Posts

Showing posts from December 24, 2019

আগামীতে হ্যাক হবে মানুষের স্মৃতি!

Image
[ছবি: সংগৃহীত] কল্পনা করুন যে, আপনি ইনস্টাগ্রামের ফিডের মতো আপনার স্মৃতিগুলো স্ক্রল করে দেখছেন। বিশদভাবে দেখছেন জীবনের পছন্দের মুহূর্তগুলো কিংবা ফিরিয়ে আনছেন প্রিয় মানুষদের স্মৃতি। এবার কল্পনা করুন এমন এক অরাজক ভবিষ্যতের যেখানে হ্যাকাররা আপনার সেসব স্মৃতি হাইজ্যাক করে নিয়েছে এবং অর্থ না দিলে তা মুছে ফেলার হুমকি দিচ্ছে। মনে হতে পারে এটি কষ্টকল্পিত কাহিনি, কিন্তু এমন পরিস্থিতি আপনার কল্পনার চেয়েও দ্রুত ঘটে যেতে পারে। মস্তিষ্ক নিয়ে যত চিন্তা নিউরো টেকনোলজির ক্ষেত্রে অগ্রগতি আমাদের সেই সুযোগের কাছাকাছি এরই মধ্যে নিয়ে গেছে, যার মাধ্যমে আমরা আমাদের স্মৃতিশক্তি বা মেমোরি বাড়াতে পারি। আর হয়তো কয়েক দশকের মধ্যেই আমরা স্মৃতিকে নিজের মতো করে সাজাতে বা ব্যাখ্যা করতে অথবা পুনরায় লেখার মতো অবস্থায় যেতে পারব। মস্তিষ্ক পুনঃস্থাপনের জন্য এই প্রযুক্তির জোরালো ব্যবহার মস্তিষ্কের শল্য চিকিত্সকদের জন্য হয়তো সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে। বিশ্ব জুড়ে প্রায় দেড় লাখ মানুষের ক্ষেত্রে ডিপ ব্রেন স্টিমুলেশন (ডিবিএস) ব্যবহার করা হয়ে থাকে কিছু সমস্যার মোকাবিলার জন্য। তার মধ্যে পারকিনসন্স থেকে শুরু করে ...