Posts

Showing posts from September 6, 2017

চিনি বউ আর পিঁপড়া বর

Image
মেয়েটি অষ্টম শ্রেনীতে পড়তো, আর ছেলেটি দশম শ্রেনীতে পড়তো তখনই তাদের রিলেশন হয়, দুইবছর যাবত সম্পর্ক খুব গভীর হয়ে ওঠে, এর পর মেয়েটি যখন দশম শ্রেনীতে উর্ত্তীর্ন হয় তখন মেয়েটির মা-বাবা মেয়েটিকে বিয়ে দেওয়ার সিদ্বান্ত নেয়, কথাটি মেয়েটি ছেলেটিকে বলে এখন কি করবা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ছেলেটি ও মেয়েটিকে সত্যিই ভালোবাসতো, ছেলেটি কি করবে.? ছেলেটির বড় ভাই একটা আছে সে ও বিয়ে করে নাই, এখন ছেলেটি বিয়ে করার প্রস্তাব দিবে ক্যাম্নে..? মা-বাবা কে বলবে ক্যাম্নে, চরম টেনশনে পড়ে গেলো, ' ছেলেটি নিজের মান-সম্মানের দিকে না তাকিয়ে মা-বাবা কে কান্না করে, আকুতি-মিনতি করে বল্লো মেয়েটি ও আমাকে ভালোবাসে, আমি ও তাকে ভালোবাসি, যদি আপনারা মেনে না নেন আমাদের দুটি প্রান অকালে ঝরে যাবে, আমরা আত্মহত্যা করবো, এমন অবস্থা দেখে ছেলেটির বাবা মা রাজি হলো, ছেলেটির বাবা-মা ও এলাকার মেম্বার কে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়েদের বাড়িতে যায়, মেয়েটির বাবা কোন ভাবেই রাজি নই, পরবর্তী তে থ্রেড দেয় দ্বিতীবার বিয়ের কথা বল্লে আমি মামলা করতে বাধ্য হবো, সবার সামনে অপমান করে ছেলেটির বাবা মা কে, কয়েকদিন পর মেয়েটিকে সৌদিআরব প্রব...

সীমান্তে মাইন পাতছে মিয়ানমার, আজই প্রতিবাদ করবে বাংলাদেশ

Image
সীমান্তের ওপার থেকে বাংলাদেশে পালিয়ে আসা এই রোহিঙ্গা শরণার্থীরা যাতে আর মিয়ানমার না ফিরে যেতে পারে সেজন্যই পেতে রাখা হচ্ছে এসব ভূমি মাইন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হচ্ছে, গত তিনদিন ধরে বাংলাদেশের সাথে সীমান্তের একাংশ জুড়ে ভূমি মাইন পেতে রাখছে মিয়ানমার, যাতে করে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা আর ফিরতে না পারে। তাদের খবরে বাংলাদেশের অন্তত দুজন সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সীমান্তের এত কাছে মাইন পাতার প্রতিবাদ জানাবে বাংলাদেশ এবং আজই (বুধবার) আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ জানানো হবে। রয়টার্সের পাঠানো এই খবরটি অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি বাংলা। তবে বাংলাদেশের একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানিয়েছেন, সীমান্তে মাইন পেতে রাখার এবং এসব মাইনে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গা শরণার্থীদের হতাহত হবার কিছু কিছু খবর তারাও পাচ্ছেন। এদিকে, মিয়ানমারের নেতা অং সাং সু চি দাবি করেছেন, রাখাইন প্রদেশে যে সংকট চলছে তা তার ভাষায় ভুল তথ্যের মাধ্যমে বিকৃত করা হচ্ছে। মিস সু চি’র অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে আজ বলা হয়, রাখাইনে সাম্প্রদায়িক উত্...

সম্পর্ক সুদৃঢ় করাই অগ্রাধিকার, সুকিকে বার্তা মোদীর

Image
মায়ানমারের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলাকেই অগ্রাধিকার দেবে ভারত। মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সুকির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রথম পদক্ষেপ হিসেবে ভারতে আসতে ইচ্ছুক মায়ানমারের নাগরিকদের গ্র্যাটিস ভিসা বা বিনামূল্যে ভিসা প্রদান করার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে রাখিন প্রদেশে রোহিঙ্গা জঙ্গিদের ওপর পুলিশি অভিযানের ফলে যা পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সুকির সঙ্গে বৈঠকের পর মোদী বলেন, প্রতিবেশী হিসেবে দুই রাষ্ট্রেই নিরাপত্তা নিয়ে সমান উদ্বিগ্ন। এরপরই মায়ানমারের স্টেট কাউন্সিলর বলেন, সন্ত্রাস যাতে দেশের বা প্রতিবেশী দেশের মাটিতে শেকড় গাড়তে না পারে তা সুনিশ্চিত করতে হবে দুই রাষ্ট্রকেই। মায়ানমারের উন্নয়নে অংশ নিতেও ভারত আগ্রহী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের জেলে বন্দি ৪০ জন মায়ানমারের নাগরিককেও শীঘ্রই মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। এদিনের বৈঠকের পরই মায়ানমারের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক চুক্তিগুলির তালিকা প্রকাশ করা হয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। এই চুক্তিগুলির মধ্য...

