হঠাৎ মাঠে ঢুকে বসুন্ধরার হেলিকপ্টার ভড়কে দিল সাকিব-আমিরদের

হঠাৎ মাঠে ঢুকে বসুন্ধরার হেলিকপ্টার ভড়কে দিল সাকিব-আমিরদের

পাকিস্তানের মোহাম্মদ আমির, বাংলাদেশের সাকিব আল হাসানসহ বিভিন্ন দেশের তারকারা রবিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। হঠাৎ স্টেডিয়ামের আকাশ-বাতাস কাঁপিয়ে উড়ে এল দুটি হেলিকপ্টার। আমির-সাকিবরা কিছুক্ষণের জন্য থমকে গেলেন।নিরাপত্তাকর্মীরাও গেলেন ভড়কে।
ধীরে ধীরে আকাশ থেকে মাটিতে অবতরণ করে হেলিকপ্টার দুটি। নিরাপত্তাকর্মীরা ছুটে গিয়ে জানতে চান, তারা কারা। কেননা এসময় মাঠে হেলিকপ্টার আসার কোন তথ্য তাদের কাছে ছিল না।
এভাবে ‘অনুমতি ছাড়া’ অনুশীলনের সময় হেলিকপ্টার অবতরণ করায় বিসিবির নিরাপত্তাকর্মীরা বিব্রত। 
একজন তো রেগেমেগেই বললেন, ‘অদ্ভুত ব্যাপার। বলা নেই কওয়া নেই অনুমতি ছাড়া মাঠে কপ্টার ঢুকিয়ে দিয়েছে। কিছু হলে তো আমাদেরই জবাব দিতে হতো।’
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘দশ মিনিট ধরে বলছি তারা কপ্টার বন্ধ করছেন না। পাইলটরা বলেছেন তারা নাকি রংপুর রাইডার্সের মালিককে নিতে এসেছেন।’
কপ্টারের সঙ্গে ছিলেন ক্যাপ্টেন আশরাফ এবং ক্যাপ্টেন মোস্তাফিজ। আশরাফ বলেন, ‘আমাদের বলা হয়েছিল এই সময় অনুশীলন নেই। তাই ঢুকে পড়েছি। আসলে ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে।’
তিনি জানান, হেলিকপ্টার দুটি বসুন্ধরা গ্রুপের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিলেট-ঢাকা হয়ে এখন চট্টগ্রামে। ঢাকা ডায়নামাইটস সোমবার সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। বেলা একটার ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং ভাইকিংস। তার আগে এমএ আজিজ স্টেডিয়ামে রোববার বেলা আড়াইটা থেকে অনুশীলন করতে আসে দলটি।
ইত্তেফাক/ রেজা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা