ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল বন্ধ

অনলাইন ডেস্ক: বন্যার কারণে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রেলপথের একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এই পরিস্থিতিতে রোববার ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। সকালে ঢাকার কমলাপুর স্টেশনে তিনি সাংবাদিকদের বলেন, “ট্রেনে চলাচলের কোনো ব্যবস্থা না করা পর্যন্ত ওই পথে ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়বে না।"
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার মো. জালালউদ্দিন জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হয়। এরপরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে। রেলসেতুর দক্ষিণ পাশে প্রায় ২০ ফুট এলাকার মাটি ধসে গেছে বলে তিনি জানান।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা সকালেই ঘটনাস্থলে যান।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, যত দ্রুত সম্ভব তারা মেরামত শুরু করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছেন।
রেলওয়ের মহাপরিচালক জানান, সকালে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে দিনাজপুর থেকে ঢাকাগামীএকতা এক্সপ্রেস; নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এবং রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
আর ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কমলাপুর থেকে ছাড়াই হয়নি।
সকালে ঢাকা থেকে কোনো ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সেদিক থেকেও কোনো ট্রেন ঢাকায় আসেনি।
আগামী দুদিন ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেনেরও যাত্রা বাতিল করা হয়েছে বলে রেলওয়ের মহাপরিচালক জানান।
তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেটা মেরামত করে পুনরায় লাইন চালু করতে। সেখানে মেরামতের জন্য আমাদের যন্ত্রপাতি পাঠিয়েছি, শ্রমিকরা যাচ্ছে। রাতদিন কাজ করব। যত দ্রুত সম্ভব দেশের গুরুত্বপূর্ণ এই রেলপথ যেন চালু করা যায়।”
মেরামত শেষ করে সোমবার এই পথে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রেলপথের কোল ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণেই আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে।
ডি.স/মু.আ.হু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা