১৮ মাসেই সরবে বিদেশি সেনা, তালেবানকে মার্কিন প্রস্তাব

১৮ মাসেই সরবে বিদেশি সেনা, তালেবানকে মার্কিন প্রস্তাব
ন্যাটো মিশনের অংশ হিসেবে বর্তমানে ১৪ হাজার মার্কিন সৈন্য আফগানিস্তানে অবস্থান করছে। ফাইল ছবি।
আঠারো মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন প্রস্তাবসহ যুদ্ধবিরতির একটি খসড়া চূড়ান্ত হয়েছে। কাতারে অনুষ্ঠিত তালেবান-যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেয়া তালেবান নেতারা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন।
তবে আলোচনায় অংশ নেয়া কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তালেবানের সঙ্গে আলোচনার ফলাফল নিয়ে কাবুল সরকারের সঙ্গে আলাপ করতে এখন আফগানিস্তানের পথে রয়েছেন, এ বিষয়ে নিযুক্ত মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ।
খলিলজাদ টুইটে বলেন, ‘বর্তমানে আলোচনা অতীতে যেকোন সময়ের চেয়ে ফলপ্রসু হচ্ছে। যতক্ষণ না সবকিছুর ঐক্যমত্য হচ্ছে ততক্ষণ চূড়ান্ত সফলতা এসেছে বলা যাবে না।’
টুইটারে আলোচনার সবশেষ অবস্থা জানিয়ে অনেকগুলো টুইট করেন খালিলজাদ। তবে কোন ইস্যুতে আলোচনা হচ্ছে এবং কতটা অগ্রগতি হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানান তিনি।
১৮ মাসেই সরবে বিদেশি সেনা, তালেবানকে মার্কিন প্রস্তাব

ন্যাটো মিশনের অংশ হিসেবে বর্তমানে ১৪ হাজার মার্কিন সৈন্য আফগানিস্তানে অবস্থান করছে। এর মধ্যে ৭ হাজার সৈন্যকে সরিয়ে নেয়ার ব্যাপারে ইতিমধ্যে পরিকল্পনার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা