খালাস: অমিত শাহ

Image
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যাবেন, রাজ্যে তাঁর আর দরকার নেই। মে মাসেই খালাস হয়ে যাবে মমতার সরকার। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে গতকাল মঙ্গলবার বিকেলে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন অমিত শাহ। তিনি জনসভা থেকে ‘তৃণমূল হটাও’ ডাক দেন। অমিত শাহ বলেন, মে মাসেই মমতা সরকার শেষ। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন সবাই বুঝে যাবে, আর নেই দরকার, মমতার সরকার। সকাল নয়টায় নির্বাচনের ফল গণনা শুরু হবে। বেলা একটার মধ্যে গণনা শেষ হবে। বেলা দুইটার পর থেকে মমতার পতন শুরু হয়ে যাবে। বিজেপি এলে এবার অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, একটি পায়রাকেও সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। মমতার অনুপ্রবেশকারী ভোটব্যাংক রুখে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের চিটফান্ড কেলেঙ্কারির কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, যেসব মানুষ প্রতারিত হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তাদের টাকা ফেরত দেওয়া হবে। অমিত শাহর ভাষ্য, মমতার আঁকা ছবি কিনতে চিটফান্ডের টাকা ...

ভেনেজুয়েলার বিরোধী নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Image
ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে বিরোধী নেতা গুয়াইদোর ওপর সুপ্রিম কোর্টের খড়্গ নেমে এল। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ‘অবৈধ’ দাবি করে বিরোধী নেতা গুয়াইদো গত সপ্তাহে নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র ও ২০টির বেশি দেশ বিরোধী নেতা গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে, মাদুরোর পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়াসহ তাঁর বিভিন্ন মিত্রদেশ। মাদুরোবিরোধীরা আজ দেশটিতে আড়াই ঘণ্টার শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন। বিক্ষোভে যোগ দিতে বিরোধীদের আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচিতে গুয়াইদো অংশ নেবেন কি না, তা স্পষ্ট নয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার ১৪টি দেশ ভেনেজুয়েলায় বাইরের কোনো শক্তির সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে। তারা শান্তিপূর্ণ সমাধানের উপায় খুঁজতে বলেছে। তবে যুক্তরাষ্ট্র আগেই জা...

পাঁচ আসরে দুই, এক আসরেই তিন

Image
বাংলাদেশের পক্ষে বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেছিলেন আল-আমিন। ফাইল ছবি ২০১২ সালে প্রথম আসরেই হ্যাটট্রিক দেখেছিল বিপিএল সে আসরের ১৪তম ম্যাচে। বিপিএলের দ্বিতীয় আসরে কোনো হ্যাটট্রিক হয়নি। হ্যাটট্রিক হলো তৃতীয় আসরে। চতুর্থ ও পঞ্চম আসরেও হলো না কোনো হ্যাটট্রিক। সেই খরা ঘুচিয়ে দিতে এবার এক আসরেই তিন তিনটা হ্যাটট্রিক! টুর্নামেন্ট তো এখনো বাকি! * বিপিএলের প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানি বোলার মোহাম্মদ সামি, দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। * প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন আল-আমিন হোসেন, ২০১৫ আসরে। * এবারের আসরে তৃতীয় হ্যাটট্রিক করা রাসেলের টি-টোয়েন্টি ক্যারিয়ারেও এটি তৃতীয় হ্যাটট্রিক। * এ নিয়ে টি-টোয়েন্টিতে ১০৯টি হ্যাটট্রিক হলো। * রাসেল ছাড়াও তিনটি করে হ্যাটট্রিক আছে অমিত মিশ্র ও অ্যান্ড্রু টাইয়ের। * দুটি করে হ্যাটট্রিক করেছেন আল-আমিন হোসেন, এলজে কুশ, টিম সাউদি ও যুবরাজ সিং। * এর মধ্যে আল-আমিন একবার চার বলে চার উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিক আর আছে আন্দ্রে রাসেলের। বিপিএলে হ্যাটট্রিক বোলার দল প্রতিপক্ষ ...

ভুল’ থেকে শত কোটি ডলারের ব্যবসার জন্ম

Image
টাকা আদান-প্রদানের প্রতিষ্ঠান ট্রান্সফারওয়াইজ। ছবি: বিবিসি   কো ন কাজে ভুল হয়ে গেলে মানুষ সাধারণত আফসোস করে। কিন্তু এক ভুল থেকেই আজ শত কোটি ডলারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এস্তোনিয়ার তরুণ ক্রিস্তো কারামান। এক দেশ থেকে অন্য দেশে টাকা আদান-প্রদানের ব্যবসা ‘ট্রান্সফারওয়াইজ’র সহ-প্রতিষ্ঠাতা ক্রিস্তো কারামান। ব্যবসাটির আইডিয়া তার মাথায় আসে ২০০৮ সালে লন্ডনে থাকাকালে। এস্তোনিয়াতে সুদের হার বেশি হওয়ায় ক্রিস্টমাসের বোনাস হিসেবে পাওয়া ১০ হাজার পাউন্ড পাঠাতে চাইলেন দেশে। দেশে ১০ হাজার পাউন্ড পাঠাতে গিয়ে তাকে ব্যাংকে দিতে হয়েছিল ৫০০ পাউন্ড, যা বেশি সুদ পাওয়ার পরও উঠতো না। নিজের সেই ভুল থেকেই তিনি প্রতিজ্ঞা করে বসেন যে বিদেশে টাকা পাঠানোর এক উপায় খুঁজে বের করতে হবে, যেখানে ব্যাংকের কোন হাত থাকবে না। এই কাজে শুরুতে তার সঙ্গে ছিলেন এস্তোনিয়ার বন্ধু তাভেত হিনরিকাস। টেলিযোগাযোগ কোম্পানি স্কাইপের এই পরিচালকের সঙ্গে তিনি অনানুষ্ঠানিকভাবে টাকা-পয়সা লেনদেন করতেন। ২০১১ সালে তারা লন্ডনে চালু করেন ‘ট্রান্সফারওয়াইজ’ - একটি আর্থিক প্রযুক্তি বা ‘ফিনটেক’ ওয়েবসাইট, যা ব্যবহার করে যে কেউ দেশের ...

অমিতাভের মুখোমুখি হয়ে যা করলেন রেখা! (ভিডিও)

Image
বলিউডে যে কয়েকটি 'লাভ এন্ড হেট রিলেশনশিপ' রয়েছে, তার মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক। যদিও এই সম্পর্কে ভালবাসা বেঁচে রয়েছে কি না, তা বেশ বিতর্কের বিষয়।  কিন্তু অমিতাভ বচ্চন এবং রেখা যে এখনও একে অপরের মুখোমুখি হলে সেখান থেকে ছিটকে সরে যান তা ফের সামনে এসেই পড়ল! সোমবার ডাবু রত্নানির ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে হাজির হন রেখা। বলিউডের ফ্যাশন ফটোগ্রাফারের সঙ্গে বেশ ভালভাবেই পোজ দিতে শুরু করেন তিনি। আচমকাই অমিতাভ বচ্চনের ফটোর উপর নজর চলে যায় তার। আর এরপরই সেখান থেকে ছিটকে সরে যান তিনি। অমিতাভ বচ্চনের ছবি দেখার পর সেখানে বিন্দুমাত্র সময় দাঁড়াননি বলিউড অভিনেত্রী। চটপট সেখান থেকে সরে যান।   এদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে যেমন সম্পর্কই হোক না কেন, বিগ বি'র পুত্রবধূকে বেশ  ভালবাসেন রেখা। বি টাউনের কোনও অনুষ্ঠান হোক কিংবা শাবানা আজমির বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, রেখার সঙ্গে দেখা হলেই তাকে আন্তরিকভাবে জড়িয়ে ধরেন ঐশ্বরিয়া রাই বচ্চন। শুধু তাই নয়, তাকে 'রেখা মা' বলেও ডাকতে শোনা যায় রাই সুন্দরীকে। যা নিয়ে বলিউডে কম তোলপাড় হয়নি।  

ছোট মা' বললে অসুস্থ হতে পারেন, কারিনাকে নিয়ে বিস্ফোরক সারা

Image
ফাইল ছবি সাইফফ আলি খান ও তার সাবেক স্ত্রী অমৃতা সিং'র মেয়ে সারা আলি খান বলিউডে বেশ হইচই ফেলে দিয়েছেন ইতিমধ্যেই। তার প্রথম ছবি ‘কেদারনাথ’ সে ভাবে ব্যবসা করতে না পারলেও, দ্বিতীয় ছবি ‘সিম্বা’ প্রথমদিনই আয় করে ২০.৭২ কোটি টাকা। দু’টি ছবিই মুক্তি পায় ২০১৮ সালের শেষের দিকে। সাইফের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সারার সম্পর্ক বেশ ভাল। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের এক সঙ্গে দেখা গেছে অনেক বারই। ছবি মুক্তির বেশ কয়েক মাস আগেই ছোট পর্দার এক জনপ্রিয় টক-শোয়ে বাবা সাইফের সঙ্গে দেখা যায় সারা আলি খানকে। সেখানে সারার এক মন্তব্য মিডিয়াতে শোরগোল ফেলে দেয়।  টক-শোয়ে সারা বলেছিলেন, তিনি কারিনাকে ‘ছোট মা’ সম্বোধন করার কথা ভেবেছিলেন। কিন্তু তাতে কারিনার ‘হার্ট অ্যাটাক’ হয়ে যেতে পারত। পরবর্তী সময়ে সারার এই মন্তব্যের প্রত্যুত্তরে কারিনা বলেন যে, তারা বন্ধু। এবং তারা পরস্পরকে সম্মান করেন। ‘কেদারনাথ’-এ সারার অভিনয় দেখে কারিনার মনে হয়েছে যে, মা-বাবা দু’জনের প্রতিভাই পেয়েছে সারা।  কারিনা আরও বলেন, তিনি কোনো দিনই সারার মা হতে পারবেন না। কারণ তিনি তা নন। তবে তিনি চিরকালই সার...

যে ছবি নিয়ে তোলপাড়

Image
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখদুম লিঙ্গবৈষম্য দূর করায় অবদান রেখে পুরস্কৃত ব্যক্তিদের অভিনন্দন জানান। অনুষ্ঠানের প্রকাশিত ছবি নিয়ে টুইটারে আলোচনার ঝড় ওঠে। কারণ, ছবিতে কোনো নারী ছিলেন না। ছবিটি বিবিসির সৌজন্যে সংযুক্ত আরব আমিরাতের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তোলপাড় চলছে। ছবিটি লিঙ্গবৈষম্য দূর করতে অবদান রেখে দুবাইয়ের শাসকের কাছে অভিনন্দিত হওয়া অনুষ্ঠানের। ওই ছবিতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা সবাই পুরুষ। সেখানে কোনো নারীর উপস্থিতি নেই। আর এ নিয়েই প্রশ্ন তুলেছেন টুইটার ব্যবহারকারীরা। তাঁদের ভাষ্য, লিঙ্গবৈষম্য দূর করার জন্য তো নারী-পুরুষ উভয়েরই ভূমিকা প্রয়োজন। সেখানে শুধু পুরুষদের দিয়ে কীভাবে লিঙ্গবৈষম্য দূর করা সম্ভব?  আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে প্রকাশিত ওই ছবিতে দেখা যাচ্ছে, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখদুম লিঙ্গ–সমতায় সমর্থনকারী সেরা ব্যক্তিত্ব, লিঙ্গ–সমতায় সমর্থনকারী সেরা কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও লিঙ্গ–সমতায় নেওয়া সেরা উদ্যোগের জন্য পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানাচ্ছেন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলে...

পাকিস্তানে থানায় সন্ত্রাসী হামলায় নিহত ৫, আহত ২৫

Image
পাকিস্তানে ফের সন্ত্রাসবাদী হামলা। গতকাল মঙ্গলবার বালুচিস্তানের একটি থানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।  সূত্রের খবর, চার জন সন্ত্রাসী এই হামলা চালায়। প্রথমে থানা লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। এরপরই শুরু হয় এলোপাথাড়ি গুলিবৃষ্টি। পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে আট ঘণ্টা ধরে লড়াই চলে। হামলাকারী চার সন্ত্রাসীকেই নিকেশ হত্যা করতে সক্ষম হয় পুলিশ।  জানা গেছে, ওই থানার ভিতরে পুলিশ বাহিনীতে নিয়োগের পরীক্ষা চলছিল। হামলায় তাদের মধ্যে অনেকেই হতাহত হয়েছেন।  বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর