ভারতের আকাশে এভারেস্ট সমান উচ্চতার মেঘ!

বড় দুর্যোগের আশঙ্কা

কালের কণ্ঠ ডেস্ক   
১৭ আগস্ট, ২০১৭ ০০:০০



ভারতের আকাশে এভারেস্ট সমান উচ্চতার মেঘ!
মধ্য ভারতের ওপর মাউন্ট এভারেস্টের থেকেও বেশি উঁচু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এই মেঘ এতটাই উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছে যে তা ২৫০ মাইল দূরে মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। দিন দুয়েক আগেই মহাকাশচারী রাডল্ফ ব্রেসনিক মহাকাশ থেকে এর ছবি তুলেছেন। এই ব্যাপক আকারের বজ্রগর্ভ মেঘের জেরে কমবেশি গোটা ভারতেই ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর মৌসম ভবন।
ব্রেসনিক গত শনিবার যে ছবি তুলছেন তার আশপাশে আর কোনো বজ্রগর্ভ মেঘ না থাকায় ওই পাহাড়প্রমাণ মেঘই আলাদা করে নজরে পড়ে, ২৫০ মাইল দূরে মহাকাশ থেকেও যা স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকি ওই মেঘের ছায়াও পড়েছে কয়েক শ কিলোমিটারজুড়ে। এই বজ্রগর্ভ মেঘ এতটাই ওপরে উঠে গিয়েছে যে তা পৃথিবীর সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছে। আর বাড়ার জায়গা না পেয়ে তাই মেঘের ওপরটা অনেকটা চ্যাপ্টা হয়ে একটি টেবিলের ওপরতলের আকার নিয়েছে।
এই মেঘের মধ্যে জমে থাকা জলে শুধু মধ্যই নয়, দক্ষিণ ও পূর্ব ভারতও ভেসে যাওয়ার আশঙ্কা করছে মৌসম ভবন। দিল্লির আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শুক্রবারের মধ্যেই পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাংশ, তরাই এলাকা, ওড়িশা, উত্তর-পূর্বের আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এমনকি দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূল, গোয়া ও কোঙ্কন উপকূলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য ভারতের মধ্য প্রদেশ, ছত্রিশগড়, মহারাষ্ট্রের একাংশেও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এমনিতেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নতুন করে বৃষ্টি হলে অবস্থা আরো খারাপ হবে। এদিকে উত্তরবঙ্গ ও নামনি আসামের বন্যার পানিতে ভাসছে বাংলাদেশের একাংশও। নতুন করে আসাম, মণিপুর, মেঘালয়ে বৃষ্টি হলে সেই পানিও নেমে বাংলাদেশেই ঢুকবে। ফলে সম্ভাব্য বিপদের মুখে রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশও। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা