সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় অভিনেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয় অভিনেতার
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভারতীয় অভিনেতার। শনিবার মুম্বাইয়ের কাছে পালগড় জেলায় মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় টেলিভিশন অভিনেতা গগন কং এবং অর্জিত লাভানিয়ার মত্যু হয়।
জানা গেছে, পূরাণ কেন্দ্রীক মহাকালি- অন্থ হি আরম্ভ হ্যায় নামক সিরিয়ালে অভিনয় করতেন এই দুই অভিনেতা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে গগন গাড়ি চালাচ্ছিলেন এবং অর্জিত তার পাশে বসে ছিলেন। শ্যুটিংয়ের স্টুডিও থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হয় তারা।
Comments