যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ হয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার ওয়েস্টারভিল শহরের কলম্বাস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
ওয়েস্টারভিলের পুলিশ প্রধান জোয়ে মোরবিটজার জানিয়েছেন, একটি পারিবারিক ঝগড়ার ঘটনায় ৯১১ নাম্বারে ফোন করা হয়েছিল। ওই দুই কর্মকর্তা একটি অ্যাপার্টমেন্টে ঢোকার সাথে সাথে তাদের লক্ষ্য করে গুলি করা হয়।
৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক জোয়েরিং ঘটনাস্থলেই মারা যান। অপর কর্মকর্তা ৫৪ বছর বয়সী অ্যান্থনি মোরেলিকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। 
এ ঘটনায় এক সন্দেহভাজন আহত হয়েছেন এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 
পুলিশ প্রধান আরও বলেন, তারা দুইজন আমাদের অন্যতম সেরা কর্মকর্তা ছিলেন। এটা তাদের কল ছিল এবং তারা ঠিকমত সাড়াও দিয়েছিলেন।
ওয়েস্টারভিল শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকা আহত সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। 
ওহাইও পুলিশ নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, ওয়েস্টারভিলের এ ঘটনার একদিন আগে জর্জিয়ায় এক বন্দুকধারীর গুলিতে অপর এক পুলিশ কর্মকর্তা নিহত ও স্থানীয় শেরিফের দুই ডেপুটি আহত হন। পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা