Posts

Showing posts from November 15, 2020

১৫ বছর ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা ‌ঘুরছিলেন ভিখারির বেশে

Image
  গাড়ি চালিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিলেন ভারতের মধ্যপ্রদেশ পুলিশের দুই কর্মকর্তা ডিএসপি রতনেশ সিং তোমার এবং বিজয় সিং বাহাদুর। হঠাৎ পথে এক ভিখারির সঙ্গে তাদের দেখা। কিন্তু দুজনকে চমকে দিয়ে ওই ভিখারি দুই পুলিশ কর্মকর্তার নাম ধরে ডাকলেন। ফলে অবাক দুজনেই। কাছে যেতেই বেরিয়ে এলো সত্য। ওই ভিখারি আর কেউ নন, ১৫ বছর আগে নিখোঁজ হওয়া তাদের সহকর্মী। শুনতে অবাক লাগলেও এভাবেই মধ্যপ্রদেশের দুই পুলিশ কর্মকর্তা নিজেদের হারিয়ে যাওয়া এক সহকর্মীর খোঁজ পেলেন।  হারিয়ে যাওয়া ওই পুলিশকর্মীর নাম মনীশ মিশ্র। ১৫ বছর আগে মানসিক রোগে ভুগতে শুরু করেন। এরপর হঠাৎ তিনি হারিয়ে যান। চারদিকে খোঁজ নিয়েও কোনও সন্ধান মেলে না তার।  পরিবার সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন তিনি। এরপর হতাশ হয়ে কার্যত তার খোঁজ বন্ধ করে দেয় পুলিশও। কিন্তু  গত মঙ্গলবার দুই সহকর্মীর মুখোমুখি হন মনীশ। সেসময় খাবার খুঁজছিলেন তিনি। এরপরই দুই বন্ধু তাকে সেখান থেকে উদ্ধার করেন। মনীশকে নিয়ে আসেন একটি হোমে। পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপাতত সেখানেই  থাকবেন মনীশ।  এ প্রসঙ্গে ডিএসপি তোমার বলেন, ‘‌‌এতদিন মনীশ কোথায় ...

ইরাকের সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চায় ইরান

Image
  লে. জেনারেল জুমা আনাদ সাদুন ও ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে বাগদাদকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল জুমা আনাদ সাদুন শনিবার তেহরানে তার ইরানি সমকক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।  আমির হাতামি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; বহিঃশক্তি দিয়ে এই নিরাপত্তা প্রতিষ্ঠা করা যাবে না। মধ্যপ্রাচ্যে বহিঃশক্তির উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তাহীনতার মূল কারণ।  ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত ইরাক পুনর্গঠনের কাজে ইরান অংশ নিতে আগ্রহী।  জেনারেল হাতামি বলেন, আমেরিকার নেতৃত্বাধীন বৃহৎ শক্তিগুলোর এ যাবতকালের আচরণ থেকে বোঝা যায়, মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদে অনিরাপদ করে রাখার জন্য তাদের সুদূরপ্রসারি পরিকল্পনা রয়েছে। কাজেই এরকম কুচক্রী পরিকল্পনার বির...