সংশোধিত বাজেট হবে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকার
- Get link
- X
- Other Apps
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের আকার হবে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকার।
আজ রোববার সচিবালয়ে রাজস্ব মুদ্রা বিনিময় সমন্বয় কমিটি এবং সম্পদ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার। চলতি বছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকার, তা সংশোধন করে করা হবে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকার। আগামী ফেব্রুয়ারিতে তা চূড়ান্ত করা হবে।
অর্থমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার। চলতি বছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকার, তা সংশোধন করে করা হবে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকার। আগামী ফেব্রুয়ারিতে তা চূড়ান্ত করা হবে।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের প্রথম চার মাসের বাজেট বাস্তবায়নের হার আগের বছরের একই সময়ের তুলনায় ভালো। এই ভালোটা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নটা ভালো হয়েছে বলে।
রাজস্ব সংগ্রহের পরিস্থিতি কি—জানতে চাইলে মুহিত বলেন, সেটাও আগের অর্থ বছরের তুলনায় ভালো।
- Get link
- X
- Other Apps
Comments