সোমবার দেশে ফিরছেন এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: প্রথম আলোহুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: প্রথম আলোজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর থেকে আগামী সোমবার দেশে ফিরবেন। দলটির পক্ষ থেকে আজ শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গত ২০ জানুয়ারি এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। তখন দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, নিয়মিত মেডিকেল চেকআপের জন্যই এরশাদ সিঙ্গাপুরে গেছেন। এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ ও মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

আজ জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত চেক-আপ ও চিকিৎসা শেষে দেশে ফিরবেন ৪ ফেব্রুয়ারি। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে ওই দিন রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে এখন হাসপাতালের বাইরে আছেন। হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখন অনেক ভালো।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা