পার্বত্যচট্রগ্রামের ম্রো সামাজিক প্রথা ও বিচার ব্যবস্থা উদ্যোগে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ২০১৭ইং
[চাইথোয়াইমং (মং)মারমা রৌদ্র, বান্দরবান জেলা প্রতিনিধি ] বান্দরবান জেলার অর্ন্তগত লামা উপজেলার রোজ বুধবার লামা বাজার টাউন হলে পার্বত্যচট্রগ্রামের বসবাসরত বান্দরবান জেলার ম্রোদের সামাজিক প্রথা ও বিচার ব্যাপারে একদিনব্যাপী মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত সম্পন্ন করেন।এতে অংশগ্রহন করেন বিভিন্ন এলাকায় হতে অাগত ম্রোদের সিনিয়র পাড়া নেতানেত্রী,সমাজসেবক,ছাত্রসমাজ সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উত্ত সভায় উপস্থিত ছিলেন।কর্মশালায় লক্ষ্য উদ্যশে ছিল তার মধ্যে প্রধান কার্য্যক্রম, পার্বত্যচট্রগ্রামের ১৯০০ সালের অাইন অনুযায়ী, সংশোধন,কিছু পরির্বতন,সংস্কার, যোজনবিয়োজন,তৈরি মূল লক্ষ্য,এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ম্রোদের কিছু নেতানেত্রী গন্যমান্য ব্যক্তি বর্গ হল,কাইং ওয়াই ম্রো,রুপসী পাড়া ৯নং ওর্য়াড,মেম্বার, (প্রধান অতিথি,) লংপা ম্রো রুপসী ৮ নং,মেনক্রু ম্রো লামা সদর-৯,নিয়াপাং ম্রো সদর-৮,পাও নৈ,ম্রো,মহিলা সদস্যা-৭,৮,৯, রেংলে ম্রো সড়ই,অনেক নাম নাজানা অতিথিরা এ কর্মশালাতে অংশগ্রহনে দেখা যায়। বিশেষ অতিথি ছিলেন,মি:ইয়াংগা ম্রো,ছাত্রসমাজ সেবক,ম্রো মাত্রভাষা প্রকাশক বা লেখক, তার নেতৃত্ব এই ম্রোদের কর্মশালা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।অায়োজক-ম্রো সোস্যাল কাউন্সিল।লেখক জানান,ম্রো অাদিবাসিরা অন্যান্য ক্ষুদ্র জাতি তলুনায়,শিক্ষাদিক্ষা বা অন্যান্য সব সুযোগ সুবিধা হতে বঞ্চিত ও পিছিয়ে অাছে বলেন দৈনিক ডোনেট. কম নিউজ কে জানান। তাদের অনেক দাবী এদেশের সরকার বা কর্তৃপক্ষে কাছে ম্রোদের জীবনমান বৈচিত্র মান উন্নয়ন ধারাবাহিকভাবে পরিবর্তন হোক সু দৃস্টি অাকর্ষন করছি।
ছবি:গতকাল লামা বাজার টাউন হলে দুপুরে তোলা।
Comments