উখিয়ায় ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে, আহত ৫
উখিয়ার হলদিয়াপালং আঞ্চলিক সড়কে ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্রাক খাদে পড়ে চালক, হেলপার ও শ্রমিকসহ ৫জন আহত হয়েছেন। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, হলদিয়াপালংয়ে একটি ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্রাক খাদে পড়েছে। তবে দুঘর্টনায় পতিত ট্টাকটি জব্দ করা হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, এ পর্যন্ত ও কোন অভিযোগ পাওয়া যায়নি।
উখিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ আব্দুল হক জানান, ভারী যানবাহন চলাচলের কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। গ্রামীণ সড়কে ভারী পণ্য বোঝাই যানবাহন চলাচল নিষেধ থাকলেও তা মানছে না কেউ।
ইত্তেফাক/আরকেজি
Comments