সিলেটে দুই বোন ধর্ষণ: পাঁচজনের যাবজ্জীবন
সিলেট অফিস২০ আগষ্ট, ২০১৭ ইং ১৯:৩৩ মিঃ
সিলেটে দুই বোন ধর্ষণ: পাঁচজনের যাবজ্জীবন
সিলেটের বিয়ানীবাজারে দুই বোনকে ধর্ষণের মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। 
 
রবিবার অপরাহ্নে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত এবং বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। 
 
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফখরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
 
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো- কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের সৈয়দুর রহমান সাইফুল (৩৮) ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কটিয়া গ্রামের সেলিম আহমদ (২৮), বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের জয়নুল ইসলাম (৪০), তার বড় ভাই নজরুল ইসলাম (৪৫) ও কালাম আহমদ। 
 
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ মে উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া ধর্ষণের শিকার হন দুই বোন। এ ঘটনায় পর তাদের বাবা ওয়াহিদ আলী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
 
 
ইত্তেফাক/ইউবি
 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা