অযোধ্যা মামলা আমাদের হাতে দিন, ২৪ ঘন্টায় সমাধান

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
ভারতে রামমন্দির-বাবরি মসজিদ মামলা তদের হাতে তুলে দিলে ২৪ ঘণ্টার মধ্যেই রায় দিয়ে দিতে পারতেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি বলেছেন, মামলার রায় দিতে কেন অযথা দেরি করছে সুপ্রিম কোর্ট। এতে কি সুপ্রিম কোর্টই মানুষের আস্থা হারাচ্ছে না? হয় আদালত দ্রুত ওই মামলার রায় দিক, তা না পারলে মামলাটি তুলে দেওয়া হোক আমাদের হাতে। ২৪ ঘণ্টার মধ্যেই রায় দিয়ে দেবো।
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে গতকাল আদিত্যনাথ বলেছেন, লাখ লাখ মানুষ যা চাইছেন, আমরাও তাই চাই। সুপ্রিম কোর্ট দ্রুত মামলার রায় দিক। - আনন্দবাজার পত্রিকা
ইত্তেফাক/আরকেজি
Comments