সম্পর্ক সুদৃঢ় করাই অগ্রাধিকার, সুকিকে বার্তা মোদীর
মায়ানমারের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলাকেই অগ্রাধিকার দেবে ভারত। মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সুকির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রথম পদক্ষেপ হিসেবে ভারতে আসতে ইচ্ছুক মায়ানমারের নাগরিকদের গ্র্যাটিস ভিসা বা বিনামূল্যে ভিসা প্রদান করার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে রাখিন প্রদেশে রোহিঙ্গা জঙ্গিদের ওপর পুলিশি অভিযানের ফলে যা পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
সুকির সঙ্গে বৈঠকের পর মোদী বলেন, প্রতিবেশী হিসেবে দুই রাষ্ট্রেই নিরাপত্তা নিয়ে সমান উদ্বিগ্ন। এরপরই মায়ানমারের স্টেট কাউন্সিলর বলেন, সন্ত্রাস যাতে দেশের বা প্রতিবেশী দেশের মাটিতে শেকড় গাড়তে না পারে তা সুনিশ্চিত করতে হবে দুই রাষ্ট্রকেই। মায়ানমারের উন্নয়নে অংশ নিতেও ভারত আগ্রহী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের জেলে বন্দি ৪০ জন মায়ানমারের নাগরিককেও শীঘ্রই মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।
এদিনের বৈঠকের পরই মায়ানমারের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক চুক্তিগুলির তালিকা প্রকাশ করা হয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। এই চুক্তিগুলির মধ্যে রয়েছে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে মউ স্বাক্ষর। ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত সাংস্কৃতিক আদান-প্রদান। দুই দেশের প্রেস কাউন্সিলের মধ্য়ে মউ স্বাক্ষর সহ আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
তবে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়া নিয়ে এদিন সকালেই কেন্দ্র সরকার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। রাখিন প্রদেশে সেনা অভিযানে এখনও পর্যন্ত প্রায় ৪০০ রোহিঙ্গা জঙ্গির মৃত্যু হয়েছে। বাংলাদেশ ও ভারতে ঢুকেছে প্রায় ১.২৫ লক্ষ রোহিঙ্গা। আগেই ভারতে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলিমের সংখ্যা প্রায় ৪০ হাজার। তারা অবৈধভাবেই এদেশে বসবাস করছে।
source: oneindia.com
Dailyhunt
Comments