কার শেষকৃত্যে এভাবে এলেন কিম জং উন
সেনা কর্মকর্তার শেষকৃত্যে মাস্ক ছাড়া কিম জং উন। করোনার প্রকোপ বাড়ছে উত্তর কোরিয়ায়। তার মাঝেই দেশটির শীর্ষ নেতা কিম জং উন একজনের শেষকৃত্যে অংশ নিয়েছেন। কফিনবাহী কিম ছিলেন মাস্কহীন। তাই স্বাভাবিকভাবে কৌতূহল জাগছে কে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার জন্য কিম করোনাবিধিকেও উপেক্ষা করলেন। জানা গেছে কিম যার কফিন বহন করছিলেন, তিনি একজন শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন। তার নাম হিয়ন চোল হায়ে। জানা যায় কোরিয়ান পিপলস আর্মির এই নেতা কিমের একজন উপদেষ্টাও ছিলেন। ২০১১ সালে কিমের বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত তাকে নেতৃত্বের জন্য প্রস্তুত করছিলেন হিয়ন চোল হায়ে। সূত্র: বিবিসি বাংলাদেশ প্রতিদিন/নাজমুল