বন্যাদুর্গতদের জীবন

এ বছর মৌসুমি বায়ুপ্রবাহের গতি-প্রকৃতি ও বৈশিষ্ট্য ১৯৮৭, ১৯৮৮ ও ১৯৯৮ সালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই তিন বছরই বাংলাদেশে বড় ধরনের বন্যা হয়েছে। তাই এ বছরও তেমন আশঙ্কা করছেন কয়েকজন আবহাওয়াবিদ ও গবেষক। এখন পর্যন্ত বন্যায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য গত ৪৮ ঘণ্টায় ২৪ জন মারা গেছে। অনেকে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। অনেকের আবার ঠাঁই হয়েছে উঁচু সড়ক ও রেললাইনে।
প্রবল স্রোতে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি। তাই বেড়া, চালা ও খুঁটি নৌকায় তুলে নিয়ে যাচ্ছে একটি পরিবার। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
নাটোরের লালপুরে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসে ভাঙন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার তোলা ছবি। ছবি: মুক্তার হোসেন
ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা ভূঁইয়াবাড়ির ঘাট এলাকায় গতকাল বুধবার রাত আটটার দিকে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। এ অবস্থায় এলাকাবাসী বালুর বস্তা ফেলে পানিপ্রবাহ বন্ধ করেন। ছবি: প্রথম আলো
সড়কে আশ্রয় নেওয়া মানুষগুলোর রাত যেন শেষই হতে চায় না। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রাম জেলা সদরের পাঁচগাছি উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
গতকাল বুধবার রাতে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি-ভুয়াপুর সড়কের একাংশ ভেঙে গেছে। ফলে জামালপুর ও টাঙ্গাইল জেলায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: শফিকুল ইসলাম
বন্যার মধ্যে ভূমিষ্ঠ শিশুটি জন্ডিসে আক্রান্ত হয়েছে। তাকে চিকিৎসক দেখিয়ে আশ্রয়কেন্দ্রে ফিরছেন মা (সামনে)। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
ত্রাণের অপেক্ষায় বন্যাদুর্গত নারীরা। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের আরাজি ভোগডাঙ্গা আশ্রয়কেন্দ্র থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
আরও সংবাদ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা