দূর পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

দূর পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান
সংগৃহীত ছবি

এক হাজার ৩৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে 'হুভেইযে'। শনিবার রাজধানী তেহরানে এক সমরাস্ত্র প্রদর্শনীতে এ ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়।
দেশটির ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকীর ১০ দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে এ ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়।
'হুভেইযে' হচ্ছে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি শহর। ১৯৮০'র দশকে ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের এই শহর প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল।
এ সময় প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত সব কাজ করেছে ইরানি বিশেষজ্ঞরা।
আমির হাতামি আরও বলেন, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে স্বাভাবিকের চেয়ে কম সময় লাগে এবং এটি অনেক নীচু দিয়ে যেতে পারে। 'হুভেইযে' ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এবং এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি।
তিনি আরও বলেন, অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই ক্ষেপণাস্ত্র ইরানিদের আত্মবিশ্বাসের প্রতীক। এর মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে কোনো কিছুই ইরানি জাতির দৃঢ়তা ও ইচ্ছা শক্তিকে দমিয়ে রাখতে পারবে না। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা