মির্জাপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

মির্জাপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
জমি দখলের জের ধরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই স্বামী-স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই গ্রামে গতকাল শুক্রবার এ হামলার ঘটনাটি ঘটেছে।
আজ শনিবার মির্জাপুর থানা পুলিশ সূত্র ও ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, গোড়াই গ্রামের খোরশেদ সিদ্দিকী (৫৬) ও প্রতিবেশী কাদের সিদ্দিকী, নাজিম মিয়া, মনিরুল, জহিরুল সিদ্দিকী, আইয়ুব মিয়া ও মাইন উদ্দিন গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। খোরশেদ সিদ্দিকী এই ভোগ দখল করে আসলেও প্রতিপক্ষরা ওই জমি নিজেদের দাবী করে দখলের চেষ্টা করে। গতকাল শুক্রবার খোরশেদ সিদ্দিকী ও তার স্ত্রী রাবেয়া বেগম (৫০) বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ রাহিম, জহিরুল, কাদের, মাইন উদ্দিন, আইয়ুব, নাজিম ও মনিরুলসহ কয়েকজন তাদের ধরে নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। তাদের আর্ত-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ নাজিম গং অভিযোগ অস্বীকার করে বলেছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে পাল্টা-পাল্টি হামলা হয়েছে। তাদের লোকজনও আহত এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবী করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান বলেন, এখনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/জামান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা