ক্লাসে শিক্ষিকাকে শ্লীলতাহানি, সাবেক শিক্ষার্থী আটক
নারায়ণগঞ্জ সদর উপজেলায় চাষাঢ়ার বি বি রোড এলাকার প্রিপারেটরী স্কুলে (বর্তমানে কালেক্টরেট প্রিপারেটরী স্কুল) এক শিক্ষিকাকে শ্লীলতাহানি করা হয়েছে। এ ঘটনায় ওই স্কুলের সাবেক এক শিক্ষার্থীকে আটক করেছে নারায়ণগঞ্জ মডেল পুলিশ। আটক তরুণের নাম তারিক হাসান (২২)।
গত ২৩ জনু ওই শ্লীলতাহানির ঘটলেও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর বলে স্কুল কর্তৃপক্ষ তা ৭ দিন চেপে রেখেছিল। তবে শেষ পর্যন্ত তা অনেকেই জেনে ফেলেন।
জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম শারমিন আক্তার (৩৬)। তিনি শহরের ৮নং আল্লামা ইকবাল রোড নারায়ণগঞ্জের বাসিন্দা ও শহরের প্রিপারেটরী স্কুলে নিয়মিত সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
নারায়ণগঞ্জ সদর থানার থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান সাইদ জানান, পুলিশ এ ঘটনায় তারিক (২২) নামের এক তরুণকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
Comments