Posts

Showing posts from January 27, 2019

জাফলংকে আন্তর্জাতিক মানে সাজিয়ে তোলার উদ্যোগ

Image
সিলেটের প্রকৃতি কন্যা জাফলংকে আন্তর্জাতিক মানে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিদেশি পর্যটক আকর্ষণে আধুনিক ক্যাবলকার এবং সুউচ্চ টাওয়ার বসানো হবে। নির্মাণ করা হবে আন্তর্জাতিকমানের পর্যটক মোটেলও। এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, এ স্থানে এসে পর্যটকরা ক্যাবলকার ভ্রমণে বিনা পাসপোর্টে ভারতের মেঘালয় রাজ্য দেখার সুযোগ পাবেন। জাফলং এলাকাকে ‘পর্যটন জোন’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি এলাকা নাম জাফলং। সিলেট শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এর অবস্থান। বর্তমানে এ এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল। পর্যটন মন্ত্রণালয় বলছে, পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের বিস্তৃত সুউচ্চ পাহাড়চূড়া জাফলংকে দিয়েছে ভিন্নমাত্রা। এলাকার আঁকাবাঁকা সড়কপথ পার্বত্য অঞ্চলের কথা মনে করিয়ে দেয়। পাশেই রয়েছে তামাবিল জিরো পয়েন্ট। এ স্থান দিয়ে ভারতে আসা-যাওয়ার স্থলবন্দর রয়েছে। জাফলংয়ের পাহাড় থেকে নেমে আসা ঝরনা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ ছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও অনেককে আকর্ষণ করে। সর্পিলাকারে বয়ে চলা ডাওকি নদীও টানে দেশি-বিদেশি পর্যট...

ভাঙছে পাকিস্তান, আরেক বাংলাদেশ হচ্ছে ‘পশতুনিস্তান’

Image
পশতুনিস্তান লিবারেশন আর্মি। ছবি: সংগৃহীত। শত শত পশতুন মেয়েদের ধরে নিয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা। গুম হয়েছেন পশতুনের বহু অধিকারকর্মী। এ অবস্থায় ‘পশতুনিস্তান লিবারেশনে আর্মি’ গঠন করে স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলন শুরু করেছে পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের পশতুন জনগোষ্ঠি। শুরুতে পশতুনদের ওপর পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন বন্ধে ‘পশতুন তাহাফুজ মুভমেন্ট’ বা পিটিএম নামে একটি সংগঠন গড়ে তুলেছিলো তরুণরা। পশতুন নারীদের অপহরণ করে যৌনদাসী হিসেবে ব্যবহার, নিরাপত্তা বাহিনীর হাতে খুন, গুম ইত্যাদি মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগের কারণে জনপ্রিয়তা পায় সংগঠনটি। পরে পিটিএম’র একটি অংশ গঠন করে ‘পশতুনিস্তান লিবারেশনে আর্মি’। চলতি বছরের ১৩ জানুয়ারি ‘পিটিএম ইন পাকিস্তান: অ্যানাদার বাংলাদেশ ইন মেকিং?’ শিরোনামে একটি কলাম প্রকাশ করে আল-জাজিরা। পাকিস্তানের সাংবাদিক তাহা সিদ্দিকি ওই কলামে জানান, পশতুনের জনপ্রিয় তরুণ নেতা নকিবুল্লাহ মেহসুদকে হত্যার পর স্বাধীকার আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছে খাইবার পাখতুনওয়ায়। ২০১৮ সালে নিরাপত্তা বাহিনীর গুলিতে নকিবুল্লাহ মেহসুদ নিহত হন। চলতি ব...

ইসরায়েলকে হেজবুল্লাহ্ প্রধানের সতর্কবার্তা

Image
সিরিয়ায় প্রধানত ইরানি অবস্থানে অব্যাহত হামলার ব্যাপারে শনিবার ইসরায়েলকে সতর্ক করে দিয়ে লেবাননের হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ্ আল-মায়াদিন বলেছেন, এ ধরনের হামলা অঞ্চলটিতে যুদ্ধ বাধিয়ে ফেলতে পারে। খবর এএফপি’র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে হেজবুল্লাহ্ প্রধান বলেন, ‘ভুল সিদ্ধান্ত নেবেন না। এই অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিবেন না।’ ইসরায়েল বলেছে, তারা মূলত ইরানিয়ান রেভোল্যুশনারি গার্ডস কুদস ফোর্সের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সিরিয়ার ভূমি থেকে ইসরাইলি দখলকৃত গোলান হাইটস-এ কুদস ফোর্সের মিসাইল হামলার জবাবে তারা এ হামলা চালিয়ে আসছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই হামলায় ২১ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই ইরানের নাগরিক। ইসরায়েলের সেনাবাহিনী ২০১৩ সাল থেকে ইরানের সামরিক লক্ষ্যবস্তু ও তেহরান সমর্থিত হেজবুল্লাকে দেয়া আধুনিক অস্ত্র চালানের ওপর কয়েকশ হামলা চালানোর দাবি করেছে। বিডি প্রতিদিন/এনায়েত করিম

১৮ মাসেই সরবে বিদেশি সেনা, তালেবানকে মার্কিন প্রস্তাব

Image
ন্যাটো মিশনের অংশ হিসেবে বর্তমানে ১৪ হাজার মার্কিন সৈন্য আফগানিস্তানে অবস্থান করছে। ফাইল ছবি। আঠারো মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন প্রস্তাবসহ যুদ্ধবিরতির একটি খসড়া চূড়ান্ত হয়েছে। কাতারে অনুষ্ঠিত তালেবান-যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেয়া তালেবান নেতারা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। তবে আলোচনায় অংশ নেয়া কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তালেবানের সঙ্গে আলোচনার ফলাফল নিয়ে কাবুল সরকারের সঙ্গে আলাপ করতে এখন আফগানিস্তানের পথে রয়েছেন, এ বিষয়ে নিযুক্ত মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ। খলিলজাদ টুইটে বলেন, ‘বর্তমানে আলোচনা অতীতে যেকোন সময়ের চেয়ে ফলপ্রসু হচ্ছে। যতক্ষণ না সবকিছুর ঐক্যমত্য হচ্ছে ততক্ষণ চূড়ান্ত সফলতা এসেছে বলা যাবে না।’ টুইটারে আলোচনার সবশেষ অবস্থা জানিয়ে অনেকগুলো টুইট করেন খালিলজাদ। তবে কোন ইস্যুতে আলোচনা হচ্ছে এবং কতটা অগ্রগতি হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানান তিনি। আরও পড়ুনঃ  শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, পুলিশের এসআই আটক ন্যাটো মিশনের অংশ হিসেবে বর্তমানে ১৪ হাজার মার্কিন সৈন্য আফগ...

চীনে কানাডীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন ট্রুডো

Image
২০১৭ সালে জন ম্যাককালামকে চীনে কানাডার রাষ্ট্রদূত নিযুক্ত করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: রয়টার্স কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনে নিযুক্ত তাঁর দেশের রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করেছেন। চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর প্রত্যর্পণ নিয়ে মন্তব্যের জের ধরে এই বরখাস্তের ঘটনা ঘটতে পারে। তবে বরখাস্তের কোনো কারণ জানাননি ট্রুডো। আজ রোববার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি জন ম্যাককালামকে পদ ছাড়তে বলেছেন। তবে বরখাস্ত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি বিবৃতিতে। এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে মেং ওয়ানঝুকে কানাডায় আটক করা হয়। এতে ক্ষুব্ধ হয় চীন। এ নিয়ে কানাডা ও চীনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বছরের ১ ডিসেম্বর ওয়ানঝুকে গ্রেপ্তার করে কানাডা। হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে ভাঙ্কুভার বিমানবন্দরে ওয়ানঝুর যাত্রাবিরতি ছিল। সেখানেই গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর গত মাসেই জামিনে মুক্তি পান ওয়ানঝু। কানাডায় কড়া নজরদারির মধ্যে আছেন তিনি। আগামী ৬ ফেব্রুয়ারি ওয়ানঝুকে ফের...

মতুয়াদের জায়গায় মোদির সভা নিয়ে বিতণ্ডা

Image
ঠাকুরনগরের মতুয়া মহাসংঘ আশ্রম মন্দির। ছবি: ভাস্কর মুখার্জি কলকাতার আগামী ৮ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশ স্থগিত করে বিজেপি এবার ২ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দুটি জনসভা করার উদ্যোগ নিয়েছে। একটি সভা হবে পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি ঠাকুরনগরে। এখানে রয়েছে মতুয়া সম্প্রদায়ের কেন্দ্রীয় আশ্রম। এখানেই থাকেন মতুয়া সম্প্রদায়ের গুরুমা বীণাপাণি দেবী। মতুয়া সম্প্রদায়ের ভোটব্যাংকের দিকে তাকিয়ে বিজেপি এবার ঠাকুরনগরে একটি জনসভা করার উদ্যোগ নিয়েছে। এই সমাবেশ তারা করবে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে। তাদের লক্ষ্য মতুয়াদের ভোটব্যাংক। পাশাপাশি একই দিন আরেকটি সভা করবে পশ্চিমবঙ্গের শিল্পশহর দুর্গাপুরে। কিন্তু এই দুটি সভাস্থল নিয়ে নতুন করে জটিলতা হয়েছে। কারণ, মোদির সভা করার দিন আগামী ২ ফেব্রুয়ারি। অথচ ওই দিন থেকে মতুয়া সম্প্রদায়ের একাংশ ঠাকুরনগরে আয়োজন করেছে কীর্তন অনুষ্ঠানের। আর দুর্গাপুরের সভার জন্য নির্ধারিত রাজীব গান্ধী মেলা ময়দানেও অন্য একটি অনুষ্ঠানের অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন। এ কারণে এই দুই জায়গায় মোদির সভা করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বিজেপি ইতিমধ্যে দুর্গাপুরের ...

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র

Image
কাতারের ফাইল ছবি  রাজধানী দোহায় আফগান-তালেবান ও মার্কিন সরকারের মধ্যে যে আলোচনা চলছে তাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।  গত শুক্রবার দোহা আলোচনার পঞ্চম দিনে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়। ষষ্ঠ দিনের মতো আজও আলোচনা চলেছে। দোহা সংলাপে আরো যে বিষয়ে সমঝোতা হয়েছে তা হচ্ছে- আল-কায়েদা ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে আফগানিস্তানে প্রবেশের অনুমতি দেবে না তালেবান। আলোচনায় মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতির জন্য তালেবানের ওপর চাপ সৃষ্টি করেন কিন্তু তালেবান মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ঠিক করার দাবিতে অনড় থাকে। তালেবান আরো আশ্বাস চেয়েছে যে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে আঞ্চলিক কোনো দেশের ওপর হুমকি সৃষ্টি করা যাবে না। দোহা সংলাপে মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ বার বার তালেবানকে তাগিদ দিয়ে বলেছেন, তাদেরকে কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে। তবে খলিলজাদের আহ্বানে সাড়া দেয়নি তালেবান। সূত্র : পার্সটুডে বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকে তালেবান নেতা বারাদার!

Image
আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান তাদের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আবদুুল গনি বারাদারকে তাদের প্রধান আলোচক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এখন থেকে কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক দফতরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ সময় কারাগারে রাখার পর গত বছরের অক্টোবর মাসে তাকে মুক্তি দিয়েছে পাকিস্তান। এদিকে, মোল্লা আবদুল গনি বারাদার শনিবার কাতারে মার্কিন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে যোগ দিয়েছেন; যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মোল্লা বারাদার যে এ আলোচনায় অংশ নিচ্ছেন এতেই মনে করা চলে যে; এতদিন থেমে-থেমে চলতে থাকা শান্তি প্রক্রিয়ায় এবার কিছু অগ্রগতি হলেও হতে পারে। মার্কিন কর্মকর্তারা মেনে নিয়েছেন যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। আর তালেবান রাজি হয়েছে যে তারা জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করবে- যেন তারা বিদেশী বাহিনীর ওপর আক্রমণ চালাতে না পারে। মোল্লা বারাদার গত বছর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গত শুক্রবার তালেবানের রাজনৈতিক বিষয়ক নেতার পদে নিযুক্ত হন। আলোচনায় তার উপস্থিতির ফলে সিদ্ধান্ত...

অযোধ্যা মামলা আমাদের হাতে দিন, ২৪ ঘন্টায় সমাধান

Image
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতে রামমন্দির-বাবরি মসজিদ মামলা তদের হাতে তুলে দিলে ২৪ ঘণ্টার মধ্যেই রায় দিয়ে দিতে পারতেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, মামলার রায় দিতে কেন অযথা দেরি করছে সুপ্রিম কোর্ট। এতে কি সুপ্রিম কোর্টই মানুষের আস্থা হারাচ্ছে না? হয় আদালত দ্রুত ওই মামলার রায় দিক, তা না পারলে মামলাটি তুলে দেওয়া হোক আমাদের হাতে। ২৪ ঘণ্টার মধ্যেই রায় দিয়ে দেবো। আরও পড়ুন:  প্রিয়াংকা ৪ ফেব্রুয়ারি কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে পারেন একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে গতকাল আদিত্যনাথ বলেছেন, লাখ লাখ মানুষ যা চাইছেন, আমরাও তাই চাই। সুপ্রিম কোর্ট দ্রুত মামলার রায় দিক। - আনন্দবাজার পত্রিকা ইত্তেফাক/আরকেজি