জাফলংকে আন্তর্জাতিক মানে সাজিয়ে তোলার উদ্যোগ
সিলেটের প্রকৃতি কন্যা জাফলংকে আন্তর্জাতিক মানে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিদেশি পর্যটক আকর্ষণে আধুনিক ক্যাবলকার এবং সুউচ্চ টাওয়ার বসানো হবে। নির্মাণ করা হবে আন্তর্জাতিকমানের পর্যটক মোটেলও। এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, এ স্থানে এসে পর্যটকরা ক্যাবলকার ভ্রমণে বিনা পাসপোর্টে ভারতের মেঘালয় রাজ্য দেখার সুযোগ পাবেন। জাফলং এলাকাকে ‘পর্যটন জোন’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি এলাকা নাম জাফলং। সিলেট শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এর অবস্থান। বর্তমানে এ এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল। পর্যটন মন্ত্রণালয় বলছে, পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের বিস্তৃত সুউচ্চ পাহাড়চূড়া জাফলংকে দিয়েছে ভিন্নমাত্রা। এলাকার আঁকাবাঁকা সড়কপথ পার্বত্য অঞ্চলের কথা মনে করিয়ে দেয়। পাশেই রয়েছে তামাবিল জিরো পয়েন্ট। এ স্থান দিয়ে ভারতে আসা-যাওয়ার স্থলবন্দর রয়েছে। জাফলংয়ের পাহাড় থেকে নেমে আসা ঝরনা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ ছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও অনেককে আকর্ষণ করে। সর্পিলাকারে বয়ে চলা ডাওকি নদীও টানে দেশি-বিদেশি পর্যট...