জামালপুরে যমুনার পানি এখনো বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপরে

জামালপুরে গত চার দিন ধরে বন্যার পানি কমছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৯ সেন্টিমিটার কমলেও রোববার বিকেলে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
জেলা সদরসহ সাতটি উপজেলার প্রায় নয় লাখ মানুষ এখনো পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। মেডিক্যাল টিম গঠিত হয়েছে ৭৭টি। সাময়িকভাবে পাঠদান বন্ধ রয়েছে এক হাজার ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৮ হাজার ১৮৭ হেক্টর জমি ফসল। এছাড়া বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত জামালপুর জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ৩০ হাজার রুটি তৈরির কর্মসূচির শুরু করেছে জামালপুর প্রেস ক্লাব। শনিবার রাতে প্রেস ক্লাব ভবনের ছাদে এ কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সারারাত রুটি তৈরি করে প্রতিদিন সকালে জামালপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের ত্রাণের রুটি তৈরি কর্মসূচিতে রুটিগুলো দেয়া হবে বলে জানান জামালপুর প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল ও সাধারণ সম্পাদক দুলাল হোসাইন।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা