Posts

Showing posts from February 2, 2019

প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিবিদদের মিলনমেলা

Image
সংগৃহীত ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে গণভবনে হাজির হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা। তাদের উপস্থিতিতে যেনো রাজনৈতিক নেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে এ চা-চক্র।  শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের দক্ষিণ লনের সবুজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টার কিছু পরে অনুষ্ঠানস্থলে হাজির হন প্রধানমন্ত্রী। এ সময় ঘুরে ঘুরে সবার সঙ্গে সহাস্যে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা জানান তিনি। চা-চক্র চলে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত। পরে অনুষ্ঠানস্থল ত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নূরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু।...

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

Image
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পুরস্কার বিতরণ করেন। ছবি: ইত্তেফাক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি লে. কর্নেল এসএম আব্দুল্লাহ আল-আমিন পিএসসি। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. রেজাউল ইসলাম পিএসসি, পিএইচডি, এইসি। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প কর্মকর্তা আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াছির আরাফাত সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা। আরো পড়ুন:  স্ব...

শ্যালক হত্যায় দুলাভাই গ্রেপ্তার

Image
শ্যালক হত্যায় গ্রেপ্তার দুলাভাই মো. আমিন। ছবি: ইত্তেফাক কুমিল্লায় কাউছার হত্যা মামলায় মো. আমিন (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে কুমিল্লা র‌্যাব-১১ এর সদস্যরা জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ি এলাকার হাজতখোলা থেকে তাকে গ্রেফতার করেছে। মো. আমনি সম্পর্কে কাউছারের দুলাভাই। জাহিদ হাসান বাপ্পী নামের এক আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে আসে এ হত্যার রহস্য। র‌্যাব ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ জুলাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে কাউছার মারা যান। ট্রেনের ধাক্কায় আহত হয়ে মারা গেছে এমন ধারণা থেকে তাকে ওইদিন বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে আদালতে অভিযোগ দাখিল করেন কাউছারের পরিবার। পরে আদালতের নির্দেশে গত বছরের ১ ফেব্রুয়ারিতে জেলার লাকসাম রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। কাউছারের লাশ কবর হতে উত্তোলন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। এ মামলায় জাহিদ হাসান ওরফে বাপ্পী (২০) নামে একজনকে গ্রেপ্তার করে গ...

আমেরিকায় ৬০০ ভারতীয় শিক্ষার্থী গ্রেফতার

Image
ইতিমধ্যে অনেক শিক্ষার্থীকে জেলখানায় পাঠানো হয়েছে বলে খবরে বলা হয়েছে। ছবি: সংগৃহীত। অভিবাসন নিয়ম না মানার ‘অপরাধে’ ৬০০ ভারতীয় শিক্ষার্থীকে আটক করেছে আমেরিকা। আমেরিকান তেলেগু এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি সম্প্রতি একটি তল্লাশি অভিযান চালায়। এরপরই ৬০০ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া’র। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস অসংখ্য তেলেগু পড়ুয়াদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা সঠিক অনুমোদন ছাড়াই সে দেশে বসবাস করছিলেন। গত বুধবার, ডেট্রয়েটে ফেডেরাল মামলার শুনানিতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানায়, বেআইনিভাবে আমেরিকায় বসবাসকারী বিদেশি পড়ুয়াদের হাতে নাতে ধরতে তারা মিশিগানের ফার্মিংটন হিলস-এ একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ের নাম করে জাল পাতে। আমেরিকান তেলেগু এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৫ সাল থেকেই আন্ডারকভার অপারেশন শুরু করেছিল ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস ইম...

দূর পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

Image
সংগৃহীত ছবি এক হাজার ৩৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে 'হুভেইযে'। শনিবার রাজধানী তেহরানে এক সমরাস্ত্র প্রদর্শনীতে এ ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। দেশটির ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকীর ১০ দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে এ ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। 'হুভেইযে' হচ্ছে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি শহর। ১৯৮০'র দশকে ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের এই শহর প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। এ সময় প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত সব কাজ করেছে ইরানি বিশেষজ্ঞরা। আমির হাতামি আরও বলেন, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে স্বাভাবিকের চেয়ে কম সময় লাগে এবং এটি অনেক নীচু দিয়ে যেতে পারে। 'হুভেইযে' ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এবং এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি। তিনি আরও বলেন, অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই ক্ষেপণাস্...

ট্রাম্প-কিম দ্বিতীয় বৈঠক চলতি মাসেই

Image
ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও কিম জং উন চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় বৈঠক। প্রত্যাশিত এই শীর্ষ বৈঠক দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের উপসাগরীয় শহর দা নংয়ে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষ নাগাদ ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ জন্য সব ধরনের প্রক্রিয়া প্রায় শেষ। এর আগে নানা টানাপোড়নেরর পর ২০১৮ সালের ১২ জুন সিঙ্গাপুরে এই দুই শীর্ষ নেতার প্রথম বৈঠক হয়েছিল। তখন এতে উত্তর কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং দু’পক্ষের মধ্যে সমঝোতা নীতিসহ নানা বিষয় নিয়ে আলাপ-অলোচনা ও চুক্তি হয়। যদিও এরপর দু’জনের মধ্যে আবারও চুক্তি বাস্তবায়ন নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল। বিডি প্রতিদিন/কালাম

সোমবার দেশে ফিরবেন এরশাদ

Image
হুসেইন মোহাম্মদ এরশাদ। ছবি : সংগৃহীত আগামী ৪ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত চেক-আপ ও চিকিৎসা শেষে দেশে ফিরবেন। আজ শনিবার এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে সোমবার রাত সাড়ে ১০টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌছার কথা রয়েছে। আরও পড়ুন:  ‘হ্যালো দুদক কমিশনার বলছি, বাঁচতে চাইলে দেখা করুন’ হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বর্তমানে হাসপাতালের বাইরে অবস্থান করছেন। তাঁর শারীরিক অবস্থা এখন অনেক ভালো। বাসস ইত্তেফাক/কেকে

সোমবার দেশে ফিরছেন এরশাদ

Image
হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: প্রথম আলো জাতীয় পার্টির  চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর থেকে আগামী সোমবার দেশে ফিরবেন। দলটির পক্ষ থেকে আজ শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২০ জানুয়ারি  এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর  যান। তখন দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, নিয়মিত মেডিকেল চেকআপের জন্যই এরশাদ সিঙ্গাপুরে গেছেন। এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ ও মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ। আজ জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত চেক-আপ ও চিকিৎসা শেষে দেশে ফিরবেন ৪ ফেব্রুয়ারি। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে ওই দিন রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছার কথা রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে এখন হাসপাতালের বাইরে আছেন।  হুসেইন মুহম্মদ এরশাদের  শারীরিক অবস্থা এখন অনেক ভালো।

স্বামীকে হাতকড়া পরিয়ে কোথায় নিয়ে গেলেন সানি লিওন?

Image
সানি লিওন মানেই ভক্তদের সব মনোযোগ আকর্ষণের একমাত্র জাদুকাঠি। সানি লিওন তার নানা ভিডিও ও বার্তা প্রায়ই ইন্সটাগ্রামে পোস্ট করেন। তবে ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী ড্যানিয়েল ওয়েবারকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এটি আসলে সানির ভক্তদের জন্য দেওয়া নয়া চ্যালেঞ্জ। ড্যানিয়েলকে হাতকড়া পরিয়ে জিমে নিয়ে যাচ্ছেন সানি, সেখানে ব্যায়ামও করছেন। বলা বাহুল্য সানির মাথা থেকে বেরোনো এই চ্যালেঞ্জ ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়েছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে ওই ভিডিও। সানি লিওন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে জিমের এই ভিডিওটি ইন্সটাগ্রামে পোস্ট করে লিখেছেন: “জিমে হাতকড়া চ্যালেঞ্জ নিচ্ছি আমি। আপনারাও আমার সঙ্গে যোগ দিতে পারেন। নিজেকে এমন কিছুর সঙ্গে বেঁধে নিন যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না।” সানি লিওন নিজের ভক্তদেরও এই নতুন আকর্ষণীয় চ্যালেঞ্জ নিতে আহ্বান জানিয়েছেন। সানি লিওন সম্প্রতি দক্ষিণি সিনেমায় পা রাখতে চলেছেন। মালয়লাম চলচ্চিত্রে অভিষেক করতে চলেছেন তিনি। মালয়লাম চলচ্চিত্রের সুপারস্টার মাম্মুটির সঙ্গে তিনি বিশেষ গানে নাচও করছেন। সানি লিওন মাম্মুটির সঙ্গ...

পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ৬টি সাবমেরিন নামাচ্ছে ভারত

Image
ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া। তারই জের ধরে এবার সাগরে অত্যাধুনিক প্রযুক্তির ছয়টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন নামাতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই সাবমেরিনগুলো বানানোর প্রস্তাব পাস করে দিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) বৈঠকে নৌবাহিনীর জন্য বড় ধরনের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম রিপোর্ট করে। এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সাবমেরিনগুলো বানাতে ‘কৌশলগত অংশীদারিত্ব’ চাইবে ভারত। এ পদ্ধতিতে একটি বেসরকারি সংস্থা কোনো নির্দিষ্ট প্রকল্পের জন্য বিদেশি প্রতিরক্ষা সংস্থার সঙ্গে জোট বাঁধতে পারে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সাগরে এই ছয়টি পারমাণবিক সাবমেরিন নামাতে পারলে, দেশের প্রতিরক্ষা কাঠামোই বদলে যাবে। নৌবাহিনী অনেক বেশি শক্তিশালী হবে। প্রযুক্তিগত ভাবে অগ্রগতি হবে ভারতের প্রতিরক্ষার। এছাড়া এই ছয়টি সাবমেরিন বানাতে ব্যয় হবে ৪০ হাজার কোটি রুপি। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এ বৈঠকে ছয়টি সাবমেরিন ছাড়াও সেনাব...