আল্লাহর পর, আপনি ভরসা’, সুষমাকে টুইট পাকিস্তানির
আল্লাহর পর আমাদের শেষ আশা আপনি।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে টুইট করে বললেন পাকিস্তানের এক বাসিন্দা। এই টুইটের পর সুষমা স্বরাজ ৪ পাকিস্তানি নাগরিককে ভারতে চিকিৎসা করানোর জন্য ভিসা দেয়ার ব্যবস্থা করে দেন।
পাকিস্তানের বাসিন্দা শাহজিব ইকবাল নিজের ভাইয়ের লিভার প্রতিস্থাপনের জন্য ভারতে চিকিৎসার জন্য আসতে চান। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে টুইট করে বলেন, ‘আল্লাহর পর আমাদের শেষ আশা আপনি, দয়া করে ইসলামাবাদ দূতাবাসকে শিগগিরই ভিসা করে দেয়ার জন্য নির্দেশ দিন।
সুষমা স্বরাজ পাল্টা টুইট করে বলেন, ‘ভারত আপনার আশাকে কখনই নিরাশায় পরিণত করবে না। আমরা খুব শিগগিরই আপনাকে ভিসা দেয়ার ব্যবস্থা করছি।’
এর আগেও সুষমা স্বরাজ বহু পাকিস্তানিকেই ভারতে এসে চিকিৎসা করানোর জন্য ভিসা দেয়ার ব্যবস্থা করেছেন।
ইত্তেফাক/ইউবি
Comments