হিজবুল মুজাহিদিনকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
কাশ্মীরের পাকিস্তান মদদপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকে ‘বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন’ বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, সে দেশের অভিবাসন এবং জাতীয়তা আইনে হিজবুল মুজাহিদিনকে এই তকমা দেওয়া হয়েছে।
১৯৮৯ সালে হিজবুল মুজাহিদিন গঠনের পর থেকেই কাশ্মীরে লাগাতার জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে এই সংগঠন। হিজবুলের হয়ে অধিকাংশ সন্ত্রাসবাদী হামলায় নেতৃত্ব দিয়েছে ওই সংগঠনের প্রধান সৈয়দ সালাউদ্দিন। এর আগে, মুহম্মদ ইউসুফ শাহ নামেও পরিচিত সালাউদ্দিনকে গত জুনেই ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছিল ট্রাম্প প্রশাসন।
ধারণা করা হচ্ছে, ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পরেই হিজবুলকে এই তালিকাভুক্ত করা হল। মার্কিন পররাষ্ট্র দফতর আরো জানিয়েছে, জঙ্গি হামলা চালানোর জন্য প্রয়োজনীয় রসদ বা সম্পদ থেকে এই জঙ্গি সংগঠনকে বঞ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে মার্কিন আইনের আওতাভুক্ত হিজবুলের সমস্ত সম্পত্তির বাজেয়াপ্ত করা হবে। এছাড়া, কোনো মার্কিন নাগরিক এই জঙ্গি সংগঠনের সঙ্গে কোনো রকমের আর্থিক লেনদেন করতে পারবেন না। আল জাজিরা।
ইত্তেফাক/সেতু
Comments