ভেনিজুয়েলাকে সর্বাত্মক সহযোগিতা করছে রাশিয়া: মাদুরো

ভেনিজুয়েলাকে সর্বাত্মক সহযোগিতা করছে রাশিয়া: মাদুরো

ভেনিজুয়েলাকে সর্বাত্মক সহযোগিতা করছে রাশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার মাদুরো কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, আমরা অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞচিত্তে সব সহযোগিতা গ্রহণ করছি।
এদিকে, মার্কিন সরকার ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কাজে সহযোগিতা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেন। রাশিয়া এ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে এক প্রতিত্রিুয়ায় জানিয়েছে, ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে অবৈধভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ভেনিজুয়েলায় মাদুরোবিরোধী বিক্ষোভ তুঙ্গে ওঠার পর গত বুধবার নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন ৩৫ বছর বয়সী বিরোধী নেতা হুয়ান গাইডো। তাকে সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, ইরান ও তুরস্কসহ আরও কয়েকটি দেশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা