ক্যালিফোর্নিয়ায় সমুদ্র সৈকতের পাড় ধসে নিহত ৩

ক্যালিফোর্নিয়ায় সমুদ্র সৈকতের পাড় ধসে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে সমুদ্র সৈকত লাগোয়া উঁচু পাড় ধসে তিন জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হন আরও দু'জন।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সান দিয়াগো শহরের দক্ষিণে এনসিনিটাস নামের সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
জানা যায়, এ ঘটনায় সমুদ্র তীরে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। ধসের পর ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানো হয় এবং উদ্ধার কার্যক্রম চালানো হয়। সাগরের তীব্র ঢেউ তীরে আছড়ে পড়ার কারণে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাইক স্টেইন জানায়, আহত দুইজন কে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও নিহতদের নাম প্রকাশ করেনি।
এদিকে উদ্ধারকর্মীরা জানান, পাহাড়ের উপরে থাকা বাড়িগুলো বিপদ মুক্ত। তবে আহতদের উদ্ধার করতে আমরা ব্যর্থ হয়েছি। কারণ জায়গাটা নিরাপদ ছিল না। এমনকি পাহাড় ধসের সময় সৈকতে অনেক মানুষের ভিড় ছিল।
এনসিনিটাস সমুদ্র সৈকতটি স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। মূলত ছুটির দিনগুলোতে এই সৈকতটিতে বেশ ভিড় থাকে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা