লাদাখে চীন ভারত পাথর ছোড়াছুড়ি

কালের কণ্ঠ ডেস্ক   
১৭ আগস্ট, ২০১৭ ০০:০০


লাদাখে চীন ভারত পাথর ছোড়াছুড়ি
হিমালয়ের কোলে লাদাখের পানগং লেক এলাকায় ভারত-চীন বিতর্কিত সীমান্তে গত মঙ্গলবার চীনের সেনারা ভারতীয় প্রতিপক্ষের দিকে বেশ কিছু পাথর ছুড়ে মারেন। ভারতীয় সেনারাও পাথর ছুড়ে পালটা জবাব দেন। তবে শেষমেশ পরিস্থিতি খুব বেশি খারাপের দিকে যায়নি। গতকাল বুধবার ভারতের এক প্রতিরক্ষা কর্মকর্তা এ খবর জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই ভারতীয় কর্মকর্তা জানান, চীনের সেনারা মঙ্গলবার দুই দফা ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। দুইবারই তাদের পিছু হটতে বাধ্য করেন ভারতীয় সেনারা। তিনি বলেন, ‘ওটা ছোটখাটো একটা ঘটনা ছিল। চীনা সেনারা বেশ কিছু পাথর ছুড়ে মারেন। তবে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ’ উভয় পক্ষে সেনারা যাঁর যাঁর অবস্থান থেকে পিছু হটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
ভারতের জম্মু-কাশ্মীরের লাদাখ এলাকার পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-চীন সেনাদের মধ্যে ছোটখাটো সংঘর্ষ নতুন কিছু নয়।
শ্রীনগরের এক পুলিশ সদস্য বলেন, ‘প্রতি গ্রীষ্মেই এ ধরনের ঘটনা ঘটে। তবে এবারের ঘটনাটা একটু বেশি সময় নিয়েছে আর খানিকটা বেশি গুরুতর ছিল। তবে কোনো পক্ষই অস্ত্র ব্যবহার করেনি। ’
এ ঘটনার ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনাইয়িং জানান, ওই ঘটনার সর্বশেষ পরিস্থিতি তাঁর জানা নেই। তবে ‘চীনের সীমান্তরক্ষীরা সব সময় ভারত-চীন সীমান্তে শান্তি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ’ বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘আমরা সব সময় চীনের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল অব্যাহত রাখি। আর আমরা ভারতীয় পক্ষের প্রতি আহ্বান জানাই, তারা যেন নিয়ন্ত্রণ রেখা মেনে চলে এবং উভয় পক্ষের সংশ্লিষ্ট সমঝোতার প্রতি বিশ্বস্ত থাকে। ’
ভারত-ভুটান-চীন ত্রিদেশীয় দোকলাম সীমান্তে চীনের বিতর্কিত সড়ক নির্মাণ ইস্যুতে কিছুদিন ধরে চীন-ভারত সেনারা সতর্ক অবস্থায় রয়েছেন। দুই সরকারের মধ্যে চলছে অবিরত বাগযুদ্ধ। এর মধ্যে পানগং লেক এলাকায় দুই পক্ষের মধ্যে মৃদু সংঘর্ষ হলো। সূত্র : এএফপি।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা