গোয়ালন্দে পদ্মার পানি কমতে শুরু করেছে
গোয়ালন্দে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বানভাসী মানুষের মনে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। রোববার উপজেলার বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে দেখা যায়। বানবাসি মানুষ কষ্টে থাকলে তাদের মাঝে কিছুটা আশা নিয়ে আছে। এক দিনে আগে যারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছিল পানি কমার আভাস পেয়ে তাদের মনে সাহস হয়েছে।
তবুও কারো কারো মনে আবারাও পানি বাড়ার শঙ্কা কাটেনি। এ দিকে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী পূর্নিমার আগে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত পানি না বাড়ার নিশ্চয়তা দেয়া সম্বব নয়।
গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার ইদ্রিস আলী জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত গোয়ালন্দে ২৪ ঘন্টায় সেমি কমে পদ্মার পানি বিপদসীমার ৯৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা বর্তমানে এ পয়েন্টে পানির স্তর ৯.৬৩ মিটার ।
Comments