ধুনটে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ার ধুনট উপজেলায় বন্যার পনিতে ডুবে সৈকত হোসেন (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সৈকত হোসেন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পূর্বকান্তনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং সোনাহাটা কেজি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির চারিদিকে কয়েক দিন ধরে বন্যার পানিতে থৈ থৈ করছে। বৃহস্পতিবার সকালের দিকে বাড়ির পাশে পানির কুলে খেলা করছিল সৈকত।
এ সময় অসাবধানতা বসত বন্যার পানিতে পড়ে ডুবে যায়। প্রায় ৩০ মিনিট পর পরিবারের লোকজন বন্যার পানি থেকে সৈকতের মৃতদেহ উদ্ধার করেন।
ইত্তেফাক/কেকে
Comments