বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে গ্রাহকের ব্যয় বাড়বে কয়েক গুণ
বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে গ্রাহকের ব্যয় বাড়বে কয়েক গুণ সরকার গুণগত মানের বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। লোডশেডিংয়ের সময় তেলভিত্তিক জেনারেটরের মাধ্যমে (ক্যাপটিভ পাওয়ার) বিদ্যুৎ উৎপাদন করে শিল্পকারখানা চালু রাখতে হচ্ছে। এতে শিল্পের ব্যয় বেড়ে যাচ্ছে। যার সরাসরি প্রভাব পড়ছে রফতানি আয়ে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যের প্রতিযোগিতায় টিকতে না পেরে রফতানি কমে গত ১৫ বছরের মধ্যে সর্বনি¤œ অবস্থানে এসেছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের আরেক দফা দাম বাড়ানোর ফলে শিল্পের সব ধরনের পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এতে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে রফতানি আয়ের ওপর। দুর্ভোগ বাড়বে সাধারণ ভোক্তাদের। বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিক্রিয়া এভাবেই প্রকাশ করেছেন রফতানিকারকদের শীর্ষ সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শেদী। গতকাল নয়া দিগন্তের পক্ষ থেকে সালাম মুর্শেদীর কাছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন। বিদ্যুতের দাম বাড়ানোর ফলে জনগণের ঘাড়ে কয়েক গুণ ব্যয় বেড়ে যাবে বলে জানিয়েছেন...