দেবে গেছে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের একাংশ
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মনিয়া পুকুরের উত্তর পাশে মহাসড়ক দেবে গেছে। ওই এলাকার খণ্ডলের ঘাটাস্থ সোনায়ের খাল সংলগ্ন মহাসড়কে অন্তত ২০ ফুট দৈর্ঘ্য, ৮ফুট প্রস্থে প্রায় ১ফুট গভীরতায় দেবে গেছে। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে কয়েকহাজার যানবাহন চলাচল করে। শীঘ্রই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মহাসড়কের খাল সংলগ্ন অংশ দেবে গেছে। এক বছর পূর্বে মহাসড়কটি রক্ষায় টিন ও খুঁটি দিয়ে প্রাচীর নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যস্ত মহাসড়কে অব্যাহত যানচলাচলের ফলে মহাসড়ক সংলগ্ন খালের কিছু অংশ ধসে মাটি সরে গেছে। এর ফলে মহাসড়কে অন্তত ২০ ফুট দৈর্ঘ্য, ৮ফুট প্রস্থে প্রায় ১ফুট গভীরতায় দেবে গেছে। প্রতিদিন কোন না কোন দ্রুতগামী যানবাহন এ অংশে এসে দুর্ঘটনায় শিকার হচ্ছে। স্থানীয়রা চালকদের সতর্ক করার জন্য দেবে যাওয়া অংশে ছোট্ট খুঁটিতে লাল ফিতা বেঁধে দিয়েছে।
মইনুল ইসলাম নামে স্থানীয় এক যুবক জানান, সপ্তাহ পূর্বে দেবে যাওয়া অংশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে প্রায় পড়ে যায়। পরে রেগার দিয়ে তা টেনে তোলা হয়। ধলই ইউপি চেয়ারম্যান মো. আলমগীর জামান মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে সওজ চট্টগ্রাম সার্কেলের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ ইত্তেফাককে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/জামান
Comments