North Koreans Will ‘Eat Grass’ So Kim Jong Un Can Buy War Weapons, Putin Says

Image
  Greg Price, Newsweek   15 hours ago   North Korean leader Kim Jong Un would allow his people to “eat grass” before he ever gives up his nuclear and missile defense programs, Russian President Vladimir Putin said Tuesday at a news conference in China. Kim and his military claimed to have tested a hydrogen bomb on Sunday, the sixth overall nuclear test conducted by a regime that believes its threats keep the United States and its Asian allies at bay as they plan a preemptive strike to overthrow the authoritarian government. Kim is willing to go so far as to starve his people in order to keep power, Putin said. He also condemned the weapons tests and said diplomacy was the best route to handle the North. “They will eat grass, but they will not turn away from the path that will provide for their security,” Putin said, according to  CNN . A hydrogen bomb is far more powerful than a nuclear bomb, and reports out of South Korea indicate the North coul...

রোহিঙ্গা সংকট: জাতিসংঘের ত্রাণ সরবরাহ আটকাল মিয়ানমার

Image
মিয়ানমারে সংঘাতের কেন্দ্র রাখাইনে জাতিসংঘের সব দাতব্য সংস্থার খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৫ আগস্ট জঙ্গিরা পুলিশ চেকপোস্টে হামলার পরে ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। শুধু জাতিসংঘই নয়, অক্সফাম, সেভ দ্য চিলড্রেনসহ ১৬টি আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো অভিযোগ করেছে, মিয়ানমার সংঘাতপূর্ণ এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না তাদের।  মিয়ানমারে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে গাডিয়ানকে বলা হয়েছে, নিরাপত্তা অবস্থার অবনতি ও সরেজমিনে যাওয়ার বিষয়ে সরকারি বিধিনিষেধের কারণে আমরা ত্রাণ সরবরাহ করতে পারছি না। জাতিসংঘ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যেন ত্রাণ সরবরাহ পুনরায় শুরু করা যায়। তবে রাখাইন প্রদেশের অন্যান্য অঞ্চলে ত্রাণ সরবরাহ অব্যাহত আছে। গত সপ্তাহে নতুন করে শুরু হওয়া সহিংসতার জন্য রোহিঙ্গা জঙ্গিদের দায়ী করে মিয়ানমার সরকার। সংঘাত শুরু হওয়ার পরে সোমবার পর্যন্ত জাতিসংঘের হিসেবানুযায়ী ৯০ হাজার শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে, এদের অনেকের শরীর বুলেটের আঘাতে আহত। গত এক সপ্তাহে রাখাইনের উত্তরাঞ্চলে জা...

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারকে জাতিসংঘের আহ্বান

Image
রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব অথবা আইনগত বৈধতা প্রদান করার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া নতুন সংঘাতে বাংলাদেশে ১ লাখ ২৫ হাজার প্রবেশে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তিনি। গুতেরেস বলেন, মিয়ানমারের জন্য এটা গুরুত্বপূর্ণ যেন তাৎক্ষণিকভাবে মুসলিমদের নাগরিকত্ব অথবা আইনগত বৈধতা প্রদান করা হয়। যার মাধ্যমে তারা মুক্তভাবে জীবনযাপন করতে পারবে, জীবিকার সন্ধান ও শিক্ষাগ্রহণ করতে পারবে।   সোমবার তিনি বলেন, আমি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির করা সাম্প্রতিক আক্রমণের নিন্দা করেছি। তবে আমরা এখন নিয়মিত রিপোর্ট পাচ্ছি যে মিয়ানমারে সেনাবাহিনী নির্বিচারে আক্রমণ করছে। এতে তাদের মধ্যে মৌলবাদের মধ্যে ঝুঁকে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। গুতেরেস বলেন, কয়েক দশক ধরে রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে বৈষম্য, নিরাশা ও চরম দারিদ্রের শিকার হয়ে ধুকছে এবং তারা জাতিগত নিধনের মুখোমুখি। ১ লাখ ২৫ হাজার মানুষ ভয়াবহ যন্ত্রণার সম্মুখীন হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং তাদের অনেকে সংঘাত থেকে পালাতে গিয়ে মারা গেছে...

সুপ্রিম কোর্টের নির্দেশ ও মোদির মিয়ানমার সফর

Image
রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জবরদস্তি করে ফেরত পাঠানো সম্পর্কে কেন্দ্রীয় সরকারের ভাবনাচিন্তা ঠিক কী রকম, ভারতের সুপ্রিম কোর্ট তা জানতে চেয়েছেন। গত সোমবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরদিন গতকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সরকারি সফরে মিয়ানমার পৌঁছেছেন। সেখানে রোহিঙ্গা সমস্যা নিয়ে দুই দেশের নেতাদের কী কথা হয়, রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি মানবাধিকার রক্ষা আন্দোলনের কর্মীদেরও দৃষ্টি সেদিকে নিবদ্ধ। আজ বুধবার মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক। আশা করা হচ্ছে, ওই বৈঠকে তাঁরা রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলবেন। প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলমান অত্যাচারিত হয়ে মিয়ানমার থেকে এসে ভারতের রাজধানী দিল্লিসহ দেশের বিভিন্ন রাজ্যে কয়েক বছর ধরে বাস করছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু গত মাসে সংসদে জানিয়েছিলেন, অবৈধভাবে চলে এসে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছে। এরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জম্মু, হরিয়ানা, উত্তর প্রদেশ, দিল্লি, রাজস্থান ও হায়দরাবাদের বিভিন্ন এলাকায়।...

সু চির দাবি, রাখাইনে সবাই নিরাপদে

Image
মিয়ানমারের রাখাইন রাজ্যে সবার নিরাপত্তাবিধান করা হচ্ছে বলে দাবি করেছেন দেশটির নেত্রী অং সান সু চি। রাখাইনে সপ্তাহ দুয়েক আগে দেশটির নিরাপত্তা বাহিনীর সবশেষ নৃশংস অভিযান শুরুর পর এই প্রথম এ বিষয়ে মুখ খুলে এমন দাবি করলেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গতকাল মঙ্গলবারের ফোনালাপে সু চি ওই দাবি করেন। দুই নেতার ফোনালাপের বিষয়ে আজ সু চির দপ্তর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এরদোয়ানকে সু চি বলেছেন, তাঁর সরকার ইতিমধ্যে যথাসাধ্য উপায়ে রাখাইনের সব মানুষকে সুরক্ষা দিতে শুরু করেছে। সু চি বলেছেন, মানবাধিকার-বঞ্চনা ও গণতান্ত্রিক সুরক্ষার অর্থ তাঁরা খুব ভালো করেই জানেন। তাই তাঁরা দেশের সব মানুষের অধিকারের সুরক্ষা নিশ্চিত করছেন। এটা শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও মানবিক অধিকারও বটে। সু চির দাবি, রাখাইন পরিস্থিতি নিয়ে প্রচুর অপ-তথ্য ছড়াচ্ছে। এই অপ-তথ্য সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করছে। তুরস্কের উপপ্রধানমন্ত্রীর টুইটারে পোস্ট করা হত্যাযজ্ঞের ছবির প্রসঙ্গ টেনে সু চি দাবি করেন, ওই...

আধা কিলোমিটার ভূগর্ভে ভারতের গবেষণাগার

Image
কোন শক্তি বিশ্বব্রহ্মাণ্ডের গ্রহ-নক্ষত্রকে ধরে রেখেছে? এই নিয়ে যুগ যুগ ধরে গবেষণা করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকেরা। পিছিয়ে নেই ভারতও। এবার এই ‘ডার্ক ম্যাটার’ নিয়ে গবেষণার কাজ শুরু করেছেন দেশটির বিজ্ঞানীরা। এ বিষয়ে কাজ করতে ঝাড়খন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রায় আধা কিলোমিটার গভীরে তৈরি করা হয়েছে গবেষণার। ‘ডার্ক ম্যাটার’ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাটির গভীরে যাওয়ার প্রয়োজন ছিল। কারণ, কসমিক রে বা অন্য বিকিরণও গবেষণায় ব্যাঘাত ঘটাতে পারে। তবে গবেষণাগারের পাথরের ছাদ সেই বিকিরণ শুষে নেওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি খুলে দেওয়া হয়েছে ঝাড়খন্ডের মাটির নিচের গবেষণাগার। কলকাতার সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিকসের (এসআইএনএফ)বিজ্ঞানীরা কাজও শুরু করেছেন এই গবেষণাগারে। কলকাতা থেকে ২৬০ কিলোমিটার দূরে ও রাঁচি থেকে ১৫০ কিলোমিটার দূরে ঝাড়খন্ডের জাদুগোড়ায় ভারতের প্রথম ইউরেনিয়ামখনিতে এই গবেষণাগার স্থাপন করা হয়েছে। গবেষণাগারটি ভূপৃষ্ঠ থেকে ৫৫৫ মিটার গভীরে অবস্থিত। গবেষকদের নেতৃত্বে থাকা সত্যজিৎ সাহা জানান, মাটির নিচে প্রাকৃতিকভাবে তৈরি একটা গুহা ছিল, সেখানেই এই গবেষণাগার তৈরি করা হয়েছে। অত্যন্ত সুরক্ষ...

মিয়ানমার বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে ইসরাইল

Image
ফিলিস্তিনের মুসলমানদের মতোই হত্যা ও নির্যাতনের শিকার হয়ে নিজ মাতৃভূমি থেকে উচ্ছেদ হচ্ছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানরা। ফিলিস্তিনিরা যেমন ইহুদিবাদী ইসরাইলের আক্রমণের মুখে স্বদেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন, তেমনি রোহিঙ্গারাও পার্শ্ববর্তী বাংলাদেশসহ নানা দেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। ফলে এক সময়ের স্বাধীন আরাকান রাজ্যের অর্ধকোটি জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গারা মাতৃভূমিতে সংখ্যালঘু জাতিতে পরিণত হয়েছেন। এমনকি মিয়ানমার সরকার নাগরিকত্ব না দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে যাওয়া ‌‌‌'বহিরাগত' বলেও মিথ্যা অপবাদ দিচ্ছে। ফিলিস্তিনিদেরও একইভাবে অপবাদ দিয়ে তাদের দেশ দখল করেছিল ইসরাইল। ফলে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের সঙ্গে সুদূর দক্ষিণ-পূর্ব এশিয়ার আরাকানের মুসলমানদের একই পরিণতি নিয়ে অনেকের মধ্যে বিস্ময় ছিল। অবশেষে ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের নিপীড়নের বিষয়ে ইসরাইল এবং মিয়ানমার কর্তৃপক্ষের নীতির মিল থাকার রহস্য উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালানোর জন্য যেসব সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে ত...

উত্তর কোরিয়া নিয়ে 'যুদ্ধের উন্মাদনা' পৃথিবীর জন্য ধ্বংসযজ্ঞ ডেকে আনবে: পুতিন

Image
                           সাগরে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপানো অর্থহীন, কারণ এভাবে উত্তর কোরিয়াকে তাদের পারমানবিক কর্মসূচি থেকে বিরত রাখা যাবেনা। "তারা ঘাস খেয়ে বাঁচবে, তবু পারমানবিক কর্মসূচি বাতিল করবে না।" চীনের বক্তব্যের সুরে সুর মিলিয়ে মি পুতিন বলেন, কূটনীতি ছাড়া এই সমস্যার সমাধান হবেনা। রুশ প্রেসিডেন্ট একথা এমন সময় বললেন যখন সোমবার যুক্তরাষ্ট্র নিরাপত্তা উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব ওঠাবে বলে ধারণা করা হচ্ছে। চীনের শিয়ামেনে অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে, মি পুতিন বলেন - উত্তর কোরিয়ার সঙ্কটকে কেন্দ্র করে যে "যুদ্ধের উন্মাদনা" শুরু হয়েছে তা পুরো পৃথিবীর জন্য ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। রুশ প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়া তখনই তাদের পারমানবিক কর্মসূচি ত্যাগ করবে, যখন তারা নিজেদের "নিরাপদ মনে করবে। সেই নিরাপত্তার বোধ আসবে কীভাবে? একমাত্র আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিশ্চিত করেই স...

সন্ধ্যায় মুখোমুখি ভারত-শ্রীলংকা

Image
তিন টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বুধবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে শ্রীলংকা ও ভারত। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া শ্রীলংকা চায় এবারের সিরিজে প্রথম জয়ের মুখ দেখতে। অন্যদিকে, টেস্ট ও ওয়ানডের মত একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও জিততে মরিয়া ভারত। টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও ভারত। এর মধ্যে ৬টি জয় পেয়েছে ভারত। আর ৪টি ম্যাচ জিতেছে লংকানরা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ইত্তেফাক/এমআর  

পালিয়ে আসা রোহিঙ্গা যুবতীদের অপহরণ, ধর্ষণ করছে স্থানীয় বাঙালীরা

Image
উখিয়া সীমান্তের আমতলী তুলাতলী পয়েন্টে বাংলাদেশে আসা  রোহিঙ্গাদের সাথে  রয়েছে মূল্যবান স্বর্ণলঙ্কারসহ অন্যান্য সামগ্রী। এছাড়া রয়েছে গবাদি পশুও। অনুপ্রবেশ পয়েন্টে এক শ্রেণির দালাল অসহায় রোহিঙ্গাদের স্বর্ণ, মুল্যবান  জিনিসপত্র ও গরু লুট করে নিয়ে যাওয়ার  পাশাপাশি সুন্দরী যুবতীদের অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। কক্সবাজারের সংবাদকর্মীরা যারা নিয়মিত সীমান্ত এলাকায় গিয়ে এ সংক্রান্ত সংবাদ  সংগ্রহ করছেন। তাদের রিপোর্ট  ও ফেসুবক স্ট্যাটাসেও বিষয়টি ফুটে উঠছে। সাংবাদিক এম আর খোকন ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘না আর  সহ্য হচ্ছে না।ওপারে মুসলমানদের  উপর চরম নির্যাতন, বর্বরতা, গুলি, বাড়িঘরে আগুন, প্রাণ বাঁচাতে  ছুটে আসার পথে নাফনদীতে ডুবে  অসংখ্য নারী-শিশুর মৃত্যু।  আর যারা জীবিত এপারে পৌঁছে তাদের স্বর্নালংকার লুটপাট, যুবতীদের শ্লীলতাহানি।  এই যেন আইয়ামে জাহেলিয়াতকেও  হারমানায়।এ অবস্থায় সোচ্ছার না হয়ে কোন পরিণতিতে গেলে আমাদের  মান...

এ যুগের আইনস্টাইন!

Image
জার্মানিতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য ১৯২১ সালে নোবেল পুরস্কার লাভ করেন। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বলবিজ্ঞান ও তড়িত্ চৌম্বকতত্ত্বকে একীভূতকরণ এবং আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানীর স্বীকৃতি লাভ করেন তিনি। আইনস্টাইনের পরে অনেকেই পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন। কিন্তু আজ পর্যন্ত কোন পর্দার্থ বিজ্ঞানীকেই আইনস্টাইনের সঙ্গে কেউ তুলনা করার সাহস দেখাননি। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে পরবর্তী আইনস্টাইনের স্বীকৃতি লাভ করতে যাচ্ছে ২৩ বছরের এক তরুণী! নাম তার সাবরিনা গোনজালেস পাস্তারস্কি। মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা রুশ বংশোদ্ভূত এই তরুণী ইতোমধ্যে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। মাত্র তিন বছরেই ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি পিএইচডি করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। হার্ভার্ডে পিএইচডি করার ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছে তাকে। অর্থাত্ তার লেখাপড়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কোনো স্টাফ কিংবা ...

‘মৌমাছি পোশাক’ পরে বিশ্বরেকর্ড!

Image
মানুষের মনে যে কত বিচিত্র শখ জন্ম নেয় তার কোনো হিসেব নেই। এই যেমন এবার কানাডার এক মৌমাছি পালক গায়ে পরেছিলেন ‘মৌমাছির পোশাক’। সারা শরীরে জীবন্ত মৌমাছি জড়িয়ে তিনি তৈরি করেছিলেন বিশেষ এই পোশাক। পুরো এক ঘণ্টা ধরে মৌমাছিগুলো তার শরীরে আটকে ছিল।  তবে শুধু রেকর্ড গড়ার জন্যই এই কাজ করেননি জুয়ান কার্লোস নোগুয়েজ অরটিজ নামের ঐ যুবক। মূলত হরর ফিল্ম ‘ব্লাড হানি’র মুক্তি উপলক্ষে প্রচারণা চালানোর জন্য টরোন্টোতে এই আয়োজন করা হয়েছিল। ডিকার বি হানি ফার্মের একজন কর্মী অর্টিজ। মৌ চাষি পিটার ডিকে বলেন, অর্টিজের মুখে মৌমাছির দাড়ি তৈরির জন্য এক লাখ মৌমাছি আনা হয়েছিল।  এর আগে মাত্র দুই বার এই ধরনের কাজের চেষ্টা করেছেন অর্টিজ। নিজের এই দুঃসাহসিক কাণ্ড সম্পর্কে তার বক্তব্য, রেকর্ড গড়া এবং ব্লাড হানির প্রচারণার পাশাপাশি এর মাধ্যমে সাধারণ মানুষকে আমরা এই বার্তা দিতে চেয়েছি যে, মানুষ মৌমাছিকে যতটা ভয় পায় তারা আসতে ততোটা নয়।-ইউপিআই ইত্তেফাক/কেকে